![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলার থেকে শুনতে ভালবাসি। আমি কথাই না কাজে বিশ্বাসী।
বাঙালী সমাজে “পা ধরে সালাম করা” প্রথার চালু রয়েছে আর নতুন বর/বোও হলে ত কথাই নাই।
পা ধরে সালাম নাহ করলে যেন প্রকিত শ্রদ্ধা দেখান হয় নাহ। এটা আমার কাছে বেশ খারাপ লাগল তাই একটু জানার ইচ্ছা নিয়ে জানতে শুরু করলাম।
হিন্দু সমাজে বেদের শিক্ষক তথা পুরোহিত থেকে শুরু করে গুরুজনেরা মূলত ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়। আর হিন্দু ধর্ম মতে ব্রাহ্মণরা বিশেষ করে ব্রাহ্মণ পুরোহিতরা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তারা সাধারণ হিন্দুদের কাছে প্রায় পূজনীয় হিসেবে বিবেচিত হয়। মনুসংহিতাতে বেদের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, বেদ শিক্ষার প্রতিটি পাঠের শুরুতে ও শেষে একজন ছাত্র অবশ্যই তার গুরুর দুই পা ছুঁয়ে আলিঙ্গন করবে।মজার ব্যাপার হচ্ছে শিক্ষিত হিন্দুরাই যে ধর্মগ্রন্থটির নাম সহসা মুখে নিতে চায় না, সেই ধর্মগ্রন্থেরই একটি প্রথাকে স্রেফ অজ্ঞতাবশত বাঙালী মুসলিম সমাজে পালন করা হচ্ছে!
©somewhere in net ltd.