![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় পড়ালিখা ,
আমি আবার আরেকটাবার তোমার প্রেমে পড়তে
চাই ।মুখে যতই বলি তুমি খারাপ , তোমাকে ছেড়ে
দিব কিন্তু তুমি জানোতো তুমিহীনা আমার
জীবন , আমার ভবিষ্যৎ সবকিছু অন্ধকারের মাঝে
হারিয়ে যাবে ,তখন হারিকেন দিয়েও আলো খুঁজে
পাবনা । আর আমিও জানি আমি যতই চাই তুমি
এত সহজে আমাকে ছাড়বানা । সেই ছোটকাল
থেকে জ্বালিয়ে যাচ্ছ ,ছোটতে অবশ্য তোমার
প্রতি আমার আগ্রহ আর ভালোবাসা ছিল কিছুটা
,। তখন আমাদের সম্পর্ক টাও ভাল ছিল কিন্তু
বড় হয়ে তোমার প্রতি আমার আগ্রহ কমেছে ।
অবশ্য দোষ আমার একার না । তুমিও আগের মত
ভালো ছিলেনা , ছোটতে কত সহজ সরল সুন্দর
ছিলে আর বড় হতেই জটিল থেকে জটিলতর
দাজ্জাল হয়ে গেলে ! যাই হোক সেসব কথা বাদ
দাও , দুজনেই যখন জানি ,কেউ কাউকে ছাড়া
থাকতে পারবো না তখন প্লিজ আরেকটাবার
আমাকে নতুন করে তোমার প্রেমে পড়তে দাও ,
ঠিক আগের মত করে আলিঙ্গন করে নাও আমাকে ,
আর মিশে যাও আমার মস্তিস্কের প্রতিটা
নিউরনে । ঠিক আগের মত হয়ে যাক আমাদের
সম্পর্ক টা ,। শুধু এটাই প্রত্যাশা । আর পরিবার
নিয়া টেনশন নাই , বাবা মা , বোন ,চাছা মামা
চৌদ্দ গুষ্টি চাই আমি শুধু তোমার সাথেই প্রেম
করি । আর আল্লাহ তো চাইলে অবশ্যই
হেল্প করবেন ।
বাকিটা আমার আর তোমার অন্তরঙ্গ ব্যাপার
আমাদের পুরনো প্রেম টা যেন ভালো করে
জোড়া লেগে যায় সবাই দুআ কইরেন ……
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
বিজন রয় বলেছেন: সেই দুআ রইল।
৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৯
অন্যরকম আমি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭
অঘোষিত পন্ডিত বলেছেন: বেশ ভাল বলেছেন।