![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিঝুম শান্ত রাতে,ঘুমন্ত চোখে;
যতই রঙিন স্বপ্ন দেখি
চোখ খুললে নি:শব্দ চারদিক, নিশ্চুপ ।
সবকিছু সাদাকালো অন্ধকারই রয়ে গেল ।
আমি নরম তুলি হাতে ,জীবন ক্যানভাসে
হাজার ছবি আঁকি ,
সেই ছবিতে যতই আমি রঙের আঁচড় টানি ,
দিনশেষে সব ছবি রঙহীন রয়েই গেল ।
২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৯
অন্যরকম আমি বলেছেন: কস্ট তো বৃথাই আমার কাছে
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: তাহলেতো কষ্টই বৃথা।