![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরম্ভ হইয়াছে তুমুল বর্ষণ
নামিয়াছে বৃষ্টি আমার শহরে ,
রিমঝিম শব্দে পড়িতেছে জল
আমার পরাণ চাহে এই জলে ভিজিতে
.
ভিজিতে যাইয়া থমকিয়া দাঁড়ায়
মনে পড়িয়া যায় তুমি আছো দূরে
অচেনা অন্য এক শহরে ,
জানিতে বড়ই ইচ্ছা জাগে মনে
তোমার শহরেও কি বৃষ্টি নামিয়াছে ?
তোমারো পরাণ চাহে কি আজ ভিজিতে ?
.
হোক তবে বর্ষন তোমার আমার শহরে
বর্ষাস্নাত এই বিকেলে ভিজিব চলো দুজনে ,
একসাথে নাহয় নাইবা হলো ভেজা ,
তুমি একলা ভিজো তোমার শহরে ,
তবু চলো আলাদাভাবে সিক্ত হই একই প্রহরে……ত
©somewhere in net ltd.