![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা স্বপ্ন
সত্যি হচ্ছে
কবে থেকে ভাবছি
.
ফাকা ফুটপাথ
পিচ রাস্তা
একা একা হাঁটছি
.
লাল সিগনাল
ট্রাফিকের হুইসেল
গাড়ির হর্ন শুনছি
.
একটা কন্ঠ
খুব চেনা
উৎস তার খুঁজছি
.
সেই মেয়েটা
রাস্তার ওপাশে
দাঁড়িয়ে তাই দেখছি
.
আমি অপলক
হাত নড়ছে
ইশারায় সাড়া দিচ্ছি
.
আমি দাঁড়িয়ে
তার সামনে
চার চোখে আলিঙ্গন …
.
আমি চুপচাপ
সে নির্বাক
বাড়ছে বুকের কম্পন
.
হাওয়া বইছে
চুল উড়ছে
অদ্ভুত এক শিহরন
.
হাঁটু কাঁপছে
ঠোঁট নড়ছে
অপেক্ষায় একটা চুম্বন …
………………………………………
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৩
অন্যরকম আমি বলেছেন: ওকে ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
বর্ণিল হিমু বলেছেন: ছন্দ তো ভালোই মিলাতে পারেন, বাস্তবতা নিয়ে কিছু কবিতা লেখেন....!