| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবর,
আব্বা জান।
বিষয়ঃ আম্মার কাজে সাহায্য করার জন্য একটি মেয়ে পাকাপাকি ভাবে এই বাড়িতে আনার আবেদন।
আব্বা,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার হোটেলের একজন নিয়মিত বাকির কাস্টমার মানে আপনার বড় পুত্র। আমি বিগত ২০-২১ বছর যাবত আপনার হোটেলে নিয়মিত বাকি খেয়ে যাচ্ছি ইনশাল্লাহ সামনেও খাব। এদিকে আম্মা সারাদিন ঘরে একা একা কাজ করে যাহা সন্তান হিসেবে আমি কিছুতেই মেনে নিতে পারি না। আম্মার কষ্ট
দেখে শুধু আমার মমতাজের সেই গানটা মনে পরে ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়। কথায় আছে বাচার মত বাচতে চাই সময় মত বউ চাই।
সুতরাং আব্বা জানের নিকট আমার অকুল আবেদন এইযে, আম্মা জানের কষ্টের কথা চিন্তা করিয়া আম্মার কাজের সহায়তার জন্য একটা মিষ্টি দেখিয়া বৌ আনিবেন আপনার বড় ছেলের জন্য থুক্কু আম্মা কাজের সহায়তার জন্য।
নিবেদক
আপনার বড় ছেলে ।
* সোর্স
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
আদরসারািদন বলেছেন: মাইরালা