| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতি যাচ্ছে নদীতে গোসল করতে৷ ৩ পিপড়া গাছের উপর থেকে হাতিকে দেখে বলল, "চল আমরা হাতিরে মাইর লাগাই, ব্যাটা আমাগো অনেক বন্ধুরে পা দিয়া মারছে৷" হাতিটা গাছের নিচ দিয়ে যাওয়ার সময় ৩জনে গাছ থেকে লাফিয়ে হাতির পিঠে চড়ে কামড়াতে শুরু করল৷
হাতি গা ঝাড়া দিল, একটা পিপড়া নিচে পড়ে গেল৷ শুড় দিয়ে বাড়ি দিল, আরেকটা পিপড়া পড়ল৷ কিন্তু ৩য়টা কিছুতেই পড়েনা৷
হাতি ভাবল যাই, পানিতে ডুব দেই গোসলও হয়ে যাবে পিপড়াও চলে যাবে৷ যেই ভাবা, সেই কাজ৷
হাতি তাড়াতাড়ি নদীতে নেমে ডুব দিতে থাকল৷ এদিকে হাতির পিঠ থেকে পড়ে যাওয়া দুই পিপড়াও হাতির পিছে পিছে নদীর পাড়ে গিয়ে উপস্থিত হল৷ তারা দেখল, হাতিটা ডুবছে আর ভাসছে৷ আর তাদের বন্ধু হাতির পিঠ কামড়ে ধরে বসে আছে৷
এই দেখে তারা উল্লাসে চিৎকার দিয়ে তাদের বন্ধুকে বলল, "সাব্বাস দোস্ত, সাব্বাস !!!
চুবা হাতিটারে ভালা কইরা পানিত চুবা৷"
*** আরও জটিল কিছু মিস করতে না চাইলে এখানে দেখতে পারেন
২|
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬
নীদ্রাহীন বলেছেন:
৩|
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০১
মুহাই বলেছেন: (^o^)
৪|
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৬
ইলি বিডি বলেছেন: মিস করিনি।ধন্যবাদ।
৫|
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৩
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন:
![]()
৬|
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫
মদন বলেছেন:
৭|
২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন:
৮|
২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৪
ক্ষুদ্র খাদেম বলেছেন:
৯|
০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৭
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাল
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২০
লেখোয়াড় বলেছেন:
হাসলাম।
মিস করিনি।
ধন্যবাদ।