![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিবি পুলিশদের বাহাদুরির প্রসংশা না করে পারছি না... তিন তিন জন ব্লগার ধরে মিডিয়ার সামনে এনেছে.... তাদের আপরাধ তারা নাস্তিক ,অনলাইনে ধর্ম নিয়ে উল্টা পাল্টা কথা বলে । কিন্তু যারা প্রকাশ্যে সংখ্যলঘুদের উপর অত্যাচার করে, ঘরবাড়ি ভাঙ্গে, মন্দির ভাঙ্গে তারা কি তাহেল ??? তাদের একজনকেও তো ধরেত পারলোনা ডিবি পুলিশ । তাহেল তারাই কি আস্তিক, যারা ধর্ম নিয়ে ব্যাবসা করে তাদের বিরুদ্ধে অনলাইনে কিছু লিখলে তারা হয়ে যাই নাস্তিক......... ধর্ম নির্ভরশীল পুরোটাই বিশ্বাসের উপর, আমি কি বিশ্বাস করবো কি না করবো সেটা আমার একান্তই নিজস্ব ব্যাপার, আর আমার বিশ্বাসটাকে আমি উপস্থাপন করতেই পারি। যার ভালো লাগবে সে accept করবে...... এখানে নাস্তিক বলার কি আছে । যারা নাস্তিক নাস্তিক বলে গলা ফাটাচ্ছেন তাদেরকে বলছি, আপনি কতটুকু আপনার ধর্ম পালন করেন সেটাই আগে চিন্তা করেন।।।।।।।।।
২| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Hay re 'bibek hin'.
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
এই আমি সেই আমি বলেছেন: থাবা বাবা যা লিখেছে তা কোন মতেই সমর্থন করা যায় না । আমি নুরানি চাপা সম্পূর্ণ পড়তেও পারিনি , মাথা ঘুরে যায় । কিন্তু এটাকে ব্লগের সীমিত পরিসর থেকে হাইলাইট করে জনগণের মধ্যে প্রচার করে উসকানি দিয়ে দাঙ্গা লাগানো্, এটা মাহমুদুর রহমানের নবী প্রেম বা ইসলাম প্রেম নয় । জামাতি মালিকানার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের উদ্দেশ্য ভিন্ন।
মত প্রকাশের স্বাধীনতার ধুঁয়া তুলে প্রথম আলো বা অন্য কোন পত্রিকা যদি সালমান রুশদির স্যাটানিক ভার্সেস ছাপিয়ে এই ধরনের দাঙ্গা বাঁধায় তাহলে কি এটাকে সমর্থন করা যায় ?
অনেকেই এক কথাই বার বার বলে যাচ্ছে থাবা বাবা লিখতে পারলে মাহমুদ বাবা কেন ছাপতে পারবে না । ব্যাপারটা তাহলে এই দাঁড়ায় সালমান রুশদি লিখতে পারলে প্রথম আলো কেন ছাপতে পারবে না ?
মওদুদী কাদিয়ানী দাঙ্গা লাগানোর জন্য ফাঁসি হয়েছিল , আর এই দাঙ্গা ফ্যাসাদের জন্য মাহমুইদ্যার ফাসি চাই ।
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ভরযুক্ত অপদার্থ বলেছেন: হয় সরকারের ভিতর জামাত ঢকছে না হয় ডি বি পুলিশের ভিতর জামাত ঢুকছে
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪
ছোট গ্রাম বলেছেন: ব্লগারদের আটক করা হয় নি। নাস্তিকদেরও আটক করা হয়নি। ধর্ম নিয়ে কটুক্তিকারী কিছু ফালতুকে আটক করা হয়েছে।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
অনুরাধা হালদার বলেছেন: আপনার নামে যথার্থতা প্রমাণ হয়েছে। সত্যি আপনি বিকেকহীন।