![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় প্রেম বিষয়টার প্রতি ব্যাপক আগ্রহ ছিল । একেবারে আঁকড়ে ধরার মতো আগ্রহ । মনে হত আমারও একটা থাকা দরকার । কিন্তু সময়ের সাথে সাথে আমার ভেতর থেকে এই gf প্রীতি চলে গেছে । কেন যেন জিনিসটার প্রতি আমার একটা negative attitude তৈরি হচ্ছে । হতে পারে পারিপার্শ্বিক অবস্থা ,হতে পারে আমার দৃষ্টিভঙ্গি ।
কথা শুনলে মনে হয় gf থাকাটা একটা fashion ,অনেকটা নতুন জামা কাপড় পড়ার মতো । না থাকাটা একটা গুরতর বিষয় । কিছু বলার নাই এখানে । সমাজটাই যখন এরকম হয়ে গেছে তখন মানুষ কে বলে কি লাভ ?? বাইওস্কপ ,সিনেমা এইসব আলবাল জিনিস থেকে জেনেছি প্রেম নাকি পবিত্র । কয়েকটা পবিত্রতার নমুনা দেখাই ----
১) গত ঈদের সময় পার্কে গেলাম হাওয়া খাইতে । গাছের চিপায় যা ঘটছিল তা দেখে আমি নিজেই হাওয়া হয়ে গেলাম । মেয়েটা ছেলেটাকে ...... করতেসে । ব্যাপারটা হাতাহাতি পর্যায় থেকে যখন গুরতর পর্যায়ে চলে যাবে তখনই আমি কেটে পড়লাম । ১০ মিনিট বাদে আমি দেখলাম ওই কাপল রিক্সা দিয়ে চলে যাচ্ছে । মেয়েটার মুখে স্মিত হাসি । বুঝলাম they are satisfied .
২) বোটানিক্যাল গার্ডেন ,cu campus. বন্ধুদের সাথে ফিরছি । চোখ পড়ল গাছের সারির আড়ালে । আবার সেই সেমি ফাইনাল খেলা (হাতাহাতি ) ,মেয়েটা বেশী আক্রমণাত্মক । ফাইনাল খেলা দেখার ইচ্ছা হল না । চলে আসলাম । পবিত্র জিনিস বলে কথা !!!!
৩) march এর শেষের দিকের কথা ,আমার হাতে টাকা নাই । ধার করে চলছি । এমন সময় বন্ধুর ফোন ।
হ্যালো ,দোস্ত ,ইমারজেন্সি
কি হইসে ,খুলে বল ,আমি বললাম
১৫০০ টাকা লাগবে ,আর্জেন্ট ,ত্বরিত উত্তর পেলাম
দোস্ত আমার হাতে টাকা নাই ,মাসের শেষ এখন ,তবে চেষ্টা করলে জোগাড় করতে পারি ,বললাম আমি
একটু চেষ্টা করে দেখ ,বন্ধুটি বলল ।
আমি কারণ জিজ্ঞেস করার আগেই সে লাইন কেটে দিল ।
টাকা জোগাড় হল । তার হাতে তুলেও দিলাম।
পরের দিন চেপে ধরলাম --- বল কাহিনী কি ????
যা বলল তার সারমর্ম হচ্ছে ----- তার এক বান্ধবীর গর্ভপাত করাতে হয়েছিল ,ইমেরজেন্সি ।
তার বান্ধবীর bf ফাইনাল খেলা খেলে চলে গিয়েছিল । এখন ফাইনাল খেলার পুরুস্কার গ্রহন করতেই যতো সমস্যা ।
আমি বললাম ,কাজ হইসে ???
all ok ,dsto,thanks তোকে । বন্ধুটি বলল
আমি বললাম --- দোস্ত ,ওই খেলোয়াড়টিকে ডেকে আন । তার হাতে একটা ক্ষুর ধরিয়ে দে । আর বল তাকে তার যন্ত্রখানা নিজ হাতে কেটে ফেলতে । যা খরচ লাগে আমি দেবো ।ডেকে আন ।
in future যে সে এইরকম final খেলা খেলবে না তার গ্যারান্টি কি ????
এই হচ্ছে পবিত্র প্রেম । সমস্যা হচ্ছে ভালোবাসার ফসল ( অবৈধ সন্তান ) কেও গ্রহন করতে চায় না । সবাই ফাইনাল খেলা খেলতে চায় । ফাইনাল খেলায় জিতে গেলে পুরুস্কার গ্রহন করা উচিত নয় কি ????
এর উত্তর আমাদের সমাজই ভালো জানে ।!!!!!!!
(সংগৃহীত)
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪০
বিবেকহীন সন্জু বলেছেন: প্রেমে পড়ে আধুনিক হয়েছেন ভালো কথা, আপনার জন্য শুভকামনা রইলো। কিন্তু এমন কোনো আধুনিক ফাইনাল গেম খেলেন না যার জন্য বন্ধুর কাছে আবার টাকা হারাত করতে হয়।
২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭
খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: ধুর মিয়া, আপনি তো বিশাল ধর্মান্ধ। আজকাল এত কিছু মানলে বাঙালি হওয়া যায় নাকি???
:> :> :>
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২
বিবেকহীন সন্জু বলেছেন: হুমমম ঠিকই বলেছেন..... চিন্তায় ফেলে দিলেন।
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২
এ.এ.এম বিপ্লব বলেছেন: আপনাকে এই ফ্যাশনের ধারক বলব নাকি বাহক বলব ??? নাকি দ্বজ্জাধারী বললে বেশি খুসি হবেন ?? সব সম্পর্ক এক রকম হয় না । সবাই একই ধরণের প্রেম লিলায় অব্যস্থ নয় ,কেউ কেউ ইতিবাচক ভাবেও সপর্কের ভীত গড়ে । তাদেরকে এদের সাথে ঘুলিয়ে ফেলাটা অন্যায় ।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
বিবেকহীন সন্জু বলেছেন: সবাই যে এ রকম না সেটা আমিও জানি। কিন্ত বেশির ভাগ যে এমন এই দায় আপনি এড়াতে পারেন না
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩
জাতির শ্বশুর বলেছেন: সময়পযোগি পোস্ট...........ভুলে গেলে চলবে না.........উপরে একজন আছে আর সবাইকে মরতে হবে...........
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫
বিবেকহীন সন্জু বলেছেন: ধন্যবাদ আপনাকে........ আসলে কেন জানি আমরা সবাই এখন নাস্তিক হয়ে গেছি। আমাদের সাহস কেন জানি অনেক বেড়ে গেছে। কাউকে কেন জানি আমরা এখন ভয় পাই না।
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭
দাম বলেছেন: ভাই ফ্যাশন বলেন আর যাই বলেন এইটাই বাস্তবতা। আর আমরা নীজেরাই এই বাস্তবতা তৈরী করে, সেই জালেই এখন নীজেদের ভীষন ভাবে জড়িয়ে ফেলছি।
আর আপনি যদি এই অশ্লীল বাষ্তবতার প্রতিবাদ করেন তবে বুঝতে হবে আপনি আপনার মধ্যে মধ্যযুগীয়া বর্বরতা লালন পালন করেন।
খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: আজকাল এত কিছু মানলে বাঙালি হওয়া যায় নাকি???
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬
বিবেকহীন সন্জু বলেছেন: ভালোই বলেছেন...... ধন্যবাদ আপনাকে
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০
সেফানুয়েল বলেছেন: মেশিন চলবে।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বিবেকহীন সন্জু বলেছেন: হুমম....... কোথাই চালাবেন জায়গাটা একটু ভালো করে দেখে নিয়েন
৭| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০
ফার্ুক পারভেজ বলেছেন: @ এ.এ.এম বিপ্লব
আগুনের কাছে মোম থাকলে এটা গলবেই
এ কারনেই আমাদের সৃষ্টিকর্তা এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন।
প্রেম খারাপ জিনিস নয় কিন্তু অবৈধ (বিবাহ বহির্ভুত ) প্রেম খারাপ, নোংরা, অশ্লিলতার জনক।
আর পবিত্র প্রেমের উদাহরন তো দেখলেনই . . .
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই আপনার কথায় একটু শান্তি পাইলাম। জীবনের ২৪টি বৎসর চলে গেল, কারো সাথে প্রেমে জড়ানো কথা চিন্তা করি নাই। একদম হটাৎ করে কয়েকদিনের ঘনিষ্ঠতায় খালাত বোনের প্রেমে পড়ে গেলাম, কখনও ভাল লাগে। মনে হয় কিছুটা আধুনিক হয়েছি। কিন্তু প্রেমের এই কাহীনী পড়ে ভাবতেছি ভুল পথে এগুচ্ছি নাকি