নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে আমার মতো থাকতে দেওওওওও...।

বিবেকহীন সন্জু

বিবেকহীন সন্জু › বিস্তারিত পোস্টঃ

নোবেল বিজয়ী ড. মোঃ ইউনূস স্যারের সকল অর্জন ও সুনামের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি.....

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩২

নোবেল বিজয়ী ড. মোঃ ইউনূস স্যারের সকল অর্জন ও সুনামের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতেই পারেন। কিন্তু তাকে কি কেউ কখনো যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে কথা বলতে শুনেছেন? তিনি কি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নিয়ে কিংবা মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে কোনো কথা বলেছেন? কেউ তাকে কখনো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা শুনেছেন? শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে দেখেছেন তাকে? এমনকি তাকে কেউ কখনো স্মৃতিসৌধে যাওয়ার কথা শুনেছেন?......ঠিক সেই কারণেই তাকে নিয়ে, তার বক্তব্য নিয়ে আমার এত আপত্তি। নইলে আজকের তার এই বক্তৃতাকে আমি উদ্দেশ্য প্রণোদিত বলতাম না, সময়োপযোগী কিংবা জনগণরে স্বার্থে বলে বিবেচনা করতাম.... ।



দেশের কিছু মৌলিক প্রশ্নে নিরবতাই তাকে জাতীয় ব্যক্তিত্ত হিসাবে গ্রহনে মানুষের বড় অনাগ্রহ। অর্থনীতিতে ভুমিকা রাখা এক জিনিস, আর জাতির নেতৃত্ব দেয়া আরেক জিনিস।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: অর্থনীতিতে ভুমিকা রাখা এক জিনিস, আর জাতির নেতৃত্ব দেয়া আরেক জিনিস।
সত্য কথা

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

বিবেকহীন সন্জু বলেছেন: B:-) B:-) B:-)

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬

বাঙ্গালীর কুঠার বলেছেন: আপনার সাথে আমিও নোবেল বিজয়ী ড. মোঃ ইউনূস স্যারের সকল অর্জন ও সুনামের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি সকল সুযোগের সঠিক ব্যাবহার করেছেন, শুধুমাত্র ফখরুদ্দিন মিঞার আমলের ঘটনাটি ছাড়া। রাজাকারের বিচার চাইলে ঝুলিতে কিছু আসবেনা হিলারীও খুশী হবেনা।

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

provat বলেছেন: রাজনীতিবিদেরা হলো ভন্ড,প্রতারক,দূর্নীতিবাজ,হিংসুটে, ছোটলোক,মিথ্যুক । তারা কথা বলে বেশী , কাজ করে কম । অধ্যাপক ড. মোঃ ইউনূস যদি রাজনীতি করতো , তবে সেও রাজনীতিবিদদের মতোই
অাচরন করতো অর্থ্যা অাপনি যা যা বলেছেন তার সবগুলুই সে করতো । কিন্ত সে তো রাজনীতিবিদ না ,তাই সে কোন লোক দেখানো কাজ করে না । তবে, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে যে কোন ব্যাপারে তার মতামত সে দিতে পারে, যেমনটা অাপনি,অামি সকলেই দিতে পারি ।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

বিবেকহীন সন্জু বলেছেন: সে রাজনীতিবিদ না মানলাম। কিন্তু একজন বাংদেশের নাগরিক হিসাবে কি তার এগুলা করা উচিত না.......

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭

আমি কবি নই বলেছেন: ভাই আপনার মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি- মুক্তিযুদ্ধে উনার অবদান সম্পর্কে একটু জানুন।

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

আরমান অরণ্য লিংকন বলেছেন: না জেনে কারো নামে মিথ্যা কুৎসা রটানোর অভ্যাসটা ভালো নয়, নো অফেন্স।

৬| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

আরমান অরণ্য লিংকন বলেছেন: তিনি কি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নিয়ে কিংবা মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে কোনো কথা বলেছেন? কেউ তাকে কখনো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা শুনেছেন? শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে দেখেছেন তাকে? এমনকি তাকে কেউ কখনো স্মৃতিসৌধে যাওয়ার কথা শুনেছেন?


না জেনে কারো নামে মিথ্যা কুৎসা রটানোর অভ্যাসটা ভালো নয়, নো অফেন্স।

Click This Link

এই লিঙ্কে গেলে ইউনুস স্যারের স্মৃতিসৌধে অবস্থানের ছবি পাবেন।

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

নিকষ বলেছেন: এইচ টি ইমামের (মুক্তিযোদ্ধা, বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা) বাংলাদেশ সরকার ১৯৭১ বইতে মুক্তিযুদ্ধের সময়ে ইউনুসের অবদানের কথা আছে, লেখা আছে মুক্তিযুদ্ধের নয় মাস সময়ে ইউনুসের ক্লান্তিহীন কাজ করে যাবার কথা। বইটা চাইলে পড়ে দেখতে পারেন। যদি পড়ার না ইচ্ছা থাকে, অন্তত ঐ পৃষ্ঠাটুকু পড়ে দেখেন। এইচ টি ইমাম নিশ্চয়ই বানাইয়া বানাইয়া লেখে নাই, ইউনুসের কথা।

নোবেল প্রাইজ পাবার পর ইউনুস, শহীদ মিনার আর জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিল শ্রদ্ধা জানানোর জন্য। পেপারে পত্রিকায় এখনও পাবেন।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

বিবেকহীন সন্জু বলেছেন: দেশের কোন সংকটময় মুহূতে তাকে পাশে পাইছেন একবার বলবেন.......

৮| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

নিকষ বলেছেন: পুরা ট্র্যাকই চেঞ্জ করে ফেললেন। পোস্ট লেখলেন, মুক্তিযুদ্ধ, স্মৃতিসৌধের মত "মৌলিক" বিষয় নিয়ে। তার মাঝখানে ঢুকাইলেন সংকটময় মুহুর্তে অবদান।

মুক্তিযুদ্ধ, স্মৃতিসৌধ ইত্যাদি বিষয়ে ইউনুস নীরব, নিস্ক্রিয় না। নিশ্চয়ই এখন তার বক্তব্য নিয়ে এখন আর আপনার কোন আপত্তি নাই, এমনকি তাকে একজন জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে মানতেও আপত্তি নাই (আপনার পোস্টের ভাষ্য অনুযায়ী)।

এই দেশের জন্মই সবচেয়ে সংকটময় মুহুর্ত দিয়ে, ১৯৭১। ঐ সংকটময় মুহুর্তে এই লোকটা পাশে ছিল। ঐ সংকটময় মুহুর্তে তার অবদান (সেটা যত ক্ষুদ্রই হোক, আর যত বড়ই হোক) অস্বীকার করতে পারবেন না। আরো কিছু দরকার?

৯| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

আরমান অরণ্য লিংকন বলেছেন: সহমত @ নিকষ

১০| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৯

দুষ্টু ছোড়া বলেছেন: সবাইকেই সব ব্যাপারে কথা বলতে হবে কেনো?
ছাগলরে দিয়াও হাল বাইতে হবে? ঘা এত চুলকায় ক্যান?

১১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৫

স্বাধীকার বলেছেন:
71 সালে আপনার বাপ চাচারা তথা পূর্ব পুরুষ যখন পালিয়ে আশ্রয় শিবিরে কিংবা দেশের ভিতর নিরাপদ আশ্রয়ে ছিলো-তখন ড. ইউনুস মহান মুক্তিযুদ্ধের জন্য ছুটে বেড়িয়েছেন, জনমত গঠন ও ফান্ড কালেকশনে গিয়েছেন, বিশ্ব নেতৃত্বকে বুঝানোর চেষ্টা করছেন আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন দিতে।

না জেনে কথা বলেছেন, জিজ্ঞাসা করেছেন।

যখন উপরের ব্লগাররা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখালো মুক্তিযুদ্ধে উনার অবদান কি বা কিভাবে, তখন আপনি বলছেন দেশের সংকট মুহুর্তে তার ভূমিকা নিয়ে। পোস্ট করেছেন শহীদ মিনার, মুক্তিযুদ্ধ নিয়ে। ক্ষমতা লোভী রাজনীতিবিদরা দেশকে সংকটে নিবেন, লুটপাট করবেন-আর ইউনুস সাহেব সেখানে কথা বলতে এসে বাকশালী চোর বাটপারদের অসভ্য উক্তি শুনবেন-কেন?
আপনি আম্লীগের মাথামোটা নাচিম, বটতলার উকিল, বন্যমন্ত্রী ড. মুর্খদের মতো দলকানা আম্লীগের দালালবৎ কথা বলছেন। এসব ছেড়ে অন্যকে সন্মান দিতে চেষ্টা করুন, আগে জানুন, তারপর জানাতে আসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.