নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

বাইসাইকেল থিফ!

১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

ভার্সিটি লাইফে মোট তিনবার সাইকেল হারিয়েছিলাম। প্রথমবার

পুরোই কাল্পনিক, দ্বিতীয়বার পুরোপুরি নিজের বোকামীর কারণে আর সবচেয়ে ইন্টেরেস্টিং ছিল তৃতীয়বার হারানোর কাহিনীটি।



প্রথমবার হারানোর ঠিক দুদিন আগে গার্লফ্রেন্ডের সাথে কোন এক কারণে তুমুল ঝগড়া হয়েছিল। এরপর যথারীতি আমি মোবাইলে কল দেই-সে কল রিসিভ করেনা, আমি মেসেজ পাঠাই-সে মেসেজের রিপ্লাই দেয়না এবং আমি হলের ফোন থেকে ওর হলের ফোনে কল দেই-ফোনের এ প্রান্ত থেকে পরিষ্কার শুনতে পাই হলের খালা জোরে জোরে চিৎকার করছে, লিসি খালা রুম নং ২০৬ কিন্তু ম্যাডামের কোন সাড়া নেই। অতঃপর আর দূরালপনীর উপর ভরসা না করে স্বশরীরে ওর হলে গিয়ে খালাকে দিয়ে ডাকালাম। নাহ্ , এবারও তিনি দেখা করলেন না! এরপর মন খারাপ করে হলে ফিরে গিয়ে রাতের বেলা একটা ইমোশনাল এসএমএস করলাম, গতকাল আমার সাইকেল চুরি হয়ে গেসে! :( এইবার রাজকন্যার অভিমান ভাঙ্গলো, কারণ তার জানা ছিল, সেই সাইকেল আমার কতটা প্রিয় ছিল। পরে অবশ্য এই সুন্দর মিথ্যেটির জন্য মুচলেকাসহ ক্ষমা চাইতে হয়েছিল!



দ্বিতীয়বার হারিয়েছিলাম, জাহাঙ্গীরনগরের তৃতীয় সমাবর্তনের দিন। সিনিয়রদের সমাবর্তন অথচ আমাদের জুনিয়রদের উৎসাহের কোন শেষ নেই! অতি উৎসাহে ভয়ংকর এক কান্ড করে বসলাম। বঙ্গবন্ধু হল থেকে সাইকেলে করে খালেদা জিয়া হলে গিয়ে যথারীতি গাছের সাথে সাইকেল লক করে লিসির সাথে রিকশায় করে মেহের চত্বর আসার সময় ঘুণাক্ষরেও টের পাইনি কি বোকামীটাই না করেছি! টের পেলাম বটতলায় খেয়ে রাতে ওকে হলে নামানোর সময় গাছের সাথে সাইকেল দেখতে না পেয়ে! জিন্সের পকেটে দেখি সাইকেলের চাবি নেই অর্থাৎ ভুল করে লকের সাথেই চাবিটি লাগিয়ে রেখেছিলাম। সমাবর্তন দিবসের উত্তেজনা বলে কথা! অবশ্য আমি দোষটা পুরোপুরি বাইসাইকেল থিফের উপর দিয়ে নিজের বোকামীটা স্বীকার করার মত দ্বিতীয়বার আর কোন বোকামী করলামনা ;)



আমার সেই সাইকেলটি ছিল খুবই ভালো। বুয়েটের বন্ধু রাশেদের কাছ থেকে কেনা সেকেন্ড হ্যান্ড সাইকেল! সেই সাইকেল হারানোর পর পার্ট টাইম জবের টাকা দিয়ে ভুতের গলি থেকে থার্ড হ্যান্ড একটা ভুতূড়ে সাইকেল কিনি এরপর। ভুতূড়ে বললাম এই কারণে কারণ সেই সাইকেল দুসপ্তাহ চালাইতো এক সপ্তাহ পড়ে থাকে ওয়ার্কশপে! তো সেই সাইকেলে উপর যখন বিরক্তি আর বিতৃষ্ণা চরম পর্যায়ে সেই সময়েই একদিন জাবি সেন্ট্রাল ফিল্ডে সাইকেলটা গেল অকেজো হয়ে! এই ভাঙ্গাচোরা সাইকেল কে নিবে সে চিন্তা করে কিংবা নিলেও আপদ বিদেয় হবে সে ভাবনা থেকে এক গাছের সাথে সাইকেল লক করে নিশ্চিন্তে হলে ফিরে যাই। একদিন অথবা দুদিন পর সেখানে গিয়ে দেখি ল অব অ্যাট্রাকশনের কারণে সাইকেলটা আর নেই! কাহিনী এখানেই শেষ হলে হয়তোবা ভালো ছিল কিন্তু সাইকেল বিধাতা যে আরো ক্লাইমেক্স রেখেছেন আমার জন্য তখনো তা বুঝতে পারিনি, মাস দেড়েক পর আমারই হলের গেস্ট রুমে দেখি আমার সেই ঐতিহাসিক সাইকেল!!!! রং-টং করে একটু ভদ্রস্থ চেহারা দেয়া হয়েছে! ততদিনে হলে সিনিয়র হয়ে গিয়েছি, তাই পূর্ণ প্রস্তুতি নেয়া শুরু করলাম, কিভাবে বাইসাইকেল থিফকে ধরা যায় এবং তাকে র‌্যাগিং সহকারে যথাযথ শাস্তি দেয়া যায়। যদিও আমি মনে মনে ঠিক করেছিলাম, ভার্সিটি লাইফের একদম শেষের দিকে হলে 'সাইকেল বিক্রি'র একটা নোটিশ দিয়ে যে ছোট ভাই সবার আগে যোগাযোগ করবে তাকে ফ্রীতেই সাইকেলটা দিয়ে দিব। একদিন সকালে সেই বহুল প্রতীক্ষিত বাইসাইকেল থিফকে আমার সাইকেলসহ পাকড়াও করে যার পরনাই হতাশ হলাম। নিতান্তই একটা গোবেচারা টাইপের নিরীহ ছেলে! চেহারার মধ্যে দারিদ্র্যের ছাপ স্পষ্ট! শানে নুজুল যা বুঝতে পারলাম, আমার সাইকেলটা বেওয়ারিশ মনে করে (বেওয়ারিশ লাশ অনেক শুনেছি কিন্তু বেওয়ারিশ সাইকেলের কথা সেই প্রথম শুনলাম!) গার্ড মামারা রেজিস্টার বিল্ডিংয়ে পাঠায় এবং তারা একটা নিলামের মাধ্যমে এক হাজার টাকার বিনিময়ে সাইকেলটা এই ছেলেটার কাছে বিক্রি করে! ছেলেটিকে কিছুই বললাম না, কারণ তার বাবাও নাকি ভার্সিটির গার্ড মামা! আমার ধারণা তার বাবাই 'বেওয়ারিশ সাইকেল' ধারণাটির জনক! এরপর একদা হলের ফোন থেকে রেজিস্টার বিল্ডিংয়ে ফোন করে জানতে চাইলাম নিলাম প্রসঙ্গে, জানতে পারলাম প্রতিটি হলের নোটিশ বোর্ডে নাকি সাইকেলসহ আরো বেশ কয়েকটি জিনিস বিক্রির নিলামের নোটিশ দেওয়া হয়েছিল! আমি প্রমাণসহ নিলামের আগেই দেখা করলে আমাকে নাকি সাইকেলটি ফেরত দেয়া হতো! পুরো বিষয়টি ঠান্ডা মাথায় চিন্তা করে আমার বেশ মজাই লেগেছিল, ভার্সিটিতে হারিয়ে যাওয়া আমার সাইকেল আমারই হলের এক ছোট ভাইয়ের কাছে বিক্রি করে আমারই ভার্সিটি এক হাজার টাকা আয় করে ফেলল আর আমি জানতেও পারলুমনা ;)

ভুতের গলির সাইকেলের শেষ পরিণতি বুঝি এরকম ভুতূড়েই হয়!!!!!!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

শিস্‌তালি বলেছেন: হাহাহাহা

২| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

মামুন রশিদ বলেছেন: ভিক্টরিও ডি সিকা'র 'বাইসাইকেল থিফ' মনে কৈরা শিরোনাম দেইখাই পোস্টে চলে আসছি..

মন্দ লাগেনি আপনার বাইসাইকেল থিফের কাহিনী । আমাদের সময় তো মোবাইল ছিল না, তাই হলের ফোন ই ছিল ভরসা । তবে খালা নয়, কোন না কোন ছাত্রী সেটা রিসিভ করত আর কাঙ্খিতাকে ডেকে নিয়ে আসত । আর হল গেটে গেলে কিছু বলার আগেই খালা একটা মুচকি হাসি দিয়ে ডেকে আনতে চলে যেত ।


লেখা ভাল লেগেছে । নস্টালজিক আনন্দ পেয়েছি । আপনাকে অনুসরণে নিলাম ।

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও কি জাবির নাকি? হলের ফোনে আমরা কথা বলতাম মোবাইলের টাকা বাঁচানোর জন্য। বড় ভাইরা দেখলে EKTU EKTU LOJJA LAGTO R KI :P

৩| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

জাহিদ ফারুকী বলেছেন: বেশ মজার কাহিনী। চরম আনন্দ পাইছি। :) =p~

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

শিস্‌তালি বলেছেন: ধইন্যপাতা। উৎসাহ পেলাম।

৪| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১

মুদ্‌দাকির বলেছেন: বাস্তব সুন্দর++

আমারো চুরি হইসে ১ বার , তখন ক্লাস ৮ এ পড়ি, বড়ই কষ্ট পেয়েছিলাম!!!!!!

১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫

শিস্‌তালি বলেছেন: হ্যাঁ ভাই, সেই কষ্ট যে কত বড় কষ্ট, ভুক্তভোগীরাই জানে কেবল!

৫| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

ইকরাম বাপ্পী বলেছেন: ভার্সিটির মামারাই কেবল মামা হবে তা হবে নাহ তা হবে নাহ। পোলাপানগুলা জমিদারী পাইসে. . . .? যেখানে যা খুশি ফেলে যাবে ? ওগুলারেও মামু বানাও =p~ =p~ =p~

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৬

শিস্‌তালি বলেছেন: ভালো বলসেন

৬| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩

অ্যামাটার বলেছেন: াক তাও ভাল যে লক্কর ঝক্কড় সাইকেলের উপর দিয়েই গেছে শেষেরটা। শখের জিনিস পাতি হারাইলে ব্যাপক দুঃখিত হই! চুরির ভয়ে সাইকেলই কিনতেছি না ;)

১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৪

শিস্‌তালি বলেছেন: সেটাই.... এখন একটাই চাওয়া, আমার এই বাইসাইকেল থিফের কাহিনীতে যেন আর নতুন কোন কাহিনী অ্যাড করা না লাগে।

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫

তাসজিদ বলেছেন: বাইসাইকেল নামা :|| :|| :|| :|| :|| :|| :|| :||

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

শিস্‌তালি বলেছেন: হুম ভালো নাম দিয়েছেন! বাইসাইকেল চুরিনামা!

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

অপ্রচলিত বলেছেন: বেওয়ারিশ সাইকেল :P :P :P :P

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯

শিস্‌তালি বলেছেন: hahaha

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.