নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

অণু গল্প- 'রক্তিম শোধ'

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৯

- ‘দোস্ত, কি করছিস?’

-‘এইতো, ধানমন্ডিতে। শর্মীর সাথে শর্মা হাউসে শর্মা খাই।’

-‘দোস্ত, তোর ব্লাড গ্রুপ ‘বি পজেটিভ’ না?’

-‘হ্যাঁ। কেন?’

-‘দোস্ত আমার দুলাভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে। একটু তাড়াতাড়ি ট্রমায় চলে আয় প্লিজ। ধানমন্ডি থেকেতো খুব একটা দূরে না।’

- ‘ওরে বাবা। তুই তো জানিসই আমি ইনজেকশন কতটা ভয় পাই আর তাছাড়া আমি বরাবরই আন্ডারওয়েট। তাই আমি ব্লাড দিতে গেলেও ডাক্তাররা কখনোই আমার ব্লাড নিতে চায়না। তুই চিন্তা করিস না। আমার এক ফ্রেন্ড আছে যার ব্লাড গ্রুপ ‘বি পজেটিভ’; আমি এক্ষুনি ওকে ফোন দিয়ে তোর নাম্বার দিচ্ছি যেন তোর সাথে যোগাযোগ করে।’

ফাহাদের দুটো ব্যাপারে বন্ধু মহলে বেশ সুনাম (নাকি দুর্নাম) ছিল, এক. মেয়ে পটানো আর দুই. চাপা ছাড়া! তাই ফাহাদের চাপার উপর ভরসা না করে আমি বুয়েট বাঁধনের সহ-সভাপতি বন্ধু রাশেদের সাথে দেখা করবার জন্য আমার সাইকেলের গতি দ্রুত বাড়িয়ে দিলাম। সে যাত্রায় বুয়েটের দুই ছোট ভাইয়ের কল্যাণে দুলাভাইকে বাঁচাতে পেরেছিলাম।

সেদিনের পর ফাহাদের সাথে অনেকদিন কোন যোগাযোগ হয়নি। এমনকি রুম্পার সাথে ওর বিয়ের দাওয়াত পেলেও শর্মীর প্রতি সহানুভূতি দেখিয়ে সেই বিয়েতেও যাওয়া হয়নি।

সেদিনের সেই ফোনালাপটি প্রায় ভুলতেই বসেছিলাম যদি না গত মঙ্গলবার হঠাৎ করেই অপরিচিত নাম্বার থেকে আমার কাছে কল আসতো।

- ‘শাফিন কেমন আছিস? আমি ফাহাদ।’

-‘আরে ফাহাদ! এতদিন পর! কেমন আছিস? রুম্পা কেমন আছে?’

-‘ভালো নাই দোস্ত! রুম্পা অফিস থেকে আসার সময় গতকাল গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এখন ইউনাইটেডে আছে। তোর ব্লাড গ্রুপ ‘এ পজেটিভ’ না?’

- ‘হুম’

- ‘তুইতো সুবাস্তু নজর ভ্যালীতে থাকিস। তোর বাসা থেকে একদম কাছে। রুম্পার ব্লাড গ্রুপও ‘এ পজেটিভ’, একটু কষ্ট করে চলে আয় না।’

-‘অবশ্যই আসবো। কিন্তু দোস্ত, আমিতো গত মাসেই এক দূর সম্পর্কের আত্মীয়কে রক্ত দিয়েছি। তুইতো জানিসই, চার মাস পর পর রক্ত দিতে হয়।’

বন্ধু মহলে চাপাবাজ হিসেবে সুনাম কিংবা দুর্নাম কোনটাই আমার কখনোই ছিলনা এবং আমি নিজেও বিশ্বাস করতাম, মিথ্যা বলবার ক্ষেত্রে আমার মত আনাড়ি দ্বিতীয়টি আর নেই। সেই আমিই যখন বন্ধু ফাহাদকে অবলীলায় এ ভয়ংকর মিথ্যেটি বলে ফেললাম, তখন নিজের কাছেই নিজেকে খুব অদ্ভুত আর অপরিচিত লাগছিল।



-০-

"ছোট গল্প আর বড় গল্পের পর এবার অণু গল্প! রস-আলো'য় প্রায় সময়ই রুশ ছোট গল্পগুলো পড়তাম আর ভাবতাম, এত অদ্ভূত সুন্দর ছোট গল্প কিভাবে লেখা সম্ভব!!! যাই হোক, এ অণু গল্পটি একদম হুট করেই কোনরকম পূর্ব-প্রস্তুতি ছাড়াই আধা ঘন্টাতেই লিখে ফেললাম !"



মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৫

শিস্‌তালি বলেছেন: আচ্ছা 'আর এস এস ফিড' এর মানে কি?????

২| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬

বৃতি বলেছেন: গল্প ভাল হয়েছে । কিন্তু বন্ধু ফাহাদ "অধম" বলিয়া আপনি "উত্তম" হইবেন না কেন?

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

শিস্‌তালি বলেছেন: সেটাই আপু.... নিজের অজানা মন্দ দিকটি নতুন করে আবিষ্কার করা!!!!

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

তাসজিদ বলেছেন: অসাধারণ ...............।

ছোট কিন্তু মর্মার্থ সুবিশাল।

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ ভাই! অণুগল্প লেখার অণুপ্রেরণা পেলাম!

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: ছোট বা অনু -- কোনও গল্পই লিখতে পারি না। :(

মানুষের জীবন মৃত্যু নিয়ে ফান বা মিথ্যে বলাটা ঠিক না। ফাহাদ তো চাপাবাজই তবে শাফিনের ব্যাপারটাও ভালো লাগে নাই। যদিও গল্প তো গল্পই !

সুপ্রভাত

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ ভাই!ঠিক কথা! লেখা শুরু করে দেন... শুরু করলেই শেষ হয়ে যাবে :)

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

শিস্‌তালি বলেছেন: নুহাপু স্যরি আপনাকে ভাই বলে ফেলেছিলাম আগেরবার! আচ্ছা আপনাদের ব্লগে আপনারা যখন পাঠকের কমেন্টের মন্তব্য করেন, তখন লেখক বলেছেন এভাবে আসে। লেখিকা হিসেবে এটা আপনার কেমন লাগে???? ব্লগার বলেছেন দেখালেইতো সব ঝামেলা শেষ! ভালো থাকবেন।

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭

তাসজিদ বলেছেন: click this link

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯

শিস্‌তালি বলেছেন: দেখলাম! খুবই দরকারী পোস্ট! আমার রক্ত দেবার কাহিনীগুলো নিয়েই একটা ব্লগ লেখা যায়। আপনার লেখা দেখে হঠাৎ মাথায় এলো!

৬| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

ইমতিয়াজ ইমন বলেছেন: আসলেই গল্প

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭

শিস্‌তালি বলেছেন: হুম অণুগল্প!

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

তাসজিদ বলেছেন: লেখক বলেছেন: দেখলাম! খুবই দরকারী পোস্ট! আমার রক্ত দেবার কাহিনীগুলো নিয়েই একটা ব্লগ লেখা যায়। আপনার লেখা দেখে হঠাৎ মাথায় এলো!

অপেক্ষায় থাকলাম।

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ ভাই! সময় করে লিখে ফেলব.... আপনাকে জানাবোনে :)

৮| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

আমিনুর রহমান বলেছেন:


বৃতি বলেছেন: গল্প ভাল হয়েছে । কিন্তু বন্ধু ফাহাদ "অধম" বলিয়া আপনি "উত্তম" হইবেন না কেন?


গল্পে +++

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ ভাই। গল্পের শেষে সামান্য একটু বদলেছি। পড়ে দেখবার অনুরোধ রইলো।

৯| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: লেখক বলেছেন: নুহাপু স্যরি আপনাকে ভাই বলে ফেলেছিলাম আগেরবার! আচ্ছা আপনাদের ব্লগে আপনারা যখন পাঠকের কমেন্টের মন্তব্য করেন, তখন লেখক বলেছেন এভাবে আসে। লেখিকা হিসেবে এটা আপনার কেমন লাগে???? ব্লগার বলেছেন দেখালেইতো সব ঝামেলা শেষ!
আসলেই এভাবে তো কখনও ভেবে দেখি নি, আমরা নারীরা নিজের অধীকার নিয়ে এখন সচেতন হতে শিখেছি তারপরও কত ছোট বড় ব্যআপার দৃষ্টি এড়িয়ে যায়!

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

শিস্‌তালি বলেছেন: হাহাহা এবার মডুদের দৃষ্টি আকর্ষণ করুন তাড়াতাড়ি! আমার পূর্ণ সমর্থন পাবেন!

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

অপ্রচলিত বলেছেন: হুম ভালোই তো লিখেছেন :) :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

শিস্‌তালি বলেছেন: ধইন্যপাতা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.