নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
["ছোট গল্প 'সমদ্বিবাহু ত্রিভুজ' আর বড় গল্প 'ণ-ত্ব বিধান' এর পর এবার অণু গল্প! রস-আলো'য় রুশ ছোট গল্পগুলো পড়ি আর প্রায় সময়ই ভাবি, এত অল্প শব্দে এত অদ্ভূত সুন্দর ছোট গল্প কিভাবে লেখা সম্ভব!!! যাই হোক, এ অণু গল্পটি একদম হুট করেই কোনরকম পূর্ব-প্রস্তুতি ছাড়াই আধা ঘন্টাতেই লিখে ফেললাম ! এবার মূল গল্পে প্রবেশ করা যাক ...."
_______________________________________________
- ‘হ্যালো দোস্ত, কি করছিস?’
-‘এইতো, ধানমন্ডিতে। শর্মীর সাথে শর্মা হাউসে শর্মা খাই।’
-‘দোস্ত, তোর ব্লাড গ্রুপ ‘বি পজেটিভ’ না?’
-‘হ্যাঁ। কেন?’
-‘দোস্ত আমার দুলাভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে। একটু তাড়াতাড়ি ট্রমায় চলে আয় প্লিজ। ধানমন্ডি থেকেতো খুব একটা দূরে না।’
- ‘ওরে বাবা। তুই তো জানিসই আমি ইনজেকশন কতটা ভয় পাই আর তাছাড়া আমি বরাবরই আন্ডারওয়েট। তাই আমি ব্লাড দিতে গেলেও ডাক্তাররা কখনোই আমার ব্লাড নিতে চায়না। তুই চিন্তা করিস না। আমার এক ফ্রেন্ড আছে যার ব্লাড গ্রুপ ‘বি পজেটিভ’; আমি এক্ষুনি ওকে ফোন দিয়ে তোর নাম্বার দিচ্ছি যেন তোর সাথে যোগাযোগ করে।’
ফাহাদের দুটো ব্যাপারে বন্ধু মহলে বেশ সুনাম (নাকি দুর্নাম) ছিল, এক. মেয়ে পটানো আর দুই. চাপা ছাড়া! তাই ফাহাদের চাপার উপর ভরসা না করে আমি বুয়েট বাঁধনের সহ-সভাপতি বন্ধু রাশেদের সাথে দেখা করবার জন্য আমার সাইকেলের গতি দ্রুত বাড়িয়ে দিলাম। সে যাত্রায় বুয়েটের দুই ছোট ভাইয়ের কল্যাণে দুলাভাইকে বাঁচাতে পেরেছিলাম।
সেদিনের পর ফাহাদের সাথে অনেকদিন কোন যোগাযোগ হয়নি। এমনকি রুম্পার সাথে ওর বিয়ের দাওয়াত পেলেও শর্মীর প্রতি সহানুভূতি দেখিয়ে সেই বিয়েতেও যাওয়া হয়নি।
সেদিনের সেই ফোনালাপটি প্রায় ভুলতেই বসেছিলাম যদি না গত মঙ্গলবার হঠাৎ করেই অপরিচিত নাম্বার থেকে আমার কাছে কল আসতো।
- ‘শাফিন কেমন আছিস? আমি ফাহাদ।’
-‘আরে ফাহাদ! এতদিন পর! কেমন আছিস? রুম্পা কেমন আছে?’
-‘ভালো নাই দোস্ত! রুম্পা অফিস থেকে আসার সময় গতকাল গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এখন ইউনাইটেডে আছে। তোর ব্লাড গ্রুপ ‘এ পজেটিভ’ না?’
- ‘হুম’
- ‘তুইতো সুবাস্তু নজর ভ্যালীতে থাকিস। তোর বাসা থেকে একদম কাছে। রুম্পার ব্লাড গ্রুপও ‘এ পজেটিভ’, একটু কষ্ট করে চলে আয় না।’
-‘অবশ্যই আসবো। কিন্তু দোস্ত, আমিতো গত মাসেই এক দূর সম্পর্কের আত্মীয়কে রক্ত দিয়েছি। তুইতো জানিসই, চার মাস পর পর রক্ত দিতে হয়।’
বন্ধু মহলে চাপাবাজ হিসেবে সুনাম কিংবা দুর্নাম কোনটাই আমার কখনোই ছিলনা এবং আমি নিজেও বিশ্বাস করতাম, মিথ্যা বলবার ক্ষেত্রে আমার মত আনাড়ি দ্বিতীয়টি আর নেই। সেই আমিই যখন বন্ধু ফাহাদকে অবলীলায় এ ভয়ংকর মিথ্যেটি বলে ফেললাম, তখন নিজের কাছেই নিজেকে খুব অদ্ভুত আর অপরিচিত লাগছিল।
মনের সেই অস্বস্তিকর অনুভূতিটুকু দূর করবার জন্যই হয়তোবা এরপর ফেসবুকে লগিন করে একটি কাব্যিক স্ট্যাটাস দিয়ে দিলাম, " সব মানুষের জীবনেই এমন কিছু মূহুর্ত আসে যখন নিজের কাছেই নিজেকে সবচেয়ে বেশী অচেনা মনে হয়।" মজার ব্যাপার হলো কয়েক সেকেন্ডের মাথায় সে স্ট্যাটাসটিতে প্রথম লাইকটি যে দিয়েছিল সে ছিল ফাহাদেরই এক সময়ের অতি আপনজন শর্মী!
-০-
[গল্পের শেষ দিকে সামন্য একটু পরিবর্তন করায় রি-পোস্ট করা হলো। বিষয়টি ব্লগার বন্ধুরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে বলেই আমার বিশ্বাস!]
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯
শিস্তালি বলেছেন: ধন্যবাদ ভাই! অণুগল্প লেখার অণুপ্রেরণা পেলাম। সময় পেলে বাকি দুটোও পড়ে দেখার অনুরোধ রইলো
২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৪
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাল হয়েছে।
২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩
শিস্তালি বলেছেন: dhonnobad vaijaan! shukriah
৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬
হাসান মাহবুব বলেছেন: +
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭
শিস্তালি বলেছেন:
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭
শিস্তালি বলেছেন:
৪| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৬
মাক্স বলেছেন: সুন্দর হইসে!
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৩
শিস্তালি বলেছেন: Dhonnobad! apni max naki maax
৫| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯
অলওয়েজ ড্রিম বলেছেন: প্রতিশোধের গল্প বেশ লাগল। লিখে যান।
ভাল থাকবেন। আর বেশি বেশি স্বপ্ন দেখবেন। স্বপ্নই সম্ভাবনা।
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৫
শিস্তালি বলেছেন: ধন্যবাদ... আসলে ঠিক প্রতিশোধ না বরং প্রকৃতির শোধ বলতে পারেন।
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৬
শিস্তালি বলেছেন: আমার বাকী দুটো গল্পও পড়ে দেখবার অনুরোধ রইল।
৬| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: গপ পড়ে ভালা লাগছে তয় গপের প্রতিশোধের ব্যপারটা ভালা লাগে নাই। কারণ কথায় আছেনা - তুমি অধম হইলে ................।
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১১
শিস্তালি বলেছেন: হাহাহা... এটা প্রতিশোধ নয় প্রকৃতির শোধ
৭| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২
মাক্স বলেছেন: আমি Maks!
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪
শিস্তালি বলেছেন: ভাই আপনিতো রীতিমতো সেলিব্রিটি ব্লগার। ৪০-৫০টার নীচে লাইকওয়ালা কোন পোস্টই নাই। সময় করে পড়বো আপনার লেখা
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
অপ্রচলিত বলেছেন: প্রথমটার থেকে এটার শেষটা বেশি ভালো
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
শিস্তালি বলেছেন: জ্বী ভাই
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আপনার প্রথম প্রচেষ্টাই বলে দিচ্ছে আপনি সফল!!! চমৎকার লিখেছেন!!!