নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
বাংলাদেশের বিখ্যাত এক মডেলের মা এবং তার চেয়েও বিখ্যাত এক অভিনেতার শাশুড়ি---- কোন এক কালে ক্রেডিট কার্ড সংক্রান্ত কোন এক ঝামেলায় ওনাকে বেশ ভালো সার্ভিস দিয়েছিলাম! সার্ভিসটি কি ছিল এরপর আমি তা মনে না রাখলেও সেই আন্টি বেশ ভালভাবেই মনে রেখেছিলেন, কেননা এরপর থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত যে কোন বিপদ-আপদে কল সেন্টারে ফোন না দিয়ে উনি শুধু আমাকেই ফোন দেন! আর আমিও কৈশোর বয়সে সেই মডেল কন্যার প্রতি কিঞ্চিত দুর্বলতা (!!!) থাকিবার কারণে আন্টিকে সবসময় সেই লেভেলের সার্ভিস দিয়ে থাকি! গত পরশুও সেই আন্টি যথারীতি ফোন দিয়েই বললেন,
- বেটা আমি 'ইয়ের' মা
- আন্টি আসসালামু আলাইকুম! কেমন আছেন?
-বেটা আমিতো ক্রেডিট কার্ডের পিন হারিয়ে ফেলেছি! কিছুতেই মনে করতে পারছি না! কি মুশকিল!
-আন্টি, কোন সমস্যা নাই! আমার ডেস্কে চলে আসেন- একদিনেই পিন রিপ্লেস করে দিব। আর প্লাটিনাম কার্ডের পিন রিপ্লেসমেনটের কোন চার্জ নাই!
- বেটা একটা গুডনিউজ আছে!
এইবার আমি সত্যিই ঘাবড়ে গেলাম। কারণ আন্টি আমাকে ফোন দেয় শুধুমাত্র ব্যাডনিউজ দেবার (ক্রেডিট কার্ড সংক্রান্ত ) জন্য। তাই আগ্রহী হয়ে জিজ্ঞেস করলাম,
- তাই নাকি আন্টি! কি গুডনিউজ?
- বেটা প্রিয়াঙ্কারতো বিয়ে ঠিক হয়েছে! বরের নামও তানিম!
আমি আসলে ঠিক বুঝতে পারলাম না- 'প্রিয়াঙ্কারতো বিয়ে ঠিক হয়েছে' এটা গুডনিউজ নাকি বরের নাম আমার নামে এটা বেশী গুডনিউজ!!! সে যাই হোক গুডনিউজ শুনে কিছু না বললে অভদ্রতা দেখায়। তাই জিজ্ঞেস করলাম,
- কবে ঠিক হয়েছে আন্টি?
- কেন তুমি জান না? প্রিয়াঙ্কা তোমাকে কিছু বলে নাই!!!
সমস্যা হলো, প্রিয়াঙ্কা নামের বাংলাদেশী কাউকে আমি চিনিনা! প্রিয়াঙ্কা নামে আমি একজনকেই চিনি যাকে সাম্প্রতিক আলোচিত এক ভারতীয় মুভির একটি গানে পরিচালক ভুলোমনা হিসেবে দর্শকদের সামনে তুলে ধরেছেন! কেননা সেই গানে প্রিয়াঙ্কা মহা গুরুত্বপূর্ণ একটি হুক মারতে ভুলে গিয়েছিল
সেই যাই হোক আন্টি যেই অচেনা প্রিয়াঙ্কার কথা বলেছেন, সেই প্রিয়াঙ্কা নামের মেয়েটি নিশ্চয় এই মুহূর্তে অন্য কোন তানিমকে ভালভাবে চেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে!
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৩
শিস্তালি বলেছেন:
২| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
হাসান মাহবুব বলেছেন: দাওয়াত পান নাই?
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১১
শিস্তালি বলেছেন: nare bhai.. ekhono painai
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫১
খেয়া ঘাট বলেছেন: p~