নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
- 'তার মানে আপনি বলতে চাচ্ছেন, আপনি এর আগে একবার ঢাকা ভার্সিটির ইএমবিএ'তে ভর্তি হয়েছিলেন?'
- ' জি স্যার, শুধু ভর্তিই হইনি, ভর্তি পরীক্ষায় ৩৫তম হয়ে বিয়ে করবার যোগ্যতা অর্জন করেছিলাম!'
-'মানেএএএএ????????? এমবিএ'র সাথে আপনার বিয়ের সম্পর্ক কি?'
-' স্যার সম্পর্ক হচ্ছে, আমার হবু শ্বশুর বিয়ের আগে একমাত্র শর্ত দিয়েছিল, আমি ও আমার হবু বউ- দুজনকেই বিয়ের আগে এমবিএ'তে ভর্তি হতে হবে। কেননা তাঁর ধারণা হয়েছিল, এত অল্প বয়সে বিয়ে করলে দুজনের কারোরই আর সংসারের ঝামেলায় এমবিএ করা হবে না!'
-' তারপর?'
-'তারপর স্যার, আমরা দুইজনই ঢাবি'র ইএমবিএ'তে ভর্তি হলাম একসাথে। এরপর আমার বউ সময়মত এমবিএ শেষ করলো কিন্তু আমার আর এমবিএ শেষ করা হয়নি।'
-'কেন? আপনার এমবিএ শেষ করা হয়নি কেন?'
-' কারণ স্যার, বিধাতা নারীদের দুটি অসাধারণ গুণ দিয়ে পাঠিয়েছেন- এক, ধৈর্য আর দুই, জীবনীশক্তি! আমি স্যার গরীব মানুষ, আমার নিজের কোন গাড়ি নেই। তারপরও আমার শিক্ষিকা স্ত্রী এই দুই অনন্য গুণের কারণে পেটে বেবি নিয়ে গুলশান স্কলাসটিকা থেকে ঢাকা ভার্সিটি এসে ক্লাস করে সময়মত এমবিএ শেষ করে! আর আমি ঢাবি ভর্তি'র পরপরই জব সুইচ করি। তাই নতুন জব- নতুন সংসার- নতুন এমবিএ ক্লাস এই নতুন ত্রিভুজ প্রেমের ঠেলায় দুই সেমিস্টার পরই এমবিএ ড্রপ দিয়ে দেই। আমার আর এমবিএ শেষ করা হয়নি।'
- 'তো আপনি এবার আবার আমাদের এখানে ভর্তি হতে এসেছেন কেন?'
-'স্যার আমার স্ত্রী এমবিএ পাশ আর আমি এমবিএ ফেল এটা নিয়ে আমার গর্বের কোন শেষ নেই (আমি আসলেই এমবিএ ফেল! ২য় সেমিস্টারের শেষ কোর্সে থিসিস পেপার জমা দেইনি বলে এক ম্যাডাম ষড়যন্ত্র করে আমাকে দুই মার্কের জন্য ফেল করিয়ে দেন!!!
অথচ মাইরি বলছি, ফাইনাল পরীক্ষা পুরোটা আমি এক কোণায় বসে গুগল মামার হেল্প নিয়ে দিয়েছিলাম। সবচেয়ে দুঃখের বিষয় ছিল, রেজাল্ট আনতে আমার বউকে পাঠিয়েছিলাম, ইএমবিএ'র মার্কেটিং ডিপার্টমেন্টের বেরসিক অফিসার সবার সামনে বলে বসে, আপনার হাজবেন্ডতো ফেল করসে দুই মার্কের জন্য! বুড়ো বয়সে আইবিএ'র এক্সিকিউটিভ এমবিএ'তে ভর্তি না হলে সেটাই হইলেও হতে পারত আমার শিক্ষাজীবনের শেষ পরীক্ষা!)
কিন্তু আমার মা ওনার একমাত্র ছেলেবউ উচ্চ শিক্ষিতা অথচ একমাত্র ছেলে অর্ধ শিক্ষিত এ ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারছেন না। ছোটবেলায় উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখানো ওনার ছেলে এভাবে এমবিএ ফেল হয়ে থাকবে- এটি নিয়ে আম্মুর দুঃখের শেষ নাই। তাই স্যার আম্মুকে খুশী করা আবার এমবিএ'তে ভর্তি হতে চাওয়ার অন্যতম প্রধান কারণ!'
-' তা আপনি এবারও মাঝপথে এমবিএ ছেড়ে দিবেন না- তার নিশ্চয়তা কি?'
-'স্যার ন্যাড়া বেলতলায় একবার যায় আর এ অধম এমবিএ নামক বেলতলায় স্বেচ্ছায় ২য় বারের মত আসবে। তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ................. এবার আর এর শেষ না দেখে ছাড়ছি না।'
[ এতক্ষণ যা বললাম তা পুরোপুরি কাল্পনিক কথোপকথন, এবার চুপি চুপি আসল সত্যটি বলে ফেলি! খুব ইচ্ছে ছিল জিম্যাটে ৬৩০-৬৪০ পাব তারপর দ্বিগুণ উৎসাহে আইইএলটিএস দিব এবং তিনগুন উৎসাহে স্কলারশিপ খোঁজ- দ্য সার্চ করব! কিন্তু হায় এত মেধা কিংবা প্রতিভা কোনটাই আমাকে দেওয়া হয়নি। অতঃপর নাই মামার চেয়ে কানা মামা আর কানা মামার চেয়ে আইবিএ মামা ভালো ]
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫১
শিস্তালি বলেছেন: ধন্যবাদ এবং শুকরিয়াহ
২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫১
দালাল০০৭০০৭ বলেছেন: কি কমু ভালই
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৫
শিস্তালি বলেছেন: হাহাহা দোয়া কইরেন ভাই
৩| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আইবিএ তে এম বি এ হলো নাকি?
অভিনন্দন।
২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৫৯
শিস্তালি বলেছেন: জ্বী ভাই। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে
৪| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অসম্ভব লাগলো।
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৭:০৮
শিস্তালি বলেছেন: ধন্যবাদ সজীব ভাই
৫| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:১৪
রাজ্য এবং রুপকথা বলেছেন: ভাইয়া, আপনার ফেবু আইডি অথবা ইমেইল আইডি টা কি কাইন্ডলি দেওয়া যাবে? একটু আইবিএতে এমবিএ এডমিশনের ব্যাপারে কথা বলতাম আর কি!
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৭:০৬
৬| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০০
আমিনুর রহমান বলেছেন:
এমবিএ মোবারক !
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩২
শিস্তালি বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া কইরেন!
৭| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৭
মামুন রশিদ বলেছেন: অভিনন্দন!
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৩
শিস্তালি বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া কইরেন!
৮| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৬
কালোপরী বলেছেন:
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮
শিস্তালি বলেছেন: ধন্যবাদ
৯| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ২:৪৭
রাজ্য এবং রুপকথা বলেছেন: ধন্যবাদ, ভাইয়া…
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯
শিস্তালি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া (নাকি আপু)!
১০| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩
একজন ঘূণপোকা বলেছেন:
১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫০
শিস্তালি বলেছেন: ভাই আপনি ঘূণপোকা ক্যান?????????
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: জব্বর লিখছেন।