নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

সর্প_হইয়া_দংশন_কর_ওঝা_হইয়া_ঝাড়

২০ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৪

চেহারায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট... সম্পূর্ণ অপরিচিত নিরীহ প্রকৃতির একজন কাছে এসে বললেন, স্যার আপনার সাথে পরিচিত হতে এসেছি। আমিও চেহারা যতটা সম্ভব নিরীহ করবার ব্যর্থ চেষ্টা করে বললাম, জী বলুন। উনি মুখে কিছু বললেন না, স্রেফ ওনার ভিজিটিং কার্ডটি বাড়িয়ে দিলেন। ভদ্রতাসূচক হিসেবে আমারও ওনাকে ভিজিটিং কার্ড দেওয়া উচিত। কিন্তু আমি সেরকম কোন সৌজন্যতার ধারে কাছ দিয়েও গেলাম না! কেননা ওনার বৈচিত্র্যময় ভিজিটিং কার্ডের তুলনায় আমার ভিজিটিং কার্ডটি নিজের কাছেই চরম বৈচিত্র্যহীন মনে হতে লাগল!!!

বুঝতে পারলাম আমার সামনে যিনি বসে আছেন তিনি সাভারের বিখ্যাত সর্পপল্লীর বিখ্যাত সর্পরাজ আব্দুল মান্নান সর্পভুক! ভিজিটিং কার্ডের শুরুতেই লেখা আল্লাহ সর্বশক্তিমান- যাক বাবা সর্পরাজ তাহলে নাস্তিক নয়। নামের বাম পাশে লেখা কামরুখ কামাক্ষা, আসাম- জানতে পারলাম সর্পরাজ হবার জন্য ওনাকে দীর্ঘ ১৩ বছর গুরুর কাছে কামরুখ কামাক্ষায় সাধনা করতে হয়েছে! জিজ্ঞেস করলাম সাপ নিয়ে খেলা দেখান ছাড়া আর কি কি করতে পারেন? কনফিডেনটলি বললেন, যত বিষধর সাপই হোক না কেন ৪৮ ঘণ্টার মধ্যে উপস্থিত হতে পারলে উনি সাপে কামড়ান মানুষকে বাঁচাতে পারেন। সপক্ষে বেশ কিছু প্রমাণও দেখালেন ব্যাগ থেকে ছবির এ্যালবাম বের করে! ওনার গুরুর ছবি দেখে সাপ দেখবার মতই ভয় পেলাম

মহামুল্যবান একটি সার্টিফিকেটও দেখালেন ১৯৭৯ সালে চিটাগাং ইউনিভার্সিটির ভিসি'র সাইন করা!

ভিজিটিং কার্ডের এক কোণায় লেখা, চলচিত্রে সাপ দেওয়া হয়- পরবর্তীতে দেখা হলে অবশ্যই জিজ্ঞেস করব, বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে ওনার কোন সাপ অভিনয় করেছিল কিনা জিজ্ঞেস করলেন কখনও সাভারে গিয়েছি কিনা। হেসে বললাম, আমি জাবির ছাত্র! কার্ডের একদম নীচে মহামুল্যবান কথা লেখা (খেয়াল কইরা কিন্তু ), জীবনে কখন কাকে কাজে লেগে যায় বলা যায় না! তাই ওনাকে কথা দিলাম, পরিচিত, স্বল্প পরিচিত, অল্প পরিচিত কিংবা সম্পূর্ণ অপরিচিত কাউকে সাপে কামড়েছে খবর পাওয়া মাত্র ওনাকে ফোন দিব।

চলে যাবার আগে সপরিবারে সর্পপল্লীতে গিয়ে এক বেলা ভাত খাবার দাওয়াত দিয়ে গেলেন। ভদ্রতাসূচক হিসেবে আমারও ওনাকে আমার বাসায় এক বেলা ভাত খেতে বলা উচিত! আমি এবারও সেরকম কোন সৌজন্যতার ধারে কাছ দিয়েও গেলাম না ........



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ সকাল ১১:০৬

আমি দিহান বলেছেন: ভাইয়া কবে হয়েছে সেই ঘটনা?

দাওয়াত না খেলেও একবার তাদের কান্ড-কারখানা দেখেই আসা উচিত।

২০ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৮

শিস্‌তালি বলেছেন: এইতো গত মঙ্গলবার :) যাবার ইচ্ছে আছে একবার সর্পপল্লী কিন্তু সাপ খুব ভয় পাই :(

২| ২০ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৩

আমি দিহান বলেছেন: সাপ আমিও ভয় পাই।

২০ শে জুন, ২০১৪ দুপুর ২:২২

শিস্‌তালি বলেছেন: দেখি সর্পরাজকে বলবনে আপনার সর্পভীতি দূর করবার ব্যবস্থা করতে ;)

৩| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৫

ফা হিম বলেছেন: কামরুখ কামাক্ষা! আসাম!!

সর্পরাজের ভিজিটিং কার্ড!!!

২০ শে জুন, ২০১৪ দুপুর ২:১৬

শিস্‌তালি বলেছেন: জী ভাই কামরুখ কামাক্ষা নিয়ে একটু বিস্তারিত বলেনতো জানা থাকলে

৪| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:৩৭

ফা হিম বলেছেন: বিস্তারিত জানি না, তবে একটা মিথ শুনছিলাম যে সেখানে গেলে কেউ নাকি ফিরে আসে না।

২১ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৮

শিস্‌তালি বলেছেন: খাইসে বলেন কি!!! আমিও স্রেফ নাম শুনেছি। বিস্তারিত জানা উচিত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.