নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেপূরণ (অণুগল্প)

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

অফিস থেকে বের হয়ে রাস্তা পার হবার সময় রাস্তার অপর পাড়ে প্রাইভেট ব্যাংকটি দেখেই রহমান সাহেবের সেই ব্রাঞ্চের ফ্রেঞ্চকাট দাড়িওয়ালা রিলেশনশিপ ম্যানেজারের কথা মনে পড়ে গেল। সেইদিনের ছোকরা, লোন লাগবে শোনার সাথে সাথেই জিজ্ঞেস করে চাচা আপনার বেতনটা জানতে পারি? জানবার পর বিজ্ঞের মত বলে, এই বেতনে বড়জোর দেড় লাখ লোন দিতে পারবে, পাঁচ লাখ কোনভাবেই সম্ভব না! ভাবখানা এমন বাপের বয়সী মানুষটিকে যেন সে নিজের পকেটের টাকা দিয়ে ধার দিচ্ছে!রহমান সাহেব একবার ভাবলেন দেখা করে আসবেন কিনা পরক্ষনেই সেই চিন্তা বাদ দিলেন। সন্ধ্যা সাতটায় নিশ্চয় তিনি কোন ব্যাংকে চাইলেই ঢুকতে পারেন না- একথা ভাবতে ভাবতেই হাটছিলেন, হঠাৎ তাঁর সামনে একটি লোকাল বাস এসে ব্রেক করল। বাসে দাড়ানোর কোন জায়গা নেই তারপরও কনডাক্টর ছেলেটা রামপুরা বাড্ডা বলে বেশ অনেকক্ষণ চিৎকার করল। অন্যদিন হলে রহমান সাহেব ধাক্কাধাক্কি করে ঠিকই বাসে উঠে যেতেন কিন্তু আজ সোজা হাটা দিলেন। বেশ ভালই খিদে পাওয়ায় পরিচিত ছোট্ট হোটেলে বসতে না বসতেই হোটেল বয় প্রতিদিনের মত চা আর পুরি নিয়ে এল। কিন্তু রহমান সাহেব ছেলেটিকে অবাক করে দিয়ে পুরি ফেরত দিয়ে ডাবল ডিমের মোগলাই পরটার অর্ডার দিলেন। শুধু তাই নয় খাওয়া শেষে বেলাল নামের ছেলেটিকে প্রথমবারের মত বখশিস দিলেন দশ টাকা! হোটেল থেকে বের হয়েই সস্তা সিগারেটের বদলে বেশ আয়েশ করে দামী সিগারেট ধরালেন।জিলাপির দোকানের সামনে দিয়ে যাবার সময় প্রতিদিন নিজেকে সংবরণ করেন অথচ আজ বড় বড় দুইটা জিলাপিও খেয়ে ফেললেন। এরপর কি মনে করে যেন তাঁর স্ত্রী রাবেয়া আর মেয়ে রিয়ার মোবাইলে একশ টাকা করে রিচার্জ করে দিলেন। দুইজনই নিশ্চয় খুব অবাক হবে কে হুট করে মোবাইলে টাকা ভরে দিল! রাস্তায় জুতা পালিশওয়ালাকে দেখে মনে করার চেষ্টা করলেন তাঁর পরনের জুতো জোড়ার বয়স কত, কিন্তু পারলেন না। কি মনে করে এপেক্সের দোকানে ঢুকে নতুন এক জোড়া জুতো কিনে ফেললেন। এপেক্সের দোকানের ঠিক উপরেই সাইফুরসের অফিস দেখে মনে পড়ে গেল, একমাত্র ছেলে কদিন আগে মায়ের কাছে আইইএলটিএস কোচিং করবার জন্য দশ হাজার টাকা চেয়েছিল। মা এক ধমক দিয়ে ছেলেকে চুপ করে দিয়েছিল, রহমান সাহেবও শুনেও না শোনার ভান করে চুপ করে ছিলেন।আর সেই তিনিই আজকে সাইফুরসের অফিসে গিয়ে ছেলের জন্য আইইএলটিএস কোচিং ফরম নিয়ে আসলেন। তারপর অনেক অনেক দিন পর রাবেয়ার প্রিয় রসমালাইয়ের প্যাকেট নিয়ে সিএনজিতে উঠে পড়লেন- এই বছর প্রথমবারের মত সিএনজি করে অফিস থেকে বাসায় যাচ্ছেন তিনি। তখনও রহমান সাহেব জানেন না বাসায় রাবেয়ার মেজাজ কি পরিমাণ খারাপ হয়ে আছে... রাবেয়া কিছুতেই ভেবেই পাচ্ছে না বুড়ো মানুষটাকে সে কিভাবে বলবে বাড়িওয়ালা আগামী মাস থেকে দুহাজার টাকা বাসা ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
রাতে ঘুমানোর সময় বাসা ভাড়া বেড়ে যাবার দুঃসংবাদটি খুব ভয়ে ভয়ে স্বামীকে জানাল রাবেয়া।কিন্তু রহমান সাহেব তাকে অবাক করে দিয়ে মন খারাপের বদলে বান্দরবান যাবার চারটি বাস টিকেট হাতে দিলেন!
রহমান সাহেবের বাসায় পত্রিকা কিংবা টিভি কোনটিই নেই, তাই সারাদিনে সংসারের হাজারটা ঝামেলায় নতুন বেতনস্কেল অনুযায়ী এই মাস থেকেই সরকারি কর্মচারীদের প্রায় দ্বিগুণ বেতন কার্যকর হবার সুখবরটি রাবেয়ার এখনও পর্যন্ত জানা হয়নি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
খুবই চমৎকার লিখসেন ভাই, পড়ে ভেতর থেকে ১টা জেনুইন হাসি বের হৈসে! :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

শিস্‌তালি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ!

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

আজমান আন্দালিব বলেছেন: দ্বিগুণ বেতনের চাইরগুণ জ্বালা ...

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

শিস্‌তালি বলেছেন: হাহাহা দারুণ এক স্লোগান দিয়েছেনতো

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

মোঃ মহসিন আলম (রনি) বলেছেন: বেতন মোটেই দুইগুণ বাড়েনি। গড়ে ৫৫-৭০% বেড়েছে। আপনি সরকারি চাকুরিজীবি হলে বিষয়টি ভাল করে বুঝবেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

শিস্‌তালি বলেছেন: আমি প্রায় দ্বিগুণ লিখেছি ভাইজান :)

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: রহমান সাহেবরাতো ১৪-১৫ লাখ গুন পরিবার প্রতি গড়ে ৫ জন.. ৭০ লাখ-৮৫ লাখ!!!!

আমার মতো বাকী কোটি কোটি কি লোকের হবে ভারতেই ভয় হচ্ছৈ! আমাদেরতো সরকারী চাকুরী নেই!!!!!!!!!!!!!

গণতন্ত্রিক দেশে অনির্বচাতি স্বৈরাচারিতা টিকাতে এই প্রথম রাস্ট্রীয় টাকায় স্রেফ ক্ষমতার জন্য এমন তোঘলকি কান্ড হল!!! ফলাফল ! বাখী বেসরকারী কোটি কোটি কর্মজীবির কি হবে মাথায় না নিয়েই!
এমনিতেই উদ্ধগতির দ্রব্যমূল্য! আবার পাবে পাগলা ঘৌড়ার ডাবল গতি,, বাড়ী ভাড়ায়...
নাভীশ্বাস উঠানো!!!!!!!!!

তবে আপনার গল্পে ভেতর থেকে প্রাণ খৌলা খূশী!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

শিস্‌তালি বলেছেন: কথা সইত্য! অনির্বাচিত সরকার এভাবেই নির্বাচন ছাড়া টিকে থাকতে চায়! সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ!

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

নিষ্‌কর্মা বলেছেন: এতো রসের গল্প আপনার মাথায় আসে কি করে? শিবনাথ বেঁচে থাকলে আপনাকে গুরু মানতেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

শিস্‌তালি বলেছেন: ভাই এর গল্প ভাল লাগেনি? :(

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

শিস্‌তালি বলেছেন: খোঁচাটা ভালই ছিল ভাই

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

নিষ্‌কর্মা বলেছেন: লেখক বলেছেন: খোঁচাটা ভালই ছিল ভাই[/sb

বুঝতে পারার জন্য ধন্যবাদ!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

শিস্‌তালি বলেছেন: এবং আপনাকেও অনেক ধন্যবাদ শালীন ভাষায় খোঁচা মারবার জন্য :)

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

নিষ্‌কর্মা বলেছেন: কেন? কেউ কি অশালীন ভাষায় কিছু বলেছে আপনাকে?

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

শিস্‌তালি বলেছেন: বলুক বা না বলুক সেটা আপনাকে বলতে যাব কোন দুঃখে?????

৮| ১০ ই মে, ২০২১ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.