নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

টুনিপ্যাক গল্প - দ্বিতীয় জীবন!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

দুটো কারণে আজ আমার জীবনের মহাখুশির দিন! প্রথমত, আজকে বছরের প্রথম ক্লাস থেকে শুরু করে বছরের শেষ ক্লাস পর্যন্ত যতবার ক্লাসটিচার রোলকলের সময় বলবেন, রোল নাম্বার ওয়ান ততবার আমি দাড়িয়ে বলব, ইয়েস স্যার! স্কুলজীবনে এই প্রথমবারের মত আমার রোল নং এক এবং সেটিও যেন তেন শাখায় নয়, আজ থেকে ক্লাস নাইনের সায়েন্সের সবচেয়ে মেধাবীদের শাখার ফার্স্টবয় হলাম আমি। তারপরও এই খুশীর দিনে আজ আমি স্কুলে যেতে পারিনি দ্বিতীয় কারণটির জন্য ... আর তা হল, আজ আমার বাবার বিয়ে! জী, আপনারা ঠিকই শুনেছেন আজ আমার বাবার বিয়ে। আপনারা দয়া করে আমার বাবাকে খারাপ ভাববেন না, বাবা কিন্তু এই বিয়েতে একদমই রাজী ছিল না। আমি, দাদা, দাদী, ফুপী অনেক কষ্টে বাবাকে রাজী করিয়েছি। অবেশেষে মা মারা যাবার দীর্ঘ পাঁচ মাস পর বাবা দ্বিতীয় বিয়েতে রাজী হয়েছে! রাজী হবার ঠিক দশ দিনের মাথায় তড়িঘড়ি করে আজ এই বিয়ের আয়োজন।
আপনাদের নিশ্চয় খুব জানতে ইচ্ছে করছে আমার মা কিভাবে মারা গেল! ঠিক আছে বলছি কিন্তু শর্ত একটাই, আমার বাবাকে নিয়ে কোন বাজে মন্তব্য করা যাবে না। আজ থেকে ঠিক পাঁচ মাস দশ দিন আগে আমার পুরো সুস্থসবল মা ঘুমের মধ্যেই হুট করে মারা যায়। আমি আসলেই জানিনা আমার মা ঠিক কিভাবে ঘুমের মধ্যে মারা গিয়েছিল, শুধু জানি শেষবারের মত মা ঘুমোতে যাবার আগে বাবা-মা'র মধ্যে সিনথিয়া আন্টি মানে আমার নতুন মাকে নিয়ে তুমুল ঝগড়া হয়েছিল!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:

জঘন্য কাহিনী।

আপনার ক্লাশে ছাত্র তো ১ জন

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

শিস্‌তালি বলেছেন: হাহাহা মজা পেলাম

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন লিখেছেন তো !
বহুদিন পর আপনার লিখা পড়লাম ।
শুভ কামনা জানবেন ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ ভাই আপনি আমার লেখা আগেও পড়েছেন এবং মনে রেখেছেন জেনে ধন্য হলাম :)

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

blackant বলেছেন: এটা কি লিখলেন ভাই ? আর একটু ভেবে লিখলে ভাল হত না !

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

শিস্‌তালি বলেছেন: কেন ভাই? বেশি খারাপ হয়েছে?

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২

আপেক্ষিক বলেছেন: টুইস্ট টা সেই ছিল। ধাক্কা খেলাম ভাই। :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ। বাই দি ওয়ে আপনি মানে তুমি কি আমার ফেসবুক ফ্রেন্ড আপেক্ষিক????????? :)

৫| ১০ ই মে, ২০২১ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: আপনার আরো বেশি করে লেখা দরকার।

১৬ ই মে, ২০২১ বিকাল ৩:৩৫

শিস্‌তালি বলেছেন: অনেক ধন্যবাদ। ভুলে গিয়েছিলাম এই গল্পের কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.