নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
আপনার স্ত্রীর দীঘল কাল চুল দেখে আপনার মনের অবস্থা যদি হয়, তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন- টাইপ তাহলে এক্ষুনি স্রস্টার কাছে শুকরিয়াহ আদায় করে নিন আপনি নর্থ কোরিয়ায় জন্মগ্রহণ করেননি কেননা নর্থ কোরিয়ায় বিবাহিত মেয়েদের লম্বা চুল রাখা নিষিদ্ধ... শুধু তাই নয় সেদেশের নাগরিকদের জন্য সরকারিভাবে মোট ২৮ টি চুলের কাট নির্দিষ্ট করা আছে, ছেলেদের জন্য ১০টি আর মেয়েদের জন্য ১৮টি চুলের কাটিংয়ের বাইরে আর কোন হেয়ার স্টাইল রাখা যাবেনা তবে যাদের মাথায় সম্পূর্ণ টাক তাদের জন্য কোন সরকারি নির্দেশনা আছে কিনা এই বান্দার জানা নেই।
ভার্সিটি লাইফে আমার রুমমেট বড় ভাইয়ের কাছে ছিল পুরো জাহাঙ্গীরনগরের সেরা অ্যাডাল্ট মুভি কালেকশন... দূরদূরান্ত থেকে (আই মিন বিভিন্ন হল থেকে) বড় ভাইরা পেনড্রাইভ আর হার্ডডিস্ক (এইটা কিন্তু এখনকার মত পোর্টেবল হার্ডডিস্ক ছিল না) নিয়ে আসত তাঁর কালেকশন কালেক্ট করতে আবার আরেক রুমমেট বড় ভাই ছিল পুরাই ধার্মিক... বাসার কাউকে না জানিয়ে একবার চল্লিশ দিনের চিল্লা শেষে দাড়ি আর পাগড়ি পড়ে ফিরে এলাহি কাণ্ড.... পরে অবশ্য বাসা থেকে প্যাঁদানি খেয়ে ক্লিন শেভড হয়ে গিয়েছিল... হুট করে অ্যাডাল্ট মুভি আর ধার্মিকতা সম্পূর্ণ বিপরীত দুটো প্রসঙ্গ একসাথে তুললাম কারণ নর্থ কোরিয়ায় পর্ণ দেখা আর বাইবেল পড়া দুইটাই সমান অপরাধ এবং দুইটারই শাস্তি মৃত্যুদণ্ড... আরও একটা কাজের শাস্তি মৃত্যু আর তা হল সাউথ কোরিয়ার মুভি দেখা...
আপনার জিন্সের প্যান্ট খুব পছন্দের হলে আরও একবার স্রস্টাকে ধন্যবাদ দিতে পারেন কারণ নর্থ কোরিয়ায় জিন্স পড়াও নিষিদ্ধ ...
কি এত নিয়ম কানুন ভাল লাগছেনা... বিদ্রোহ করতে মন চায়? সে উপায়ও নেই... নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম জন আং তার আপন চাচাকে দেশদ্রোহিতার অভিযোগে নগ্ন করে খাঁচাভর্তি ১২০ টি হিংস্র ও ক্ষুধার্ত কুকুরের সামনে ছেড়ে দিয়েছিল... সেই চাচা ছিল ন্যাশনাল ডিফেন্স কমিশনের ভাইস চেয়ারম্যান! প্রায় একশর মত সরকারি অফিসিয়ালকে এই ঘটনার প্রত্যক্ষদর্শী হতে হয়েছিল!
বুয়েট, মেডিকেলসহ বাংলাদেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেই অনেক মেধাবী আছে যারা শখের বশেই হোক অথবা ছ্যাকা খেয়েই হোক নিয়মিত অথবা কালেভদ্রে গাঞ্জায় টান দিয়ে থাকে আবার অনেকের পরীক্ষার আগের রাতে গাঁজায় সুখটান না দিলে হয়না... অনেক মেধাবীরই ভাল সিজিপিএর পেছনে গাঁজার প্রভাব ব্যাপক... তাদের জন্য সুখবর হল নর্থ কোরিয়ায় গাঁজা বৈধ এমনকি এটাকে কোন ড্রাগস বলেই বিবেচনা করা হয়না... রাস্তার ধারে দুই পাশে সারি সারি গাঁজার চাষের দৃশ্য দেখতে চাইলে এক্ষুনি নর্থ কোরিয়ায় চলে যান...
নর্থ কোরিয়ানরা বছর গণনা শুরু করে ১৫ই এপ্রিল থেকে তাদের নেশন লিডার Kim IL-Sung এর জন্মদিন থেকে ... মজার ব্যাপার হচ্ছে ১৯১২ সালের সেই ১৫ই এপ্রিল তারিখে অর্থাৎFounder of North Korea'র জন্মদিনের দিন টাইটানিকও ডুবেছিল!
আমার লাইন ম্যানেজার দুদিন আগে এভিপি হয়েছেন... তাঁর খুশীর সীমা নেই কারণ ব্যাংক থেকে তাঁকে গাড়ি দেয়া হচ্ছে অথচ নর্থ কোরিয়ায় সরকারি কর্মকর্তা ও আর্মি পারসন ছাড়া কারও ব্যক্তিগত গাড়ির মালিক হবার অনুমতি নেই!
নর্থ কোরিয়ানরা জুলাই ৮ ও ডিসেম্বর ১৭ তারিখে কখনোই জন্মদিন পালন করে না কারণ এই দুদিন যথাক্রমে বর্তমান শাসক Kim Jong Un এর দাদা Kim IL Sung& বাবা Kim Jong IL এর মৃত্যু দিবস!
নর্থ কোরিয়ানরা ২০১৪ বিশ্বকাপ ফুটবল লাইভ দেখেনি বরং প্রতিটি ম্যাচ দেখেছিল ঠিক ২৪ ঘণ্টা পর!
নর্থ কোরিয়ানরা Windows Operating System ব্যবহার করে না বরং তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের নাম Red Star OS ...
নর্থ কোরিয়ায় টিভি চ্যানেলের সংখ্যা মাত্র তিনটি!
নর্থ কোরিয়ার স্পেস এজেন্সির নাম 'নাদা 'যার স্প্যানিশ অর্থ নাথিং... তবে নাদার সাথে আমেরিকার নাসার কোন সম্পর্ক আছে কিনা আমার জানা নেই...
আমাদের দেশের মত নর্থ কোরিয়াতেও প্রতি পাঁচ বছর পর পর ইলেকশন হয় কিন্তু প্রার্থী থাকে স্রেফ একজনই কিম জং আন এবং সেই ইলেকশনে প্রায় ১০০% ভোট পড়ে... এই তথ্য জানবার পর ৫ই জানুয়ারির ইলেকশন নিয়ে আমার দুঃখ অনেকটাই কমে গেছে...
সাউথ কোরিয়ার সাথে বর্ডারে নর্থ কোরিয়া কৃত্রিম দালান কোঠা দিয়ে একটি নয়নাভিরাম সিটি বানিয়ে রেখেছে শত্রুকে ধোঁকা দেবার জন্য ...সেই সিটির নাম Kijong-dong
নর্থ কোরিয়াই পৃথিবীর একমাত্র দেশ যারা একটি US Navyship বহু বছর ধরে নিজেদের কাছে ক্যাপচার করে রেখেছে...
নর্থ কোরিয়ায় অপরাধের শাস্তি দেয়া হয় তিন পুরুষ ধরে... ধরুন আপনি আমার ফালতু লেখা পড়ে আমাকে খুন করে ফেললেন... সেটা আপনি করতেই পারেন কিন্তু খুনটি যদি হয় নর্থ কোরিয়ায় তবে এই খুনের কারণে আপনাকে, আপনার বাবাকে এবং যদি জীবিত থাকেন তাহলে আপনার দাদাকেও এই খুনের শাস্তি ভোগ করতে হবে ...
এইবার বলি সব কথার শেষ কথা এক্কেবারে আসল পুরুষের আসল কথা, এতকিছুর পরও একটা কারণে আমি নর্থ কোরিয়াকে স্যালুট জানাই আর তা হল নর্থ কোরিয়া আমেরিকানদের দুই পয়সারও পাত্তা দেয় না পারমাণবিক বোমা মাম্মা পারমাণবিক বোমা...
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২
শিস্তালি বলেছেন: ধন্যবাদ অবশ্যই আসব আপনার ব্লগবাড়ি.. চা নাস্তা রেডি রাইখেন
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
শাহাদাত হোসেন বলেছেন: বাড়াবাড়ি রকমের স্বৈরাচারী
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
শিস্তালি বলেছেন: সহমত
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
আলমগীর হোসাইন আরমান বলেছেন: লেখকের সাথে একমত।।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
শিস্তালি বলেছেন: কোনটায় ভাইজান?
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাংলাদেশের ক্ষমতাশীন রাজনৈতিক দল এই লেখা পড়লে আপনি অনেক সম্মানিত হবেন আর বিরোধী দল এই লেখা পড়লে মহা মুসিবতে পড়বেন।
তবে তথ্যগুলো খুবই পিনিকের মাইরি!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০
শিস্তালি বলেছেন: পিনিকের মাইরি! ব্যাপক মজা পেলুম
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮
সৌরভ খাঁন বলেছেন: সব কথার শেষ কথা এক্কেবারে আসল পুরুষের আসল কথা, এতকিছুর পরও একটা কারণে আমি নর্থ কোরিয়াকে স্যালুট জানাই আর তা হল নর্থ কোরিয়া আমেরিকানদের দুই পয়সারও পাত্তা দেয় না grin emoticon grin emoticon পারমাণবিক বোমা মাম্মা পারমাণবিক বোমা...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
শিস্তালি বলেছেন: BOOOOOOOOOOOM
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২
ফেরদৌসা রুহী বলেছেন: এই তথ্য জেনে মনে হচ্ছে আমরা আসলেই স্বাধীন আর তারা তো পুরাই জেলখানায় আছে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫
শিস্তালি বলেছেন: আসলেই পুরা দেশটাই ক্যাডেট কলেজ টাইপ!
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০০
আহসানের ব্লগ বলেছেন: ওদের দেশের জনগন খুশি ওদের আজার ব্যাপারে । সো আমার আর কিছু বলার নেই । ওরা ওদের রাজাকে ইশ্বর তুল্য মানে ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
শিস্তালি বলেছেন: কথা সইত্য
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৪
আলমগীর হোসাইন আরমান বলেছেন: নর্থ কোরিয়াকে সমর্থন করেন কারন তারা অন্যায়ের প্রতিবাদ করে এই কথার সাথে।।। আর আমি মনে করি নর্থ কোরিয়াকে মেরিকানদের হাতে তুলে দেয়ার চেয়ে স্বৈর শাসন মেনে নেয়া উত্তম।।@লেখক
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
শিস্তালি বলেছেন: জ্বী জনাব। সঠিক বলেছেন!
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩
সাধারন বাঙালী বলেছেন: আজব দেশের গজব কাহিনী।ডিজিটাল স্বৈরাচার.........
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
শিস্তালি বলেছেন: এটা আসলে ফাকশাল বাকশালের চেয়েও খারাপ.... লোল
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আপনার তথ্য বহুল লিখাটি খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে, সাথে আমার ব্লগবাড়িতে বেড়ানোর দাওয়াত রইলো।