নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

লাখপতি অফার!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

হুমায়ূন আহমেদের সাথে বিয়ের বেশ আগে অন্যদিনে একবার অভিনেত্রী শাওনের সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সাক্ষাৎকারের ধরণ ছিল এরকম, অন্যদিনের পাঠকরা একটি ফোন নাম্বারে কল করে প্রশ্ন করবে আর শাওন সরাসরি সেই প্রশ্নের উত্তর দিবেন। এক পাঠক ফোন করেই বললেন, আপনার সম্পর্কে একটি গুজব শোনা যাচ্ছে চারিদিকে ... প্রশ্নকর্তার প্রশ্ন শেষ হবার আগেই শাওন বলে বসলেন, ভাই গুজব শব্দটার শুরুই হয়েছে খুব খারাপ একটি শব্দ দিয়ে তাই কখনও গুজবে কান দিবেন না! গুণী শিল্পী শাওনের মত আমিও আমার এই স্ট্যাটাসের শুরুতেই বলে দিচ্ছি , গুজবে কান দিবেন না কারণ ......... ভুমিকা শেষ এবারে বিস্তারিত :)
শোনা কথা , এদেশের বেশ বড় একটি মাল্টিন্যাশনাল নাকি তাদের প্রতিষ্ঠানে টানা এক দশক কিংবা টানা এক যুগ ধরে যারা পার্মানেন্ট হিসেবে আছে তাঁদেরকে দুই বছরের বেতন প্লাস সার্ভিস বেনেফিটসহ স্বেচ্ছায় অবসরে যাবার অনুরোধ করেছে! শোনা কথায় কান দিয়ে লাভ নেই, তারপরও আসুন একটি সিম্পল ম্যাথ করি ... যদি কাল্পনিক এই অফার আসলেই দেয়া হয়ে থাকে তাহলে ......
বড় যে কোন অর্গানাইজেশনে টানা এক যুগ কিংবা এক দশক কাজ করলে প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি মিলে পনের থেকে বিশ লাখ টাকা জমা হবার কথা, এন্ট্রি লেভেলে কাজ শুরু করার এক যুগ পর কারও স্যালারি যদি এক লাখও হয় তাহলে ২৪ মাসের বেতন হয় চব্বিশ লাখ টাকা! এর সাথে আরনিং লিভ এবং অন্যান্য বেনেফিট থেকে আরও দুই থেকে পাঁচ লাখ... সব মিলিয়ে এভারেজে হয়তোবা নগদ চল্লিশ লক্ষ টাকা এবং অফুরুন্ত অবসর... অন্তত কয়েক মাসের জন্য হলেও ...
এখন একসাথে এতগুলো টাকা এবং অবসর সময় দিয়ে আপনি কি করবেন? চাইলে শুরুতেই বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে এসে আগামী বইমেলার জন্য খুব সুন্দর একটি ভ্রমণ কাহিনী লিখে ফেলতে পারেন... চাইলে বউ বাচ্চাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে লারার বাংলো দেখে আসতে পারেন ... কিংবা হজ্ব করার পর বেশ সময় নিয়ে ইসলামের সব ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে আসতে পারেন। এমনকি চাইলে কানাডায় ইমিগ্র্যান্ট হতে পারেন ... Entrepreneur হবার স্বপ্ন থাকলে দেশেই নিজের ব্যবসাও শুরু করতে পারেন ... নামের পাশে ডক্টরেট লেখার খায়েশ থাকলে বুড়ো বয়সে পিএইচডিও করে ফেলতে পারেন... ক্রিকেট লাভার হলে যেখানেই বাংলাদেশ ক্রিকেট খেলবে সেখানেই বাঘ সেজে চলে যেতে পারেন... চাইলে এই টাকা দিয়ে কোন ব্যাংকের প্রায়োরিটি কাস্টমারও হয়ে যেতে পারেন আর কোন কিছুই করতে ইচ্ছে না করলে দিনরাত শুধু ঘুমাতে পারেন যতদিন ইচ্ছা (খুব বেশীদিন অবশ্য সারাদিন ঘুমোতে ইচ্ছা করবে না)... তবে এসব কারণে নয় মূলত দুটি কারণে সত্যি সত্যিই কেউ এই অফার পায় তাহলে তার উচিত দ্বিতীয়বার চিন্তা না করেই এই অফারটি লুফে নেওয়া কারণ এক- আপনার প্রতিষ্ঠানের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বলেই আপনাকে এই অফার দেওয়া হয়েছে তাই এইবছর এই অফার গ্রহণ না করলে আগামী বছরই এই অফারটি আসবে অনেক কম আকর্ষণীয়ভাবে আর দুই- যত বড় বেকুবই হোকনা কেউ সত্যিকারভাবে চেষ্টা করলে টানা দুই বছর বেকার থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না!
তারপরও আমার ধারনা বেশিরভাগই নিতান্ত বাধ্য না হলে এই অফারটি গ্রহণ করবে না... কেন করবেনা সেটাও আমি জানি কিন্তু বলব না ;)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

সায়েল বলেছেন: মুলা দেখাচ্ছে তো! কচু দিবে, নিশ্চিত!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

শিস্‌তালি বলেছেন: হতে পারে :)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

বিজন রয় বলেছেন: কেন করবেনা সেটাও আমি জানি কিন্তু বলব না

বলে দিলে আমরা জানতে পারতাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

শিস্‌তালি বলেছেন: লোল... কারণ আমার ধারণা দীর্ঘদিন চাকরি করতে করতে আমাদের কলিজাটা এক সময় মানুষের কলিজা থেকে মুরগীর কলিজা হয়ে যায় ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.