নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
'অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হল।
দুজনের সামনেই বেশ কিছু শর্তসহ একটি কাগজ ...
হয়তোবা এবারই দুজনের শেষবারের মত চোখাচোখি হল। নিকাবের কারণে ছেলেটি মেয়েটির মুখের অবস্থা পুরোপুরি বুঝতে না পারলেও সারারাত কাঁদবার কারণে মেয়েটির দুচোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে তা বেশ ভালভাবেই বুঝতে পারছিল...
ছেলেটির হঠাৎ শেষবারের মত চোখের পলক না ফেলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকার খেলাটি খেলতে খুব ইচ্ছে হচ্ছিল কারণ সে নিশ্চিত প্রতিবার এ খেলায় হেরে গেলেও আজ সে হারবে না!
কাজী ও সাক্ষীদের কারণে দুজনের সরাসরি কথা বলবার কোন সুযোগ না থাকলেও চোখের ইশারায় দুজনে ঠিকই মনে মনে কথা বলে নিল...
- মিতু, প্লিজ কাগজটায় সাইন করবা না, প্লিজ কাগজটি ছিড়ে টুকরো টুকরো করে ফেল।
প্লিজ আমাদের একমাত্র সন্তানের দোহাই লাগে বিশ্বাস কর কেউ তোমাকে কিচ্ছু বলবে না!
- আসিফ, প্লিজ সাইন না করে কাগজটি এক্ষুনি ছিড়ে ফেল। তুমি না বীরপুরুষের মত সব বাঁধা পেরিয়ে বীরের বেশে আমাকে বিয়ে করেছিলে। আজ কোথায় তোমার সেই দুঃসাহস! প্লিজ সাইন না করেই কাগজটি ছিড়ে এক দৌড়ে চলে যাও। বিশ্বাস কর আমি কিংবা আমার বাবা কেউ কিচ্ছু বলব না। আসিফ প্লিজ ডু ইট ফর মি। জাস্ট ডু ইট প্লিজ!
দুজন দুজনের মনের কথা বুঝতে পারল কিনা ঠিক বোঝা গেল না কিংবা হয়তোবা বুঝেও না বোঝার ভান করে দুজন দুজনের দিকে শেষবারের মত তাকিয়ে কলমের জন্য কাজীর দিকে হাত বাড়িয়ে দিল... ... ...
..........
ছেলেটি ইদানীং প্রায়ই দুঃস্বপ্ন দেখে প্লিজ কাগজটি ছিড়ে ফেল অথবা প্লিজ সাইন করবা না বলে চিৎকার দিয়ে মাঝরাতে ঘুম ভেঙ্গে জেগে উঠে...'
দাদার গল্পের নোটবুকে এই ছোট গল্পটা পড়ে ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দাদা বলে উঠল,
- বুঝলি তিতলী সোনা তোদের সুন্দরী দাদীর সাথে সেবার আরেকটু হলেই দি এন্ড হয়ে যাচ্ছিল, অনেক চেস্টা করেও তোর দাদীর মন গলাতে ব্যর্থ হবার পর সব শেষে এই গল্প লিখে তোরা দাদীকে ফেরত আনতে হয়েছিল।
- বাহ্ শুধুমাত্র এই গল্প পড়েই দাদী অভিমান ভুলে ফিরে এসেছিল!
- নাহরে পাগলী, শুধু গল্প লিখেই কাজ হয়নিরে, গল্পের শেষে আবার ইমোশনাল ব্ল্যাকমেইলও করতে হয়েছিল তোর দাদীকে এই বলে, তুমি চাইলেই গল্পের শেষটা অন্যরকম হবে সাফিরের মা!
#Shista
২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯
শিস্তালি বলেছেন: দাদার নাম আসিফ আর দাদীর নাম মিতু তাই দাদীকে লেখা গল্পে ছেলেটি মেয়েটি লেখাই স্বাভাবিক
২| ২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
এভাবে লেখাই যদি স্বাভাবিক হয়, স্বাভাবিক পড়ার লোকজনও পাওয়া যাওয়ার কথা; দেখা যাক, কি পরিমাণ স্বাভাবিক পাঠক আছেন।
৩| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৮
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
ছেলেটি, মেয়েটি, মেয়টি, ছেলেটি; কিসব লেখা!