নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
ঘুম সেতো ক্ষণিকের মৃত্য,
আর ঘুমন্ত অবস্থায় মৃত্যু!
সেতো ভয়ংকর আর অদ্ভুত!
ক্ষণস্থায়ী থেকে নি:শব্দে
স্থায়ী গন্তব্যে ছুটে চলা...
হয়তোবা ঠিক পাশেই
আমার সন্তানের মা
গভীর থেকে গভীরতর ঘুমের তীব্রতায়
টেরই পেলনা
শেষ ঘুমের আগেও যে মানুষটি
নিত্যদিনের মত সুখ-দু:খের আলাপ করেছিল
ফজরের আগেই সেই মানুষটি
শেষ ঘুম থেকে চিরনিদ্রায়!
ঘুমের মধ্যে নাহয়ে
যদি পানির মধ্যেই শুরু হয় অন্তিম যাত্রা,
ঠিক যেমনটি হয়েছিল
বন্ধু রাশেদের বেলায়!
সেতো আরও ভয়ংকর...
আমিতো সামান্যতম
সাঁতারও জানিনা,
কয়েক সেকেন্ডের ডুব দিলেই
নিজেকে পৃথিবীর অসহায়তম মনে হয়।
কিন্তু যেই সমুদ্রের টানে
বারবার প্রতিবার ছুটে যাই
নিয়তি যদি সমুদ্রের সেই সম্মোহনী ডাকেই
সাড়া দিতে চায়
সেই অন্তিম মুহুর্তে!
কিন্তু আমিতো কখনোই
হুট করে মৃত্যু চাইনি
তবে তাই হোক বলে
বিধাতা যদি দিয়ে দেয়
কোন মরনব্যাধি,
প্রতিদিন ধুকে ধুকে
মৃত্যুর প্রতীক্ষায় প্রহর গোনা,
সেই অদ্ভুত সময়ে
হয়তোবা মনে হবে
তিলে তিলে মৃত্যুর প্রতীক্ষার চেয়ে
একেবারে মৃত্যুর মুখোমুখি হওয়াই কি শ্রেয়!
আচ্ছা এমন যদি হয়,
কোন এক ভয়ংকর দুর্ঘটনায়
জলজ্যান্ত আমি মুহূর্তেই
নাই হয়ে গেলাম!
আমার বিকৃত শরীরের আত্মা কি
পোস্টমর্টেমের তীব্রতায়
ছটফট করবে সেসময়!
গুরুজনেরা বলেন,
জীবন মানেই পরীক্ষা
আর মৃত্যু মানেই পরীক্ষা শেষ,
অসমাপ্ত কাজগুলো
সমাপ্তের আগেই
কিংবা ইচ্ছেডানায় চড়ে
ছোট ছোট ইচ্ছেগুলোর
স্বপ্নপূরণের আগেই কি
আমার সেই পরীক্ষার
শেষ হবার প্রতীক্ষা
শেষ হয়ে যাবে!
তবে যাই হোক
আর তাই হোক
বিধাতার কাছে
স্রেফ এইটুকুই চাওয়া
শেষ দিয়ে শুরু
শেষহীন সে যাত্রায়
শেষবারের মত একবার
স্রেফ একবার
শুদ্ধতম শুদ্ধতায়
কালিমা পড়তে চাই
সেই বহুল প্রতীক্ষিত শেষবেলায় ... … …
১৭.২.২১
#Shista©
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৩
শিস্তালি বলেছেন: ধন্যবাদ ভাইজান
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: ভাবনার গভীরতা স্পর্শ করলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৪
শিস্তালি বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ
অনেক সুন্দর হয়েছে
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৩
শিস্তালি বলেছেন: যাজাকাল্লাহ খায়রান আপা
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।