নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

শেষ ভালবাসা

২২ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৮

যার জন্য একদা
জগতের সব মায়া নিয়ে বসেছিলাম,
আমার খুব জানতে ইচ্ছে করে
তার কি কখনোই কোন মায়া ছিল না!
নাকি তুমিহীনতার আভাস পেয়ে
সে শুরু থেকেই মায়াহীনতায় ছিল
আসলেই কি ছিল,
নাকি মায়াহীনতার শুধুই অভিনয়!
আমার খুব জানতে ইচ্ছে করে
আমার মত তারও কি
মাঝে মাঝে পুরনো গল্পগুলো মনে পড়ে
ভালবাসার রাজ্যে
আর কখনোই কি
এতবেশী ভালবাসা নিয়ে
এরকম ভালবাসার কাঙাল এর দেখা মিলবে!
আমার আসলেই জানতে ইচ্ছে হয়,
আমিহীন তুমি কেমন আছ!
তুমিহীন আমি …
এইতো আছি একরকম!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৬

ওমেরা বলেছেন: সেও হয়তো আপনার মতই আছে একরকম।

২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২১

শিস্‌তালি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৫

ওমেরা বলেছেন: ও বলতে ভুলে গিয়েছি আপনার কবিতাটা আমার পছন্দ হয়েছে।

২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০২

শিস্‌তালি বলেছেন: শুকরিয়াহ অনুপ্রানিত হলাম

৩| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সময়ের টানে সব বিলীন হয়ে যায়
সময়ের স্রোতে সব চাষবাস উঠে যায়
সময়ের ফেরে মানুষ সব ভুলে যায়

২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০২

শিস্‌তালি বলেছেন: হয়তোবা। সুন্দর বলেছেন। ধন্যবাদ।

৪| ২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ। নিয়মিত কমেন্ট এর জন্য অনেক শুকরিয়াহ

৫| ২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৬

খায়রুল আহসান বলেছেন: মায়া ও ভালবাসা ছায়া ও কায়ার নামান্তর। একটা থাকলেই আরেকটা থাকবে।

২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪০

শিস্‌তালি বলেছেন: বাহ অনেক সুন্দর বলেছেন। আশা করি আপনি সত্যটাই বলেছেন

৬| ২২ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৬

নেওয়াজ আলি বলেছেন: দারুন প্রকাশ । খুবই ভালো লাগলো।

২৩ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৪

শিস্‌তালি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.