নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

বিশটি বিশ শব্দের গল্প- দুই

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১০

বিশ শব্দের গল্পসমগ্র- দুই

১)
- মারফি'স ল'য়ের উদাহরণ দেতো।
- তুই ক্রাশের কিংবা ক্রাশ তোর গাড়িতে লিফট নিলেই শহরের জ্যাম উধাও হয়ে দ্রুততম সময়ে গন্তব্যে পৌছাবি!
২)
করোনায় অর্ধেক বেতনে স্বল্প টাকায় চাকুরীরত কাজিনের দেখাদেখি সিক্স ডিজিটের বেতন পাওয়া ছেলেটিরও একই স্ট্যাটাস, বেতন যাই হোক বেকারতো নই!
৩)
- তুই সবসময় উবারে বিকাশে পেমেন্ট করিস কেনরে?
- গাড়ি থেকে নামার সময় ড্রাইভারকে ক্যাশ না দিলে সবাই ভাবে গাড়িটা আমার নিজের!
৪)
প্রতিবেশী আঙ্কেলের জানাযায় তিন প্রবাসী ছেলের একজনও আসেনি।
আব্বুকে নিজ হাতে কবরে শুইয়ে দিয়ে আসার পর কথাটা মনে পড়ল আরেকবার!
৫)
- সারাজীবন চাকরি করলে কলিজা একসময় মুরগীর কলিজা হয়ে যায়!
- মানে! আমার আব্বুর কলিজা মুরগীর কলিজা?
- নাহ্ ওনারটা কবুতরের কলিজা সাইজের!
৬)
-বিবিএর তুলনায় এমবিএর সিজিপিএ এত পুওর কেন!
-বিবিএতে হবু বউয়ের খাতা দেখে লিখতাম আর এমবিএতে আমার কোন হবু বউ ছিলনা!
৭)
জরুরী প্রয়োজনে রাত আটটায় কাস্টমারকে ফোন দিলাম।
ওনার পাঁচ বছর বয়সী মেয়ে ফোন ধরে জানাল, আঙ্কেল আব্বুতো এখন হাগু করছে!
৮)
মানিকের ফেইক আইডিতে পোস্ট, রেস্টুরেন্ট পার্টনার চাই।
রতনের কমেন্ট, ইনবক্স প্লিজ।
অত:পর একদিন তারা শহরের অন্যতম সেরা বার্গার ব্র্যান্ডের কো-ফাউন্ডার!
৯)
- ওগো শুনছ, আমার ম্যানফোর্স ওয়াচটা কোথাও পাচ্ছিনা, একটু খুঁজে দেখবা প্লিজ?
- নাউজুবিল্লাহ্, ওইটা ন্যাভিফোর্স ওয়াচ! মাথায় শুধু এইসব ঘুরে তোমার!
১০)
কলিগ বলল, গতকাল আসেননি কেন?
মুখে বললাম অসুস্থ ছিলাম আর মনেমনে বললাম, জন্ম-মৃত্যু-বিয়ে আর সিকলিভ সবই উপরওয়ালার ইচ্ছা!
১১)
-টাকা খরচ করে একটা মোটিভেশনাল সেশনে গিয়েছিলাম!
-তা কেমন মোটিভেটেড হলি!
-বেশ ভালোই! মোটিভেশনাল স্পীকার দেখলেই এখন পিটাইতে মন চায়!
১২)
- ভাইয়া জানেন আমার এমবিএ সিজিপিএ খুব পুওর!
- আহারে কত তোমার? আমার অবশ্য এমবিএর সিজিপিএ ভালোই আলহামদুলিল্লাহ্
- 3.80 মাত্র! আপনার?
- 2.99!
১৩)
গাড়ি থামিয়ে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার বুনোহাতির ছবি তুলছিল।
বুনোহাতি বিষয়টি একেবারেই পছন্দ করেনি এবং মুহুর্তেই ক্ষেপে গিয়ে তাকে পিষে মেরে ফেলে।
১৪)
সারাজীবন শত চেস্টায় একটি প্রেমও করতে না পারা ছেলেটি ফেসবুকে বিয়ের এলবাম আপলোড করে লিখল, সরি গার্লস আই এম টেইকেন!
১৫)
চারজন পিএইচডিহোল্ডারকে জিজ্ঞেস করেছিলাম, ডাক্তার-ইঞ্জিনিয়ার-ইকোনমিস্ট যেই করুকনা কেন ডিগ্রীটা কেন ডক্টর অফ ফিলোসফি!
স্রেফ একজন ঠিকঠাক বলতে পেরেছিল!
১৬)
দুজনেরই কঠিন প্রেম ছিল!
ব্রেকাপের পর এরেঞ্জড ম্যারেজের ছমাসেই সুখের সাগরে ভাসতে ভাসতে টের পেল, শরীর আসলেই সবকিছু ভুলাইয়া দেয়!
১৭)
- তোর বন্ধুরা সব কানাডা চলে যাচ্ছে!
- হুমম
- সবাই বাড়িগাড়ি, জমিজমা কিনতেছে!
- তোহ্!
- তুই কিনবিনা!
- নাহ্, তাদের বেশীরভাগই এত শান্তিতে ঘুমায়না!
১৮)
- তাহলে কথা দে, তুই শুধু আমাকেই ভালবাসবি!
গাল টিপে এভাবেই বলেছিল সে ... ... ...
জ্যামে টাকা দিতে অপারগতায় এক হিজড়ার অদ্ভুত আবদার!
১৯)
টিনএজ লাইফে প্রায়ই বিনা দাওয়াতে বিয়ে খেতাম!
আজ আমার একমাত্র মেয়ের বিয়েতে খাবার শর্ট!
পাপের প্রায়শ্চিত্ত এভাবে করব কোনদিন ভাবিনাই!
২০)
'ছোট্ট একটি রুম
সেথায় থাক যখন ঘুম
চুপচাপ চুপ
যেন রূপকথার রূপ!'
অনুকাব্যটা আয়নায় লিখে মীরাকে নাজাগিয়েই অফিসে যায় নীলয়!

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সিম্পলি ব্রিলিয়ান্ট।

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫১

শিস্‌তালি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যি চমৎকার আর
আ্ন কমন !!

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫১

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম।

৩| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



চুটকি'কে গল্প বলছেন কেন? সাহিত্যে কি প্রশ্নফাঁস?

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৯

শিস্‌তালি বলেছেন: আপনি কিছু বিশ শব্দের গল্প লিখে দেন ভাইজান একটু শিখে ধন্য হই

৪| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



আপনি এট কষ্ট করছেন কেন, ১ শব্দের ১০০ টা গল্প লিখে ফেলেন; শরৎ বাবুকে ফেল করায়ে দেন!

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২২

শিস্‌তালি বলেছেন: আপনার মত এত কালজয়ী ব্লগারের মহান মন্তব্যের আশায় কষ্ট করছি ভাইজান

৫| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: সুন্দর হইছে

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৩

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ

৬| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: পড়তে ভালৈ লাগলো।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪৭

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ। আপনার নিয়মিত কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয়। ভালো থাকবেন

৭| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩৩

রেজওয়ান ইসলাম বলেছেন: চমৎকার।ভাল হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪৭

শিস্‌তালি বলেছেন: অনেক ধন্যবাদ। আবারও দিব ইনশা আল্লাহ্‌

৮| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:০২

নেয়ামুল নাহিদ বলেছেন: শরীর সবকিছু না হলেও, কতকিছু যে ভুলাইয়ে দেয়!

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৪

শিস্‌তালি বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ।

৯| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষের গল্পটায় একুশ শব্দ হইছে। না জাগিয়েই আলাদা শব্দ

ভালো লাগলো +

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৯

শিস্‌তালি বলেছেন: ধন্যবাদ। হুম সেভাবে ধরলে একুশ হয়ে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.