নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
বিশ শব্দের গল্পসমগ্র- তিন
১)
বসের জন্মদিনের উইশ মেইলটিতে যেই পরিমাণ তেল ছিল তা দিয়ে আমাদের তিনজনের ছোট্ট সংসারে মিনিমাম এক মাসের রান্না হয়ে যেত!
২)
আইবিএতে এমবিএ করা বসের সব গল্পই ছিল আইবিএর!
স্কুল-কলেজ-অনার্স লাইফে বলার মত কোন গল্পই তার কখনো ছিল না!
৩)
ওয়াশরুমে সেন্ট্রালি ইনটাইম-আউটটাইম মনিটরিং সফটওয়্যার থাকবে শোনামাত্রই ম্যাজিকের মত অনেকের কাজের ফাঁকে ওয়াশরুমে অতিরিক্ত সময় কাটানো অদ্ভুতভাবে কমে গেল!
৪)
পাশের কলিগকে ইন্টারভিউর বিষয়টি গোপনীয় রাখতে বলে সময়মত বেরিয়ে গিয়েছিলাম।
পরদিন পিয়ন বাদে অফিসের সবাই ইন্টারভিউ কেমন হয়েছে জানতে চেয়েছিল!
৫)
যখন এমডি ছিলাম, অধস্তন কয়েকজন পারলে ছুটির দিনে মাসের বাজার করে দিতে চাইত!
রিটায়ারমেন্টের পর তাদের বেশীরভাগই একটা কলও দেয়না!
৬)
- তোদের রাজনীতি হাস্যকর লাগে! সারাদিন সহমত ভাই বলতে হয়!
- তুইওতো সেইম কাজটাই করিস!
- মানে?
- যাহা ইয়েস বস তাহাই সহমত ভাই!
৭)
বেতনের পর খরচ করতে পায়েলের খুব কষ্ট হত!
লাখ চল্লিশেক টাকা স্যালারি একাউন্টে রেখে একদিন হুট করেই সে মারা গেল!
৮)
কলিগ বলল,গতকাল আসেননি কেন?
মুখে বললাম অসুস্থ ছিলাম আর মনেমনে বললাম,জন্ম-মৃত্যু-বিয়ে আর সিকলিভ সবই উপরওয়ালার ইচ্ছা
৯)
- সারাজীবন চাকরি করলে কলিজা একসময় মুরগীর কলিজা হয়ে যায়!
- মানে! আমার আব্বুর কলিজা মুরগীর কলিজা?
- নাহ্ ওনারটা কবুতরের কলিজা সাইজের!
১০)
করোনায় অর্ধেক বেতনে স্বল্প টাকায় চাকুরীরত কাজিনের দেখাদেখি সিক্স ডিজিটের বেতন পাওয়া ছেলেটিরও একই স্ট্যাটাস, বেতন যাই হোক বেকারতো নই!
১১)
- সেলসের জব! প্রেসার লাগেনা?
- নাহ্, ম্যানেজার চাকরি হারানোর ভয় দেখালেই মনেমনে বলি,তোর বাপের চাকরি করি নাকি বাপে চাকরি দিসে!
১২)
লিংকডইনে ঢুঁকলেই সামী লো ফিল করা শুরু করে কারণ যার প্রোফাইলেই ঢুঁ মারে তাকেই তার গরীবের স্টিভ জবস মনে হয়!
১৩)
বদরাগী বসের ভয়ে অফিসে তটস্থ থাকে সবাই,
বাসায় অফিসিয়াল জুম মিটিংয়ে অসাবধানতাবসত বউয়ের ঝাড়ি খেয়ে সেই বস বিব্রত আর অপ্রস্তুত!
১৪)
- রোহান চাকরির পাশাপাশি এতকিছু একা সামলাস কিভাবে?
- তোরা যেসময়টা চামচামি, তেলবাজি, গুটিবাজি, পরচর্চায় ব্যয় করিস আমি তখন হ্যাপিনেসের পেছনে ছুটি!
১৫)
- কানাডায় সেটেল হবার পরও সারাদিন এফবিতে আপনার আগের ব্যাংকের প্রমোশনাল পোস্ট দেন কেন হুদাই!
- বহুদিনের অভ্যাস ভাই, সহজে ছাড়তে পারছিনা!
১৬)
- এমএনসির হাইস্যালারির জবটাও ছেড়ে দিলি?
- দোস্ত জন্মাইছি সাহিত্যচর্চার জন্য আর শালারা খালি বলে, অলিতেগলিতে দোকানে দোকানে সারাদিন বিড়ি বেচতে থাক!
১৭)
- নিজেরটাসহ ব্রাঞ্চের মোট পাঁচজনের প্রমোশন রিকমেন্ডেশান লেটার আমি একাই লিখে দিয়েছিলাম একবার।
- তারপর?
- সেবার আমি বাদে বাকি চারজনেরই প্রমোশন হয়েছিল!
১৮)
তেরোতম ইন্টারভিউ শেষে স্বপ্নের অফার লেটার পেলাম যদিও বারোতম ব্যর্থতাতেই ব্যাচমেট প্রেমিকা আমার অনেক সিনিয়র বিসিএস ক্যাডারকে বিয়ে করে ফেলছে!
১৯)
- দুদুবার হাইলি রিকমেন্ড করেও প্রমোশন দিতে ব্যর্থ বসকেই বেস্ট বস বলিস কেনরে?
- ক্যারিয়ারে একমাত্র তিনিই দাবালীগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ছুটি দিয়েছিলেন!
২০)
আর্লি লিভের পর বাসায় ডিনার সেড়ে আইডি কার্ড ঝুলিয়ে অফিসের ইস্ত্রী নষ্ট শার্টেই লেট আওয়ারে বিগবসকে দেখতে হসপিটালে যায় রতন!
*** which stories r ur favorite here? ***
১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬
শিস্তালি বলেছেন: জ্বী ভাই চাকরি মানেই চাকর
২| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৩
সভ্য বলেছেন: যাই বলেন, লেখা দারুন হয়েছে। খুব ভালো লেগেছে.এক্কেরে বাস্তব কথা সব।
১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৯
শিস্তালি বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম। ভালো থাকবেন।
৩| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছু গল্পতো আগের লেখাদেও ছিলো।
গল্পের কি আকাল পড়ছে দেশে !!
১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৯
শিস্তালি বলেছেন: হুম ছিল, এখানে টপিক ফিক্সড ছিল সো দুএকটা কমন পড়বেই। আর আপনি এটাই একমাত্র কমেন্ট করার মত খুঁজে পেলেন হাহাহা
৪| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: চাকরি তে শান্তি নাই।
১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২০
শিস্তালি বলেছেন: কথা সইত্য। ভালো মানুষদের জন্য আরও বেশী সইত্য।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫০
বংগল কক বলেছেন: কর্পোরেট গোলামির গল্প