নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
১)
মহাকালের বুকে অনন্ত অসীম যে যাত্রার
শুরু আছে শেষ নেই
তার শুরুটা কেন এতটা একাকী
আমাদের এই ক্ষণিকের গল্পের শেষ দিয়ে হয়!
ক্ষণিকের গল্পটা আজ না হয়ে কাল
কিংবা নাহয় পরশুই শেষ হল,
অসীম সে যাত্রার গন্তব্যে তা অর্থহীন
কেননা সময় সেখানে সময়হীন
অপেক্ষা শুধুই সঙ্গীহীন
শেষ দিয়ে শুরুর সেই যাত্রা কেন তবে শেষহীন!
২)
শরীর খাবে পোকে,
সম্পদ খাবে লোকে।
মানব সন্তান কেন তবে
সম্পদের পিছে পাগলা ঘোড়ার মত ছোটে,
অর্থকড়ির সাথে তখন অসময়ের অসুস্থতাও জোটে!
স্রেফ সুখ আর শান্তির নেশায় ছুটলে মানব,
হবে না কভু সম্পদের মোহে এক অসুস্থ দানব!
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩০
শিস্তালি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান
২| ০৫ ই মে, ২০২১ রাত ৩:১৫
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
১৬ ই মে, ২০২১ সকাল ১০:৫৭
শিস্তালি বলেছেন: ধন্যবাদ। এখন শিরোনাম দিয়েছি, প্রথমটা যাত্রা, দ্বিতীয়টি দানব
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ছন্দময় কাব্যিক বহিঃপ্রকাশ।