নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকিলে উপায় হয়, আমার কেবল উপায় থাকিলেই ইচ্ছে হয়

শিস্‌তালি

Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!

শিস্‌তালি › বিস্তারিত পোস্টঃ

খাদক

১৮ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩

যত পারিস খা
কত খাবি খা
চেটেপুটে খা
লুটেপুটে খা
আরও বেশী করে খা
কারণ দেশটাতো তোদের বাপদাদারই সম্পত্তি!
কি ব্যাপার,
এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছিস কেন?
ওহ্ বাপদাদা বলায় খুব লেগেছে বুঝি!
বাহ্ বাহ্ তোদের দেখি বেশ আত্মসম্মানবোধও আছে!
আর কি কি আছে তোদের শুনি...
আচ্ছা বাদ দে,
তোদের যাই থাকুক
শুনলাম তোদের মায়ের নাকি বেশ বড় গলা!
এরকম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন?
মূর্খের দল ছেলেবেলায় এটাও বুঝি পড়িসনি তোরা,
চোরের মায়ের বড় গলা!
এই সেড়েছে...
তোদের চোখ দেখি বেশ ছলছল করে উঠেছে,
বাহ্ বাহ্ বাহ্!
কি অদ্ভুত!
তোদের মত নরকের কীটও দেখি সত্যিই তোদের মাকে ভালবাসিস!
ওরেহ্ পাপীর দল,
দেশটাকে লুটেপুটে খাবার সময়
কেন তোদের মনে থাকেনা,
এভাবে খেতে খেতে তোরা আসলে
দেশ নামের মাকেই নি:শেষ করে দিচ্ছিস!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২১ বিকাল ৪:৫৮

আমি সাজিদ বলেছেন: তাদের মায়ের বড় গলা। =p~

পুলিশ ধরে নিয়ে যাবে। :(

১৮ ই মে, ২০২১ বিকাল ৫:০৮

শিস্‌তালি বলেছেন: হাহাহা এই লাইনটা বেশী ভাল লেগেছে?

২| ১৮ ই মে, ২০২১ বিকাল ৫:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চাল খায় ডাল খায় তেল চিনি সব খায়
এত ক্ষুধা তোদের যদি মল কেন বাদ যায়?
ভুখা নাঙ্গা মুচিদের মল আছে বিস্তর
খেয়ে নে মজা করে জঞ্জাল দূর কর।।

১৯ শে মে, ২০২১ দুপুর ১:২২

শিস্‌তালি বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। আপনার লেখা অনুকাব্য নাকি কোন বড় কবিতার অংশবিশেষ?

৩| ১৮ ই মে, ২০২১ বিকাল ৫:৪৫

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী।

১৯ শে মে, ২০২১ দুপুর ১:২৩

শিস্‌তালি বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রেরণা দেবার জন্য।

৪| ১৮ ই মে, ২০২১ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
কবিতায় তেজ আছে। রাগ আছে।

১৯ শে মে, ২০২১ দুপুর ১:২১

শিস্‌তালি বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে আপনার নিয়মিত কমেনত আমাকে উৎসাহ দেয় আরও ভাল কিছু লেখার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.