নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry, Stay Foolish!Stay Sexy, Stay Virgin!!!
আমার একটা ছুটি লাগবে
বেশ লম্বা একটা ছুটি
নাহ্ নাহ্ যা ভাবছ তা নয়,
কয়েক মাসের জন্য নয়
বরং পুরো এক বছরের ছুটি লাগবে
সেই বছরটা কিন্তু অধিবর্ষ হতে হবে
ঠিক তিনশত ছেষট্টি দিনের হবে সেই ছুটিটা...
তারপর প্রতিদিন এক পৃষ্ঠা করে
মাথার ভেতর ঘুরতে থাকা
যেকোন একটা গল্প নিয়ে
হয়তোবা তিনশত ছেষট্টি পৃষ্ঠার
একটা কালজয়ী উপন্যাস লিখতে শুরু করব!
ছুটির শুরুতেই দুমাসের জন্য
খুব সুন্দর এক দ্বীপে চলে যাব
শুধু তুমি আর আমি
শুধু আমি আর তুমি
আর দৃষ্টিজুড়ে শুধুই
আমাদের নীল সমুদ্র
সাগরের নীল রাশিতে ডুব দিয়ে ফিরে এসেই
আমি আবার ডুব দিব সাদাকালোর জগতে
দিনরাত কঠিন প্রস্তুতি শেষে
দেশের বাইরে নিজের প্রথম দাবা টুর্নামেন্ট
খেলতে যাব তোমায় নিয়ে,
কিন্তু তোমায় সাথে নিব একটা শর্তে
দেশে ফিরেই তুমি আমাকে
সবকটি জেলায় ঘুরতে যেতে দিবে...
এবং কথা দিলাম,
সারাদেশে একাকী ইচ্ছেমত ঘোরাঘুরি শেষে
তোমার সেই বহুল কাঙখিত
পবিত্র নগরীতে যাব আমরা!
আমি নিশ্চিত
আমার এই পাগলামি ইচ্ছের কথা শোনামাত্রই
তুমি অনিশ্চিত যাত্রার কথা ভেবে জানতে চাইবে,
বছর শেষে এন্ড সার্ভিস বেনেফিটের টাকা শেষ হয়ে গেলে
চাকরির এই দুর্মূল্যের বাজারে
আবার কে এত ভাল চাকরি দিবে শুনি!
আমি হেসে বলব,
তোমায় নিয়ে নাহয়
আবার শুন্য হাতে শুন্য থেকে
শুরু করব আরেকবার
ঠিক যেমনটি করেছিলাম...
আমাদের গল্প শুরুর
সেই শুভ সূচনার দিনগুলোয়!
২১ শে মে, ২০২১ দুপুর ১২:৪৬
শিস্তালি বলেছেন: সুন্দর মনের ব্লগারের সু্ন্দর কমেন্টের জন্য ধন্যবাদ
২| ২১ শে মে, ২০২১ দুপুর ১:১৯
বিজন রয় বলেছেন: কবিতাটি পড়তে যেয়ে বড্ড সংকটে পড়লাম।
কখনো কবিতা মনে হলো আবার কখনো গদ্য।
কেন এমন মনে হলো?
সম্ভবতঃ অতি সহজভাবে বলতে চাওয়া।
২১ শে মে, ২০২১ দুপুর ২:২২
শিস্তালি বলেছেন: জ্বী ভাই কিছু লাইনে আমার নিজেরই মনে হয়েছে কিন্তু এরকম প্র্যাকটিস কি একেবারেই অগ্রহণযোগ্য তাহলে ভবিষ্যতে সতর্ক হব। ধন্যবাদ
৩| ২১ শে মে, ২০২১ দুপুর ২:৩৬
বিজন রয় বলেছেন: না না না, অগ্রহণযোগ্য তা বলতে চাইনি।
আমি এই কবিতার কয়েকটি বিষয় বলতে পারি, যে বিষয়গুলিতে আরো উন্নত করা যেত। কিন্তু বলবো না, বরং বলবো কবিতাটি আপনি আরো কয়েকবার পড়ুন, তাহলে অনুধাবন করতে পারবেন। আপনার নিজের ভিতর থেকে সেটা আসুক।
দেখুন..
বিল গেটস-মেলিন্ডাও প্রেম করে
আমাদের তাহসান-মিথিলাও প্রেম করে
আবার কুড়িল বস্তির সখিনা-দিদারও প্রেম করে।
সবারটাই কিন্ত প্রেম, তাই না? এবং সবারটা তার নিজের মতো এবং নিজের কাছে শ্রেষ্ঠ।
হা হা হা .... শুভকামনা।
২১ শে মে, ২০২১ দুপুর ২:৪৩
শিস্তালি বলেছেন: ভাই আমি পজিটিভলি নিয়েছি আপনার মন্তব্য। আমার ঠিক আগের পোস্ট খাদক কবিতায় আপনার সুচিন্তিত মতামত পেলে খুশী হতাম।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০২১ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।