নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুরে বেড়ানো, ছবি তোলা, সাইকেল চালানো আরো আনেক কিছু
"যারা হাতে বন্দুক নিয়েছেন, তাদের পাশে আমার থাকা উচিত। কিন্তু বন্দুকের জন্য আমি আমার ক্যামেরাকে ছেড়ে দিতে রাজি নই। আমি মনে করি, শিল্প এক বিশেষ বন্দুক। সব আইডিয়াও বন্দুক। অনেক লোকই আইডিয়া থেকে এবং আইডিয়ার জন্যই মারা যাচ্ছেন। আমি মনে করি বন্দুক হলো কার্যকর আইডিয়া এবং একটি আইডিয়া হলো তাত্ত্বিক বন্দুক। চলচ্চিত্র এক তাত্ত্বিক বন্দুক এবং বন্দুক হলো এক কার্যকর ফিল্ম। সৌভাগ্য ক্রমে আমার কোনো বন্দুক নেই। সৌভাগ্য, কারন আমার চোখ এত খারাপ যে, হয়তো আমি আমার সব বন্ধুকেই হত্যা করে বসব। আমার মনে হয় ফিল্মের ব্যাপারে আমার দৃষ্টি ততটা কম নয়। তাই ফিল্ম করাটাই বাঞ্ছনীয় মনে করি। - জঁ-লুক গদার, বিখ্যাত ফরাসি চলচ্চিত্র নির্মাতা।
©somewhere in net ltd.