নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
# কমলাপুর রেলওয়ে স্টেশনে সবেমাত্র মনুষ্য বোজাই একটি লোকাল ট্রেন এসে থামল, তো বাঙ্গালী স্বভাব সুলভ কে কার আগে ধাক্কাধাক্কি দিয়ে বের হবে তার মধ্যে লোহার বন্ধনী দিয়ে বের হওয়ায় সময় দেখলাম একজন ছোকরা মতন একজন মহিলাকে এমন ভাবে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে যেন তিনি প্রধান্মন্ত্রির খাস আয়া। তার গার্ড এর ঠ্যালায় আর কেউ এগুতে পারছে না। তক্ষনি একটা ডায়ালগ বেঁধে ফেল্লাম – Hey, What’s wrong, আজাইরা ঢঙ।
# বাড়ির পথে বাসে চলেছি, তো ভাড়া দেওয়ার সময় কন্ডাক্টর ছোকরা কে ২০ টাকার নোট দিলাম সে হিশেব মোতন ৫ টাকা ফেরত দিল, এবার আমার পাশে বশা কুমড়ো পটাশ জি কে ভাড়া দিতে বলল, সে তো এই দুনিয়ার সবচেয়ে ইম্পরট্যান্ট হেডম, বলা যায় প্রেসিডেন্ট এর একান্ত পয়নিশকাসন কর্মকর্তা, উনি তার সেমসাং এস ৭ ফোনে চান্দা ভেটকিরত ছেলে অ্যান্ড মেয়েদের ছবিতে সমানে হস্তমইথন দুঃখিত হস্ত ছালনা করিছেন। খুব কষ্টে আর বিরক্তি সমেত কৃপা করিয়া ১০টি টাকা বাহির করিয়া ছোকরা কে দিল। তার উঠা এবং যাবার দূরত্ত আ্মার ন্যায় সমমূল্যের, ছোকরা তার দিকে দৃষ্টি দিল এবং দৃষ্টি পাতের আগেই কুমড়ো পটাশ বলিল, ৫ টাকা কম আছে। ছোকরা আরেকবার ভাল করে তাকাল সঙ্গে আমিও, হাতে সেমসাং এস৭, হাতে কেসিও ঘড়ি, ব্যাগ টারগাসের, আবার ভাবে একান্ত পয়নিশকাসন কর্মকর্তা বেরেকেটে প্রেসিডেন্ট এর, তো তার ৫ টাকা কম হবে এই রহস্যের কুনো কুলা উদ্ঘাতন করা ছোকরার কাম্য নহে ভেবে সে মনে মনে মায়ের ভাল ছেলে গালি দিয়ে সামনের দিকে আগ্রশর হল। এখানে আমারত আসলে বলার বা ভাবার কিছু নাই, একবার আসলে বলতে ছেয়েসিলাম, আমি বেকার আর গরীব মানুষ, যদি চান তাহলে মাত্র ৫টি মূল্যবান টাকা আমি কি আপনাকে ফিতরা দিতে পারি !!
©somewhere in net ltd.