নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

একজন হুমায়ূন এবং আমার বসন্তবিলাপ

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

কে আমায় ডেকে নিয়ে যায় নীল
জ্যোৎস্নায়?
কেউ ডাকবে না
তবু যাব,
যেখানে তাঁর পদচারণা
হলুদ রোদে মিশে আছে
ধুলোবালি আর অক্ষরমালা
বইয়ের পাতায় ডানা ঝাপ্টায়...

চলে যায় বসন্তের দিন!
যাক না,
কেউ আর মনে করিয়ে দেয় না
তবু ভাবি,
লাল কৃষ্ণচুড়া আকাশে
আগুন লাগায়
বসন্ত আসে যায়,
আর একজন হুমায়ুন
জ্যোৎস্নায়, হলুদরোদ, বৃষ্টি আর
মেঘমালা নিয়ে কখনই
ভাবেন না!!

কপালের ভাঁজে
এক চিলতে রোদ্দুর
এলোচুলে খেলা করে
বেহায়া বাতাস!
কপালের টিপটা
ঠিক মত লাগানো হয়নি,
বাঁ দিকে হেলে গিয়েছে।

অনেক গুলো রুপা, মীরা, তিথিরা বসন্তের
আহবানে আঁচল বিছিয়ে দিয়েছে,
এখানে মীরারা শাড়ি পড়ে,
রুপার কপালে প্রতিমার মত টিপ আর
তিথিরা সুযোগ পেলেই নীল তোয়ালে মুখ
ঢাকে....
শুধু একজন ই এইসব নিয়ে আর ভাবেন না!
বসন্ত ডাক দিয়ে যায়,
তিনি ঠিক করেছেন
"আজ আমি কোথাও যাবো না"!

দিগন্ত জুড়ে হলদে রোদের লুকোচুরি আর
ঝিরিঝিরি বাতাসে
বসন্তের আহবান।

আচমকা দুয়েক
ফোঁটা বৃষ্টি নামতে পারতো
অথবা তিনি পারতেন
ভেজা পাঞ্চাবী গায়ে
লেপটে থাকা স্যাতস্যাতে অনুভূতি উপেক্ষা স্বরুপ
এক কাপ চা,
ফুটপাতে চিনাবাদম বিক্রেতার উত্তপ্ত বালির মাঝে লুকিয়ে থাকা জীবনটা অর্থবহ
মনে হত।
তিনি আর এসব নিয়ে ভাবেন না,
তিনি ভাবতেন।
রেখে গেলে শুধু, রোদন ভরা এ বসন্ত....

॥ গত বসন্তে লেখা...প্রিয় হুমায়ূন
আহমেদ কে সামান্য লেখার মাধ্যমে অসীম
শ্রদ্ধা! ভালো থাকুন জাদুকর...

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

হাবিব০৪২০০২ বলেছেন: +++

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মোবাইল থেকে আলাদাভাবে জবাব লেখার অপশন খুঁজে পাচ্ছিনা... ব্যাকডেটেড অথচ ভীষণ প্রিয় মুঠোফোন থেকে আপনাদেরকে অসংথ্য ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার এক পাঠকের মনের রাজা
তার আত্মায় আজ শুধুই শান্তি কামনা

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!!

+++++

তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ আপনাকে

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.