নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
বিদ্রোহ হোক
ভাতের থালায়
খসে পড়া এক
মাথার চুলে!
বিদ্রোহ হোক
খুন্তি হাতে
ছোট্ট মেয়ের
ছোট্ট ভুলে!
বিদ্রোহ হোক
বাড়তি ভাড়ায়
বাড়লো ভাড়া
মাত্র চার!
বিদ্রোহ হোক
কলার চেপে
কিল ঘুষি আর
বেদম মার!
তোমার আমার বাংলাদেশে
বিদ্রোহটা বাঁচলো ঐ
সকাল বিকেল
সন্ধ্যে রাতে
নেপোই যে খুব
খাচ্ছে দই!
০২.০৭.১৩
ঘাম ঝড়ানো শরীর গুলো
কুচকুচে গা ভিজছে ঘামে
তবু আমি ছন্দ খুঁজি
বার্তা পাঠায় রঙ্গীন খামে।
রোদের তেজে স্বপ্ন পোড়ে
পুড়তে থাকে মাথার চুল
তবু আমি ভীষণ রোখা
রোদকে বানায় মেঘের ফুল।
কপাল বেয়ে টপটপিয়ে
ঝড়ছে কেবল নোনতা জল
গামছা টা কেই ভরসা করে
মোড়ের পাশেই জলের কল।
মোড়ের দোকান ভীষণ ছোট
চিনির খোঁজে পিঁপড়ে দল
চায়ের কাপে চুমুক দিয়ে
ভিজবে জীবন, ভিজবি চল!
এবার তবে বৃষ্টি নামুক
ঘামতে থাকুক মেঘের চোখ
তুমুল জোরে ভিজতে থাকুক
স্বপ্নবাজের স্বপ্নলোক।
৯ই জুন ২০১৩
©somewhere in net ltd.