নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

গল্পটা কাল্পনিক নয়

২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭

মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে বুড়ো মানুষটি উঠে দাঁড়িয়ে বললেন,
আম্মা বসো। কিশোরী মেয়েটি অবলীলায়
বসে পড়লো সিটে, সংকোচহীন... যেনো এটাই তার প্রাপ্য ছিলো।
উপেক্ষা করলো বয়স্ক দাঁড়িয়ালা বাবার বয়সী মানুষটাকে। বলা যেত,
না চাচা আপনিই বসুন।কানে ইয়ারফোন লাগিয়ে ধন্যবাদ জানানো হয়ত
বেমানান...মিউজিকের তাল কেটে যায়!

আমি ঠিক পেছনের সিটে। বুড়ো মানুষটিকে বসতে বললাম।
তিনি বললেন, 'না বাবা থাক...তুমি বসো, আমি সামনেই নেমে যাবো'।
আমি আর মাথা না ঘামিয়ে ঝাল
মাখানো চিনাবাদাম খাওয়ায় মন দিলাম।
নিয়ন আলোয় ঢাকা শহর... একটার পর
একটা ল্যাম্পপোস্ট পেরিয়ে যাচ্ছি,
পাঁচটাকার চিনাবাদাম শেষ হওয়ার পথে।

বুড়ো মানুষটা দাঁড়িয়েই আছেন। ভার্সিটি পড়ুয়া মেয়েটির
কানে ইয়ারফোন... প্রতিটি তাল ধরার চেষ্টারত! আজকালকার হিন্দি মিউজিক গুলো 'সেইরকম জোস'।

আমি বললাম, চাচা বসুন! বুড়ো মানুষটির
একই উত্তর। সামনেই নেমে যাবে...
কপাল বেয়ে ঘাম গড়িয়ে দাঁড়ির অগোচরে মুখ ঢাকে...
হয়ত লজ্জায়।

গন্তব্যের বেশ কিছুটা আগেই আমি নেমে পড়লাম। ঝিরিঝিরি কয়েক
ফোটা বৃষ্টি...খারাপ না। নিয়ন আলোয় আলোকিত রাস্তা... আমার যান্ত্রিক
শহর... কথনো আবেগময়।

আমি হাঁটছি...হাঁটাটা জরুরী,মেদ জমেছে। এই বয়সে বুড়িয়ে গেলে চলবে না, মাজা শক্ত করে দাঁড়াতে হবে... সন্তানতুল্যদের বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকতে শিখতে হবে।

আমি বরং হাঁটি... হাঁটতে হাঁটতে স্ট্যাটাস রেডি করি।
বুড়ো মানুষটা হয়তো এখনো দাঁড়িয়ে আছে... হয়ত সামনেই নেমে যাবেন। মেয়েটার কানে হেডফোন...চমত্‍কার চমত্‍কার গান একের পর এক বেজেই চলেছে। হয়ত মুঠোফোন সংসার সাজাচ্ছে... সংসার ভাঙ্গছে। টিভি, ফ্রীজ, পিসি, আলমারী, এটাচড বাথরুম...গোলাপী রংয়ের বেডসীট, আকাশী বেডরুম... ছোট বাবু, বাবুর বাবার লাল টাই, চকচকে জুতো... হাতাকাটা মেক্সি, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, কিচেন,সোফা.... সুন্দর পরিপাটি সংসার। যে সংসারে সব ই থাকবে, শুধু বাবার বয়সী কোন বাবা থাকবে না।

বিঃদ্রঃ গল্পটা কাল্পনিক নয় ।

উংসর্গঃ সকল বাবাদের যাঁরা সন্তানসমতুল্যদের বসিয়ে রেখে আজীবন ঘাম ঝড়িয়ে গেলেন।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

মানুষ বলেছেন: হুম

২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম..

আপনার লেখা বন্ধ কেন?

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন।

২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই.. লেখা টা পুরনো। বহু মাস পর ব্লগে আসলাম। শুধু শিরোনাম বদলিয়ে পোষ্ট করেছি

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

প্রণব চক্র বলেছেন: ... খারাপ না ... .. ..মাজা শক্ত করে দাঁড়াতে হবে... সন্তানতুল্যদের বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকতে শিখতে হবে। ... ... :( :(

২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই.. লেখা টা পুরনো। বহু মাস পর ব্লগে আসলাম। শুধু শিরোনাম বদলিয়ে পোষ্ট করেছি

৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

রিফাত হোসেন বলেছেন: +++

২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই.. লেখা টা পুরনো। বহু মাস পর ব্লগে আসলাম। শুধু শিরোনাম বদলিয়ে পোষ্ট করেছ.. ভালো থাকবেন

৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪

আজকের বাকের ভাই বলেছেন: ভালো লাগল।
বোধ হবার পর থেকেই যেই মানুষটিকে বিরতিহীন ভাবে খেটে খাওয়াতে দেখছি, আল্লাহর রহমতে আগামী বছর থেকে তাকে কিছুটা বিশ্রাম নেবার অনুরোধ জানাতে পারব বলেই আশা করছি।

তারা আছেন বলেইতো আমাদের কাণে হেডফোন আছে।

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গত দু বছর আগে রোজার ঈদের চাঁদ দেখার সময় একটা বিষয় খেয়াল করেছিলাম।
ছোট বেলায় ঈদের চাঁদ গুলো আব্বা দেখিয়ে দিতেন... সেইবার ব্যাতিক্রম হয়েছিলো। নারিকেল গাছের ডালের উপর দিয়ে আব্বা কে চাঁদ দেখিয়ে ছিলাম আমি! গর্বিতবোধ করেছিলাম, বড় হয়ে গেছি ভেবে... কিন্তু পরক্ষনেই মনটা খারাপ হয়ে গেলো... ঝাপসা চোখে চাঁদ টা হঠাত অস্পষ্ট হয়ে গেলো, আব্বা বুড়ো হয়ে গেছেন।

হয়তো আমিও বাবা হবো, বুড়ো হবো! ছেলে আমাকে চাঁদ দেখিয়ে দেবে।
আমি হাঁটতে গিয়ে হোঁচট খেলে ও তখন বলবে, বাবা হাত টা ধরো!!

৬| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২০

দীঘল গঁাােয়র েছেল বলেছেন: সন্তানতুল্যদের বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকতে শিখতে হবে। আমরা মানুষ হবো কবে?

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বড় হচ্ছি, বুড়ো হচ্ছি...আমরা মানুষ হবো কবে?

৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

কলমের কালি শেষ বলেছেন: খারাপ লাগলো ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি ভালো থাকবেন .....

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

তুষার কাব্য বলেছেন: এরকম প্রায়ই দেখা যায় আমরা বয়স্ক একজন কে পাশে দাঁড়ায়ে রেখে দিব্বি বসে কানে এয়ারফোন গুজে পা নাচাচ্ছি,খুব বাস্তবসম্মত লেখা...বিবেক বিসর্জন দিয়ে বড় হচ্ছি শরীরে, মনে তো নয়...

০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর পরিপাটি সংসার। যে সংসারে সব ই থাকবে, শুধু বাবার বয়সী কোন বাবা থাকবে না। :(

৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: কি বলবো বুঝতে পারছি না ! পোষ্টে ভালোলাগা জানিয়ে গেলাম ভ্রাতা +


ভালো থাকবেন অনেক ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বলেই বা কি হবে ভ্রাতা .. আপনি ভালো থাকবেন অনেক ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

ডি মুন বলেছেন: আমি হাঁটছি...হাঁটাটা জরুরী,মেদ জমেছে। এই বয়সে বুড়িয়ে গেলে চলবে না, মাজা শক্ত করে দাঁড়াতে হবে... সন্তানতুল্যদের বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকতে শিখতে হবে।

খুব চমৎকার বলেছেন।

মেয়েটার কানে হেডফোন...চমত্‍কার চমত্‍কার গান একের পর এক বেজেই চলেছে। হয়ত মুঠোফোন সংসার সাজাচ্ছে... সংসার ভাঙ্গছে। টিভি, ফ্রীজ, পিসি, আলমারী, এটাচড বাথরুম...গোলাপী রংয়ের বেডসীট, আকাশী বেডরুম... ছোট বাবু, বাবুর বাবার লাল টাই, চকচকে জুতো... হাতাকাটা মেক্সি, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, কিচেন,সোফা.... সুন্দর পরিপাটি সংসার। যে সংসারে সব ই থাকবে, শুধু বাবার বয়সী কোন বাবা থাকবে না।


বয়স্ক মানুষদের সম্মান করার ভদ্রতাটুকু সমাজ থেকে প্রায় বিদায় নিয়েছে। তবু যেহেতু গল্পটা কাল্পনিক নয়, তাই যে ছেলেটি বয়স্ক লোকটির জন্য আসন ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে স্ট্যাটাস রেডি করছিল, তাঁকে সম্মান দেখাতে পোস্ট প্রিয়তে নিলাম।

ভালো থাকবেন।
শুভেচ্ছা নিরন্তর।

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই বয়সে বুড়িয়ে গেলে চলবে না, মাজা শক্ত করে দাঁড়াতে হবে ।

ভালো থাকবেন।

ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যাক !

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

তিথীডোর বলেছেন: খুব ভালো লাগলো!

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন আপনি

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.