নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

জলাভাবে মরা কবিদের শোকে...

২২ শে মে, ২০১৮ সকাল ১১:৫১

আপনার বিক্ষিপ্ত চিৎকার অক্ষর মালার সোচ্চার জনরোষ
অবলীলায় হাওয়ায় মিলিয়ে যায়।
বাতাস ভারী হয় না
কাগজে কমলে গুটিকয়েক অর্বাচীন শব্দ
ঘুমোট হয়ে পড়ে থাকে ঘরের এক কোণে।

দিস্তা দিস্তা কাগজের নিদারুণ অপচয়
অথবা বলা যেতে পারে মনন আর মস্তিস্কের কাগুজে ব্যবহার,
দুটোই ঠিক ভেসে গেলো বানের জলের মত।

আপনি কি ভাবছেন?
আপনি ঘরের কোণে পচতে থাকা ক্ষেপাটে কবি,
আপনার বোধ আপনার চেতনার আক্ষরিক আন্দোলন,
নিতান্ত ই মূল্যহীন আধুনিক গনতন্ত্রে...

এভাবে ভাসতে ভাসতে, ঘরের কোণে পচতে পচতে
প্রতিনিয়ত খুন হন, রাজপথে নিহত পংক্তিমালার মত।
আপনার জমাটবদ্ধ আক্ষেপ,
কুরে কুরে খায় ভিতরে ভিতরে।

যা চেয়েছিলেন পেলেন কিছু?
শুধু শেওলা জমে আপনার শরীরে,
তবুও কি থেমেছেন?
কলমের ভাষা অনড় থেকেছে, আপনার শরীরের দিকে চেয়ে চেয়ে।

এই লেখাটি যখন লিখছি
আরেকজন কবির মৃত্যূ হলো
মৃত্যূর আগ মুহুর্তেও তাঁর কলম থামেনি,
অতঃপর কবিটি মারা গেলেন... অনাহারে নয়, জলাভাবে।




১৭ই জুন‘ ২০১২
ভেড়ামারা, কুষ্টিয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকবেন

২| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:০৫

কাইকর বলেছেন: আহা.... অতি চমৎকার। খুব ভালো লিখেছেন। প্রেমে পড়ে গেলাম আপনার কবিতার। ধন্যবাদ আপনাকে।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকবেন
অনেকদিন বাদে পোস্ট করছি পুরাতন লেখা গুলো। নতুন আর লেখা হয়না।

৩| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:১০

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লিখেছেন।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক ভালো থাকবেন।

৪| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কেমন আছেন আপনি ? ধন্যবাদ আপনাকে। অনেক ভালো থাকবেন।

৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ঝোমবৃষটিতে ঘরের কোণে বসে কবিতা পাঠ করে ভালো লাগলো।

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি আপনার কবিতা গুলো পড়ি। মন্তব্য করা হয়না।
প্রত্যুত্তরের পরে ' কবিতাটার ফ্যান আমি। ভালো থাকবেন।

৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ওটাই আমার একমাত্র কবিতা । :)

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বলেন কি !!
আর বাকিগুলো ??

৭| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আর বাকি গুলো অন্য কবিতা। :)

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমমম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.