নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
একদিন আমিও হাঁপাতে হাঁপাতে
কুকুরের মত জিহবা বের করে বসবো
শুকনো পুকুর ধারের পাতাঝরা জামগাছের নিচে
সুশীতলতা আর পানির আশায়।
একদিন অদ্ভুত নিয়মের ফাঁদে নেতিয়ে পড়বে
আমার শ্রান্ত শরীর , ধীরে ধীরে
মাটিতে উর্বরতা বাড়াবে
মিশে যাবে জাম গাছের শিকড়ে- প্রশাখায়
নরম মাটি ভেদ করে শেষ রস টুকু শুষে নেবে
শুকনো তৃষিত পুকুর।
একদিন হঠাৎ করেই ফুরোবে না দিন
সময় আটকাবে না নিয়মের ফাঁদে
বিকেলের সোনালী রোদ দীর্ঘক্ষণ
ঝুলে থাকবে পশ্চিম আকাশের কোনায়।
একদিন সেই জাম গাছের শাখায় শাখায়
উচ্ছল প্রাণচঞ্চলতা দেখা দেবে পাতাদের
ভরা পুকুরের শীতল পানিতে
প্রতিফলিত হবে সুবিশাল
সবুজের ছায়া।
আমি কি তবে ধরে নেব
মানুষের মরা নিথর দেহ বিফলে যায়না
পৃথিবীর বিকাশতায় নিজেকে উজাড় করে
মাটি থেকে মাটিতে।
দিনের এই শেষ বেলায় কমতে থাকে
বিকেলের সোনালী রোদ
শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান লিখতে লিখতে
মানুষ অবশেষে খুঁজে পায়
অসীমের ঠিকানা।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমাদের ভাবনা , চেতনা , নিথর দেহ কোনো কিছুই বিফলে যাবে না কবি।
২| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬
ইসিয়াক বলেছেন: কি হয়েছে কবি ? কোনো কারনে মন খারাপ ?
কবিতা ভালো লেগেছে।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন খারাপের হাজারটা কারণ। তবে বেশ কিছুদিন ধরে একটা কারণ খুব ঝামেলা করছে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫
কিরমানী লিটন বলেছেন: গভীর উপলব্ধির নান্দনিক প্রকাশ। ভালোলাগা খুব।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালো থাকবেন।মন্তব্যে ভালো লাগা।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: অপ্রিয় হলেও শাশ্বত সত্য।
একদিন আমার জীবনঘড়ি কোনো অপ্রিয় মুহূর্তকে সাক্ষী করে থেমে যাবে।
০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সেই নিথর দেহ থেকে নতুন প্রশান্তির জন্ম হবে। বৃথা যাবে না।
বিকেলের সোনালী আলো দীর্ঘক্ষণ দেখতে না পারার আক্ষেপ বেড়ে যায় শুধু।
পাঠ আর মন্তব্যে ভালোবাসা নিন। ভালো থাকবেন।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২
ল বলেছেন: বহমান জীবন থেমে যায়
যে হারায় কেউ কি তারে খুজে হায় পুরানো কথায়....
ভাবের কবিতা, ভাবুক কবিতা, গভীরের কবিতা৷ গভীরতম প্রজ্ঞার কবিতায় মুগ্ধতা।।।।
ভালো থাকুন।।
দীঘায়ু কামনা করছি।।।
০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ওগো নদী, ওগো পাখি,
আমি চলে গেলে আমারে আবার ফিরিয়া ডাকিবে নাকি!
ভালো থাকুন আপনি। মানুষের নিথর দেহে প্রকৃতি বিকশিত। বৃথা যায় না কিছুই।
ভালো থাকবেন নিরন্তর।নেতিয়ে পড়ার আগে ছোট্ট একটা আর্তি - রাশিয়ান শৈশবের বইগুলোর মত আমার নিজের একটা বই থাকবে বালিশের পাশে। অনেক ধন্যবাদ আপনাকে। কেন জানি আজ ভালো লাগছে না।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার রাশিয়ান গল্প কবিতাগুলো খুবই প্রয়োজনীয় ও দরকারী পোষ্ট। আমি উদয়নের পাঠক ও গ্রাহক ছিলাম।
০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রাশিয়ান বই গুলো আমার সম্পদ। আমার শৈশব কে শক্তিশালী আর স্মৃতিময় করেছে। আমার লেখায় আকুতি গুলো সব শৈশব কে ঘিরেই। ভালো থাকবেন শ্রদ্ধেয় ব্লগার।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮
ল বলেছেন: ছোট্ট একটা আকুতি,,
মন খারাপ করে কোন লাভ হবে বলো?? তার চেয়ে এসো জীবনের কথা বলি।।। এক পৃথিবী লিখে যাই।।।
বেশি করে লেখুন।।। মন খারাপ হলে বড় লেখক হওয়া যায়।।।
০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। কবিতাটা একটু বাড়িয়ে দিয়েছি। পড়ে দেখতে পারেন।
ভালো থাকবেন। শুভকামনা।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯
ল বলেছেন: শেষ চার লাইন -- জটিল।।।
অসীমের সীমানায় বিদ হয়।।। এটাই মানুষ।।
০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষের কয়েক লাইন হুট করেই মাথায় এলো। কিংবা কে জানে , এই কয়েক লাইনের জন্য ই হয়তো কবিতাটা লিখতে বসেছিলাম।
ধন্যবাদ জানবেন আবারও ।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি কি তবে ধরে নেব
মানুষের মরা নিথর দেহ বিফলে যায়না
পৃথিবীর বিকাশতায় নিজেকে উজাড় করে
মাটি থেকে মাটিতে।
এই দিনের শেষ বেলায় কমতে থাকে
বিকেলের সোনালী রোদ
শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান লিখতে লিখতে
মানুষ অবশেষে খুঁজে পায়
অসীমের ঠিকানা।
------------------------সাবাস------------------------
০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্যার আপনার লেখা শেষের কয়েকটা কবিতা আমাকে খুব ভাবিয়েছিল।
আমার আক্ষেপ থেকে যাবে একটা -- সামুর অনেক প্রিয় মানুষদের সাথে হয়তো কোনদিন দেখা হবে না। ধরে নিতে পারেন আপনি তাঁদের ই একজন। ভালো থাকবেন।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
স্বপ্নবাজ সৌরভ ভাই,
দুর গ্রামের মাটির সড়ক পথে ক্লান্ত হেটে চলেছেন সন্ধ্যার আগে আগে পৌছোতে হবে, ক্লান্ত পথে পথ চলায় পাশে যদি আরেকজন ক্লান্ত পথিক সঙ্গী পেয়ে যান, ভেবে নেবেন সেটিই আমি।
০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: "ফেলে আসা পথ বেয়ে দুজনের মিলনাস্থলে
থমকে যায় সময় , থেমে যায় মুহূর্তের হিসেব !" -------- অপেক্ষায় রইলাম ! ভালো থাকবেন নিরন্তর।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব ভাই। অসীম শুভকামনা।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: শেষের স্তবকটা খুব সুন্দর হয়েছে।
কবিতায় প্লাস + +
০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ স্যার। আমি কিন্তু আপনার মন্তব্যের আশায় থাকি।
কবিতায় প্লাস দেখে খুব ভালো লাগছে। ভালো থাকবেন আপনি।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১০
সাইন বোর্ড বলেছেন: কত দিনই তো চোখের সামনে ফুরিয়ে যাচ্ছে, তবু আমরা কি তা থেকে কোন শিক্ষা নিতে পারছি ? ভাবনা, প্রকাশ এবং সর্বপরি কাব্যিকতা অসাধারন লেগেছে ।