নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

একজন কবির অভিমান কিংবা আক্ষেপ.....

১৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪২



ব্লগ আমার আবেগের বীজতলা। কিন্তু দূর্ভাগ্য! আমার আঁতুরঘরে আমি নিষিদ্ধ। খুব- খুবই কষ্ট হয় ভাবলে।

আসলে আমি ব্লগকে আমার ভাবলেও। ব্লগ তা ভাবে নি। নইলে যে *** ****কে ব্লগ জন্ম দিল- তাঁর পিছলে পড়ার কথা- ভাবার একজন সহব্লগারও জুটে নি। কেন এই আড়াল- কেউ সে প্রশ্ন করে নি কোনদিন। মাইরি বলছি- আপনিই প্রথম জানতে চাইলেন। আমি ব্লগে নেই কেন?

একটা গল্প বলি- অনুগল্প! সামুবাসীকে উদ্দেশ্য করে। সুযোগ হলে শেয়ার করবেন সামুতে...


" গত বছর এই দিনে আমার গালে অনেক ব্রণ ছিল। আজকাল যখন কেউ জিজ্ঞেস করে, "ব্রণ গেল ক্যামনে? আমার তো যায় না!"
আমি বলি, "তোমার কি খুব অভাব যাচ্ছে?"

অভাব বড় অপেক্ষিক বিষয়।
অভাব এলে কেউ তখন নাম ধরে ডাকে না। অভাব এলে অনিদ্রায় চোখের নিচে কালি জমে। অভাব এলে কেউ তাকায় না চোখের দিকে। চোখ ভরা বিস্ময় নিয়ে কেউ জিজ্ঞেস করে না, "গালে এত ব্রণ কেন?" বন্ধু স্বজন নিকটজন- তখন ভিখারিকে শিকারী ভপবপ- এড়িয়ে যায়।

গালের ব্রণেরা অভাবের মতোই একান্ত নিজস্ব। একসাথে তারা রাত জেগে রয়, তারপর রাত জাগবার প্রমাণ হয়ে ফুটে ফুটে থাকে দিনের আলোয় সমস্ত অস্তিত্ব জুড়ে।

প্রিয় সামু,
যেদিন তোমার গালের দিকে তাকিয়ে থাকবে অগণিত চোখ, যখন তোমার সামান্য একটা ব্রণ, সামান্য একটু অভাব ও বিষণ্ণতা সবার নজর কাড়বে,
শোনো বন্ধু , সেদিন তোমার গালে আর ব্রণ থাকবে না।"

তাই নিজের সবচেয়ে কুৎসিত সময়েও এক গাল ব্রণ নিয়ে আয়নায় তাকিয়ে তুমি নিজেকে ভালোবাসবে। কারণ গালের ব্রণ এবং লোকের অবহেলা কোনোটাই চিরদিন থাকে না গো...!!



.........
আমি হারিয়ে যাওয়া মানুষদের খুঁজি। কারণ আমি নিজেকেই হারিয়ে খুঁজি।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: হ আপনি ত ঠিক কথায় কয়েছেন হারানো জিনিস আর ফিরে পাওয়া যায় না সেজন্য খুজেও লাভ নেই
বিজয়ের শুভেচ্ছা রইল সৌরভ দা

১৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খুঁজে পাওয়া যাবেনা বলিনি। কবি নিশ্চয়ই ফিরে আসবেন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



'গালে ব্রন' ইত্যাদি বাদ দিয়ে পরিস্কার বাংলায় বলেন, আপনি কি বলতে চেয়েছেন; যেভাবে লিখেছেন, ইহাতে তেমন কিছু বুঝা যাচ্ছেনা।

১৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমিও বুঝিনি। লেখাটা আমার না। আমি আশাকরি যিনি লিখেছেন তিনি ফিরে এসে উত্তর দিবেন।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:




আপনি না বুঝলে, ২য় শ্রেণীর বাচ্চার লেখা থেকেও নীচুমানের কয়েক লাইন লেখা ব্লগে দিচ্ছেন কেন?

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি বুঝলেও কেন জানি ভালো লেগেছে। এমন কিন্তু হয়। তবে আমি লিখলে একটু অন্যভাবে লিখতাম। লেখকের অনুভূতিটা ধরার চেষ্টা করছি। তাই শেয়ার করা।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

জ্যাকেল বলেছেন: আমি আপনার জগতের কেউ নই তবে সামুতে আপনাকে দেখতে খুব ভাল লাগত সেই কালে। এখন সেই নদীর সেই পানিও নাই, বাহারি রকমের নৌকার মেলাও নাই। তাই বলে নদীকে ভালবাসা বাদ দিয়ে দিতে হইবে?

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি সামুর সবাইকে ভালোবাসি। আপনি ভালো থাকবেন।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

জুল ভার্ন বলেছেন: আমাদের এক যুগের ভার্সুয়াল বন্ধন। শুভ কামনা।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি সবাইকে ভালোবাসি প্রিয় জুল ভার্ন। আমার প্রিয় মুখ গুলো নিশ্চয়ই ফিরে আসবে।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আর কয়েকটাদিন খারাপ থাকবো তারপর আর থাকবো না।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৮

জ্যাকেল বলেছেন: @চাঁদ্গাজী

আপনি নিজেকে কি মাস্টার মনে করেন যে আপনার না বুঝলে চলবে না? আপনার সীমিত জ্ঞান নিয়ে ব্লগিং করতে আসছেন কেন? আমি তো উনার ব্লগ পোস্টের মর্ম সহসাই বুঝতে পারলাম। আপনার বুঝতে না পারা অন্যের অক্ষমতা জ্ঞান করেন কেন?
আরো শিক্ষিত হয়ে ব্লগিং করা উচিত। এত ফাউল ব্রেইন নিয়ে ব্লগ পড়া/মন্তব্য উচিত না।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫০

অধীতি বলেছেন: বুঝতে পারলাম না মূলকথা। তবে কোন অভিমানের যায়গা থেকে বুঝানো হইছে।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি আভিমান ভুলে ব্লগে ফিরবেন সেই ব্লগার। শেয়ারের জন্য ধন্যবাদ সৌরভ !

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:১৫

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




তেমন কবিরা অভিমানী-ই হয়। বাটার মোড় থেকে তেলকলের গলি পেরিয়ে সে অভিমান করে হারিয়ে যায় জনারণ্যে। আবার সে ফিরেও আসে এই বাংলায়। গুলিস্থানের মোড়ে তাকে দেখা যায় রোদচশমা কিনতে। অভাবের প্রখর আলো থেকে বাঁচতে তার একটা রোদচশমার বড্ডো দরকার .....বড্ডো দরকার ............

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিমান ভেঙে কবি ফিরে আসুক। রোদ চশমায় মুখ থেকে ফিরে আসুক .... এই শহরে কবিদের বড্ড দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.