নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমার Prediction বলছে এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে...

০৩ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩২



গত রাতে ব্রাজিলের খেলা দেখে আশাহত হয়েছি। ব্রাজিলের মত দলের কাছে এটা কাম্য ছিল না। এটা ঠিক আছে যে বেশ কিছু প্লেয়ার কে বসিয়ে রেখেছে। তারপরেও জেতা উচিত ছিল।
নেইমারের শূন্যতা বোঝা যাচ্ছে। ইনজুরি থেকে ফিরেও ভালো করতে পারবে না। পরের রাউন্ডে হয়তো কোরিয়ার সাথে জিতবে লড়াই করে। নেইমার অনিশ্চিত। হয়তো কোয়ার্টার ফাইনালে খেলতে পারে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হতে পারে ক্রোয়েশিয়ার সাথে। ক্রোয়েশিয়া অনেক গোছালো এবং শক্তিশালী দল। ব্রাজিল সম্ভবত ওই ম্যাচ হেরে যাবে।

আর্জেন্টিনার স্পিরিট দিন দিন বাড়ছে। শেষ ম্যাচটা মনে রাখার মত।
আজ অস্ট্রেলিয়ার সাথে আরামেই জিতবে। হতে পারে ২-০।
কোয়ার্টার ফাইনালে তাদের পরীক্ষা দিতে হতে পারে। ২-১ জিতে যাবে।

আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা ফ্রান্সের সাথে। এইবার আর্জেন্টিনা জিতবে। মেসির হাতে কাপ উঠবে।

আমার Prediction সেটাই বলছে ...

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: না। বিষয়টা এত সোজা না।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কিন্তু মন বলছে। দেখা যাক।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৫

শাহ আজিজ বলেছেন: এবার পাশা উল্টে না যায় ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আর্জেন্টিনার বাঁধা এখন নেদারল্যান্ডস । সেমিতে পাবে ক্রোয়েশিয়াকে। ফাইনালের পথ সুগম।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৫

কেকিমন্তব্যকর্লেন্তাদেখতেএলাম বলেছেন: ব্রাজিলই হবে

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হলে তো ভালোই হত !

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:



ইউরোপ ও দ: আমেরিকার সব দলের খেলার মান কমেছে; জানপ্রাণ দিয়ে খেলেছে জাপান, কোরিয়া ও মরক্কো।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মরক্কো আবার স্পেন কে না হারিয়ে দেয়। এরা নজর কেড়েছে। ল্যাটিন শৈল্পিকতা আর নাই। ব্রাজিলের বর্তমান অবস্থায় দঃ করিয়ে সাথে জেতা কঠিন। জাপান ভালো খেললেও ক্রোয়েশিয়ার সাথে হেরে যাবে।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৮

জুল ভার্ন বলেছেন: এশিয়া আফ্রিকার কোনো দেশ চ্যাম্পিয়ন হলে ভালো লাগতো।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আর্জেন্টিনা /ফ্রান্স/ইংল্যান্ডের বাইরে কাপ যাবে না।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি খাওয়াবেন ?

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সব হিসাবে বাইরের জিনিস।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

তা ঠিক!

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:



ব্রাজিলের লাস্ট ম্যাচে এত খারাপ খেললো কোথায়? গোলটাই হয়নি শুধু,ওরা ৪ হলুদ/১ লাল কার্ড দেখেছে ব্রাজিলকে আটকে রাখতে।

আর্জেন্টিনাকে মেসি যেভাবে মৃত্যুকূপ থেকে ছো মেরে নিয়ে এসেছে মেক্সিকো ম্যাচে, হতে পারে তবে নেদারল্যান্ডস এবারের টুনার্মেন্টে সাইলেন্ট কিলার হবে কিনা বুঝা যাচ্ছে না।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

গাব্রিয়েল মার্তিনেলিকেই শুধু খেলতে দেখলাম। তবে সম্পূর্ণ টিম ভালো কিছুর আশা রাখে। নেইমারের ইনজুরি বিরাট বাধা।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১২:২২

শূন্য সারমর্ম বলেছেন:


মূল একাদশ না নামিয়েই'জেসুস/টেলিসের বিশ্বকাপ শেষ'একদশ থেকে দানিলো, সান্দ্রো ব্যাক করলে হয়; দেখা যাক।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমি ব্রাজিলের সাপোর্টার। ইনজুরির থেকে সবাই ব্যাক করুক।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: নেদারল্যান্ড ভালো খেলছে খুব। তবে ব্রাজিল বিশ্বসেরা দল। ব্রাজিলেরর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি । ইংল্যান্ড দারুন খেলছে। এবার অঘটনের বিশ্বকাপে এশিয়া আফ্রিকা তারা কিন্তু অঘটন ঘটিয়ে যাচ্ছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্রাজিল ভালো খেললে আর্জেন্টিনার সাথে সেমিফাইনাল। তবে নেদারল্যান্ডের সাথে আর্জেন্টিনার একটা পরীক্ষা দিতে হবে পারে।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কি খাওয়াবেন ?
বাতাসা, নিমকি আর হাওয়াই মিঠাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাতাসা হাওয়াই মিঠাই বাদ দেন। রসগোল্লা আর নিমকিতে আছি। ঢাকাতে ভালো রসগোল্লা কোথায় পাওয়া যাবে?

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০০

মুজাহিদুর রহমান বলেছেন: ফুটবলে সবকিছুই অনিশ্চিত। ব্রাজিল, ক্রোয়েশিয়ার কাছে হারবে বলে ধরে নিয়েছেন। কিন্তু তার আগে ক্রোয়েশিয়াকে তো রাউন্ড অফ ১৬ এ জিততে হবে, যেখানে তাদের প্রতিপক্ষ জাপান। আর এই জাপান কিন্তু গ্রুপ পর্বে জার্মানী ও স্পেন এর মত দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ ১৬ এ পা রেখেছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

সোজা হিসেবে অনেকেই ধরে নিচ্ছে জাপান জিতবে। কিন্তু আমার মন বলছে ক্রোয়েশিয়া জিতবে। দেখা যাক।
যদি জাপান জিতেই যায় তাহলে ব্রাজিল জাপান কে হারিয়ে সেমি ফাইনাল খেলবে।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৩

মুজাহিদুর রহমান বলেছেন: লেখক বলেছেন:

সোজা হিসেবে অনেকেই ধরে নিচ্ছে জাপান জিতবে। কিন্তু আমার মন বলছে ক্রোয়েশিয়া জিতবে। দেখা যাক।
যদি জাপান জিতেই যায় তাহলে ব্রাজিল জাপান কে হারিয়ে সেমি ফাইনাল খেলবে।

হিসাব এত সহজ না ভাই। ব্রাজিল যে জাপানের বিপক্ষে জিতবে তারও কোন গ্যারান্টি নেই। তবে আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। আপনি ব্রাজিলের সাপোর্টার হওয়ায় ব্রাজিল হারলে যেন কষ্ট না পান তাই আগে থেকেই ব্রাজিল হারবে বলে ধরে নিয়ে মনকে শক্ত করতে চাচ্ছেন। আমারও মনে হচ্ছে এইবার ব্রাজিল কাপ নিতে পারবে না (আমিও মনকে শক্ত করছি আর কি)। :P :P :P

০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একেবারে ঠিক বলেছেন। আজ নেইমার খেলবে। তবুও আমার পা কাঁপা শুরু হয়ে গেছে।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

ফুয়াদের বাপ বলেছেন: দ্বিতীয় রাউন্ডে -
জাপান-ক্রোশিয়ার মধ্যেকার খেলায় জাপান জিততে পারে
পুর্তুগাল-সুইজারল্যান্ডের মধ্যেকার খেলায় পুর্তূগাল জিততে পারে

কোয়ার্টার ফাইনালে -
আর্জেনটিনা-নেদারল্যান্ডের খেলায় আর্জেনটিনা জিতার সম্ভ্যাবনা ৭৫%। তবু কেন জানি মনে হচ্ছে নেদারল্যান্ড জিততে পারে। কারন, আর্জেনটিনা ভালো খেললেও গোল করার সুযোগগুলো কাজে লাগাতে পারছে না ঠিকঠাক।
ফ্রান্স-ইংল্যান্ডের খেলায় ফ্রান্স জিততে পারে।
ক্রোয়শিয়া-ব্রাজিল খেলায় ব্রাজিল জিতার সম্ভ্যাবনা ৯০%

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আজ ব্রাজিল কি জিতবে ?

ক্রোয়শিয়া-ব্রাজিল খেলায় ব্রাজিল জিতার সম্ভ্যাবনা ৯০%! তাই যেন হয়।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৮

বিটপি বলেছেন: জাপানের প্রধান দূর্বলতা তাদের কোন ফিনিশার নেই। মধ্যমাঠের দখলে বেশ দূর্বলতা আছে। এগুলো ঠিক করতে পারলে এই দল নিয়ে আমি খুব আশাবাদী। দক্ষিণ কোরিয়া মনে হয়না মাইটি ব্রাজিলের সাথে পেরে উঠবে।

আর্জেন্টিনা বড় ম্যাচের চাপ নিতে পারেনা। কোয়ার্টার ফাইনাল কোনমতে উৎরে যেতে পারলে ফাইনালে যাবে নিশ্চিত। কিন্তু ফাইনালে গিয়ে প্রত্যাশার চাপ সামলাতে পারবেনা।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

দি বক্সের আশেপাশে প্রচুর এলোমেলো শট নেয় জাপান । ক্রোয়েশিয়া ফিনিশিংয়ে ভালো করেছে।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

জুন বলেছেন: আমার কেন জানি মনে হয় ইংল্যান্ড জিতবে। হ্যারিকেনের হাতেই বিশ্বকাপ।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার কি মনে হচ্ছে ফ্রান্স ইংল্যান্ডের কাছে হেরে যাবে ? আর যদি ফ্রান্স জিতেই যায় তবে তারায় চ্যাম্পিয়ান হবে। আমার প্রেডিকশন বলছে ইংল্যান্ড ফাইনাল খেলবে।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৮

নীলসাধু বলেছেন: নেদারল্যান্ডরে হারাইতে কালো ঘাম ছুটে যাবে আর্জেন্টিনার, আমার ধারণা এটা।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আর্জেন্টিনার এই একটাই কঠিন পরীক্ষা চ্যাম্পিয়ন হবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.