নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় জুল ভার্ন কি ব্লগ ছেড়ে চলেই গেলেন ?

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৯




"অত্যন্ত পরিতাপের সাথে বলতে বাধ্য হচ্ছি- ব্লগের সকল অপকর্মের এবং যেসব গুটিকয়েক ব্লগার ব্লগের পরিবেশ নষ্ট করছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে স্বয়ং ব্লগ মডারেটর। এবং কি কারণে তাদের পৃষ্ঠপোষকতা করেছে তার কারণও অজানা নয়। কাজেই মডারেটরের কাছে প্রতিকার আশা করি না।

৩০ তারিখ পর্যন্ত ব্লগে সময় দিতে পারবোনা.....তারপর আমার সব পোস্ট ড্রাফট করে সামু ব্লগের সাথে আমার সম্পর্ক ছিন্ন করবো।"



প্রিয় জুল ভার্ন ,
আপনার মন্তব্যটা পড়ে শঙ্কিত বোধ করছিলাম। আশংখা সত্যি হলো। আপনি সমস্ত পোস্ট ড্রাফটে নিয়েছেন। আপনি সম্ভবত ব্লগ ছেড়ে চলে গেছেন। ফিরে আসবেন কিনা জানি না।

আপনি বয়জ্যেষ্ঠ। তবুও কোন এক কারণে জুল ভার্ন বলেই সম্বোধন করতাম। তবে নামের আগে 'প্রিয়' শব্দটা সবসময় যুক্ত থাকতো।

আবার পোস্টে আবার বাবা ফিরে ফিরে আসেন। আপনি ব্যাপারটা পছন্দ করতেন। আসুন এই পোস্টে আবার বাবা ফিরিয়ে আনি।
বছর দুয়েক আগে। একবার আব্বাকে সামু ব্লগের কথা বলেছিলাম। কারণ আব্বার কোন কিছু লিখতে গেলে তার অনুমতি এবং স্মৃতিগুলো নিতাম। সেই সুবাদে সামহোয়্যার ইন এর কথা এসেছিলো। আমি বললাম আমাদের ব্লগে একজন মুক্তিযোদ্ধা আছেন। ক্যাডেট পড়তেন। ক্লাস সেভেনে থাকতে যুদ্ধে চলে যান। অনেক ভালো লিখেন।

আব্বা বললেন , উনার নাম কি ?
আমি বললাম , জুল ভার্ন ! কল্পনায় যিনি সাত সুমুদ্দুর পারি দিতেন, অতীত -ভবিষ্যৎ । চেনো নাকি ?
আব্বা হেসে বললেন , জুল ভার্ন কে আমি চিনি।
আমি আর সে প্রসঙ্গে গেলাম না।
বললাম , আচ্ছা এতো কম বয়সে একজন যুদ্ধে গেল। কিভাবে ? কি ভেবেছিলো ?
আব্বা বললেন , দায়িত্ববোধ ! কার কোন বয়সে আসে ঠিক নাই।


প্রিয় জুল ভার্ন ,
দায়িত্ববোধ নিশ্চয়ই আপনাকে ব্লগে ফিরিয়ে আনবে। ভালো থাকবেন।

মন্তব্য ৯২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: এই সমস্যাগুলো মোটাই ভাল লাগে না
আমরা সম্মানিত জুল ভার্ন দাদাকে ফিরে চাই

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগে অনেক কিছুই দেখেছি। ভালো লাগে না এইসব।
ধন্যবাদ আপনাকে।

২| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৪

রানার ব্লগ বলেছেন: ফেইসবুকে নক দিন আমিও দিচ্ছি যদি রিপ্লায় দেয় জানাবো ।

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বেশ কয়েক মাস ধরে ডিয়েক্টিভ। আপনি চেষ্টা করবেন। জানাবেন। ধন্যবাদ।

৩| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৯

রানার ব্লগ বলেছেন: আমি অনুরোধ করেছি কিন্তু তিনি ফিরতে চাচ্ছেন না ! তিনি যে মাপের একজন মানুষ তাকে এর থেকে বেশি অনুরোধ করার মতো অবস্থান আমার নাই । আমি আমার সর্বচ্চ দিয়ে চেষ্টা করেছি ।

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসবেন না। আমি তাকে কিভাবে বলবো বুঝতে পারছি না তাই দায়ছাড়া এই পোস্ট দিলাম।
ধন্যবাদ আপনাকে।

৪| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় ভাইয়া আপনার এভাবে চলে যাওয়া আমরা মেনে নেব না।

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: উনার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। দেখুন ফেরাতে পারেন কিনা।

৫| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন। লেখার সাথে একাত্ম বোধ করছি। + +
জুল ভার্ন চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে। মানুষের মন বলে কথা। উনি মনে অনেক দুঃখ নিয়েই বোধকরি ব্লগ ত্যাগ করলেন। তবুও, তার প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত ব্লগে প্রত্যাবর্তনের অনুরোধ রাখছি। এ ব্লগে ওনার অনেক অবদান রয়েছে। উনি একজন সজ্জন ব্যক্তি নিঃসন্দেহে।

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক বলেছেন , তিনি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

ভালো থাকবেন আপনি।

৬| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


জুল ভার্নকে ফেরানোর চেষ্টা করা প্রয়োজন।

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

নিশ্চয়ই চেষ্টা করবে কিন্তু ফেরানো যাবে কিনা জানি না। সম্ভবত না।

৭| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:২৩

রাফখাতা- অপু তানভীর বলেছেন: বিগত কয়েক বছর ধরে ব্লগার জুলভার্নের পেছনে একজন ব্লগার নেড়ি কুকুরের মত লেগে আছে তো আছে ।
আমি মাঝে মাঝে ভেবে অবাক হই যে এতো রেখে জুলভার্নের পেছনে লাগার কারণ কী ? কারণ আছে কয়েকটা ।
প্রথম কারণ হচ্ছে জুলভার্নের মুক্তিযোদ্ধা নিয়ে আসলে ব্লগের কারো কোন সন্দেহ নেই । এমন কি তার রাজনৈতিক দলের প্রতিপক্ষরাও কোন কোন দিন এটা অস্বীকার করে না । কিন্তু তার যে যোদ্ধা হওয়ার কথা তার চামচারা ছাড়া আর কেউ ঠিক বিশ্বাস করে না । মূল রাগ এখান থেকেই । তাকে কেউ ফুটো পয়সা দাম দিচ্ছে না অথচ জুলভার্নকে কেন সম্মান দিচ্ছে !
এছাড়া জুলভার্ন পরিবারিক প্রতিপত্তি । ছোট থেকে সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছে । কিন্তু অপর দিকে এসবের কিছুই নেই । মানুষ গরীব হতে পারে কিন্তু ছোটলোক হলে অন্যের অবস্থা দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে ।
আরেকটা কারণ হচ্ছে জুলভার্ন ভাইয়ের পড়াশোনা । তার লেখার ডাইভার্সিটি দেখলে বোঝা যায় তিনি কত পড়াশোনা করেন অন্য দিকে সারা জীবনে একটা বই পড়েছে কিনা সন্দেহ আছে । তিন প্যারার বেশি পোস্ট লেখার যার যোগ্যতা নাই আবার পড়ার যোগ্যতা নেই, কোন কিছুই ঠিক মত ধৈর্য্য ধরে যে পড়তে হয় সেটাও নাই, নিজের এই অক্ষমতা নিয়ে নিজেই সে বড় লজ্জিত এই লজ্জা ঢাকতেই এর ওর পেছনে লেগে থাকে সব সময় । এছাড়া তার পোস্টের লেখার ধরণ দেখলেই বোঝা যায় যে আসলে কী পাশ !

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নিয়মিত যারা ব্লগে চোখ রেখেছে তাদের চোখ এড়ায়নি ব্যাপারটা।
ব্লগের জন্য খুব খারাপ ব্যাপার ছিল। আমার কাছে এই সংঘাত কখনোই ভালো লাগে নি।

৮| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: গত দুই মাসে জুলভার্ন যে যে পোস্টে মন্তব্য করেছে এই ব্যক্তি সেই সেই পোস্টের নিচে গিয়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে মন্তব্য করেছে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করেই গেছে। মানুষ কী পরিমান বেকার আর অকাজের হলে এমন ভাবে একজনের পেছনে লেগে থাকতে পারে!!

যাক অবশেষে এই চায়ের দোকানের ব্লগারের জয় হল। সামুতে টিকে থাকতে হলে তার চামচামি শুরু করে দিবেন। নিয়মিত তার ব্লগে তেলতেলা মন্তব্য করবেন তাহলে আপনার পেছনে আর লাগবে না।

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনাকে ফেরানোর মতো কি কোন পদক্ষেপ নিয়ে হবে ?

৯| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। বিনীত অনুরোধ থাকবে ফিরে আসুন শ্রদ্ধেয় প্রিয় ব্লগার "জুল ভার্ন"।

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

মনেপ্রাণে উনার প্রত্যাবর্তন আশাকরি।

১০| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৯

সোনালি কাবিন বলেছেন: রাফখাতা- অপু তানভীর বলেছেন: বিগত কয়েক বছর ধরে ব্লগার জুলভার্নের পেছনে একজন ব্লগার নেড়ি কুকুরের মত লেগে আছে তো আছে ।
আমি মাঝে মাঝে ভেবে অবাক হই যে এতো রেখে জুলভার্নের পেছনে লাগার কারণ কী ? কারণ আছে কয়েকটা ।
প্রথম কারণ হচ্ছে জুলভার্নের মুক্তিযোদ্ধা নিয়ে আসলে ব্লগের কারো কোন সন্দেহ নেই । এমন কি তার রাজনৈতিক দলের প্রতিপক্ষরাও কোন কোন দিন এটা অস্বীকার করে না । কিন্তু তার যে যোদ্ধা হওয়ার কথা তার চামচারা ছাড়া আর কেউ ঠিক বিশ্বাস করে না । মূল রাগ এখান থেকেই । তাকে কেউ ফুটো পয়সা দাম দিচ্ছে না অথচ জুলভার্নকে কেন সম্মান দিচ্ছে !
এছাড়া জুলভার্ন পরিবারিক প্রতিপত্তি । ছোট থেকে সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছে । কিন্তু অপর দিকে এসবের কিছুই নেই । মানুষ গরীব হতে পারে কিন্তু ছোটলোক হলে অন্যের অবস্থা দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে ।
আরেকটা কারণ হচ্ছে জুলভার্ন ভাইয়ের পড়াশোনা । তার লেখার ডাইভার্সিটি দেখলে বোঝা যায় তিনি কত পড়াশোনা করেন অন্য দিকে সারা জীবনে একটা বই পড়েছে কিনা সন্দেহ আছে । তিন প্যারার বেশি পোস্ট লেখার যার যোগ্যতা নাই আবার পড়ার যোগ্যতা নেই, কোন কিছুই ঠিক মত ধৈর্য্য ধরে যে পড়তে হয় সেটাও নাই, নিজের এই অক্ষমতা নিয়ে নিজেই সে বড় লজ্জিত এই লজ্জা ঢাকতেই এর ওর পেছনে লেগে থাকে সব সময় । এছাড়া তার পোস্টের লেখার ধরণ দেখলেই বোঝা যায় যে আসলে কী পাশ !

## একদম সঠিক । ++++

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ক্যাচালের সূত্রপাত কোথা থেকে বলতে পারেন ?
জুল ভার্ন কে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিন।

১১| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি দুঃখজনক। সেই লোকটির পাঁচ আত্মা ঠান্ডা হয়েছে যে তাকে ব্লগ ছাড়তে বাধ্য করেছে। আশা রাখি আবার ফিরবেন ব্লগে।

২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দুঃখজনক , হতাশাজনক।
মাঝখানে প্রিয় জুল ভার্ন ছিলেন না। উনি ফিরে আসায় খুব খুশি হয়েছিলাম।

১২| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২০

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আরেকটা কথা বলে দিই, জুলভার্ন ভাইয়ের পরিবারব দুইজন মুক্তিযোদ্ধা যাদের একজন খেতাবপ্রাপ্ত। তার ছোট ভাই খুব বড় একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তার নিজের প্রতিষ্ঠিত ব্যবস্থা প্রতিষ্ঠান আছে। সন্তানেরা সব প্রতিষ্ঠিত। এই কথা লুকোছাপার কিছু নেই। সবাই তার সম্পর্কে জানে। এমন কি তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে অসম্মান করে না।
রাজনৈতিক মতাদর্শের কারণে কারো কারো সাথে মত পার্থক্য থাকতে পারে।
মাঝে তিনি ব্লগ থেকে দূরে ছিলেন।ফিরে এসে নানান বিষয়ে লিখতেন। প্রচুর পড়তেন। ফিরে আসার পরে তিনি রাজনৈতিক পোস্ট থেকে দুরেই ছিলেন। কিন্তু একজন ব্লগার যেদিন থেকে তার মুক্তিযোদ্ধার পরিচয় জানতে পেরেছে সেদিন থেকে তার পোস্টে গিয়ে আজাইরা আলতু ফালরু প্রশ্ন মন্তব্য করা শুরু করেছে। প্রথম জুলভার্ন সব প্রশ্নের ধৈর্য্য নিয়ে উত্তর দিয়েছে। এক সময় বাধ্য হয়ে ব্লক করেছে। কিন্তু তাতেও শান্তি মেলে নি। প্রতিনিয়ত ভাবে তার পেছনে লেগেছে। এরওর পোস্টে খোচা দিয়ে মন্তব্য করেই গেছে। হত দুই মাসে অন্তত ২০০ মন্তব্য করেছে অন্যের পোস্টের সম্পর্ন অপ্রয়োজনীয় ভাবে।

২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


জুল ভার্ন সম্পর্কে আপনি যে গুলো বললেন তার কিছুটা আমি কিছুটা জানতাম । মাঝখানে উনি অনেকদিন ছিলেন না। জুলভার্ন হুমায়ুন কবির দিয়ে সার্চ দিলে নিউজ আসবে।
সেসময় জুল ভার্নকে নিয়ে উৎকণ্ঠায় থেকেছি। সামুতে বেশ কিছু পোস্ট ছিল উনাকে নিয়ে।

১৩| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৪

ঢাবিয়ান বলেছেন: হতভম্ব হয়ে গেলাম আপনার পোস্ট পড়ে। কি বলব বুঝতে পারছি না। ঠিক কি কারনে ব্লগার জুলভার্ন ব্লগ ছেড়ে চলে গেলেন, বুঝতে পারছি না। যদি জনৈক ব্লগার ও তার শিষ্যদের আক্রমনাত্মক বাজে কমেন্টের কারনে উনি ব্লগ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন , তাহলে বলব সেটা খুবই ভুল সিদ্ধান্ত। কারন জনৈক ব্লগারতো জেনে বুঝে উনাকে ব্লগ থেকে তাড়ানোর জন্যই আজেবাজে কমেন্ট করেন। দিন শেষে তাহলেতো সেই ব্লগারেরই জয় হল। আশা করি ব্লগার জুলভার্নের এই ক্ষোভ সাময়িক। সকল অভিমান ঝেড়ে ফেলে উনি আবারো ব্লগে ফিরে এসে জনৈক ব্লগারের হাসি মাখা মুখে ছাই ঢেলে দিবেন, এই আশাতেই থাকলাম ।

২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ব্লগার জুলভার্নের এই ক্ষোভ সাময়িক মনে হচ্ছে না। তবে এমন সিদ্ধান্ত নিতে পারেন ভাবিনি। উনাকে ব্লগ অন্তঃপ্রাণ বলেই জানি।

১৪| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২৮

মিরোরডডল বলেছেন:




কেউ যখন স্বেচ্ছায় চলে যায়, তখন তাকে পেছন থেকে এভাবে ডাকতে নেই।
ডাকলেও লাভ নেই। রাগের মাথায় কারো কোন রিকোয়েস্টও ভালো লাগে না।
একজন ব্লগারের ওপর রাগ, আর ব্লগ টিমের সাথে অভিমানে তিনি চলে গেছেন।
কিছুদিন যাক, উনি বুঝতে পারবেন কে কি বললো সেটাকে কেয়ার করে নিজের ভালো লাগার জায়গা থেকে সরে যেতে নেই।

একদিকে দুইজনের ওপর রাগ অভিমান, আরেকদিকে অনেকের ভালোবাসা, শ্রদ্ধা এবং বন্ধুত্ব, যখন বুঝবেন কোনটা বেশি ইম্পরট্যান্ট, উনি নিজেই আবার চলে আসবেন। যে কদিন বিরতিতে থাকে, ভালো সময় কাটুক, ভালো থাকুক, জুলভার্ণের জন্য এটাই উইশ থাকবে।



৩০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
করো অভিমান কে শ্রদ্ধা করা উচিত।
ধন্যবাদ মিরোরডডল

১৫| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: জুলভার্ন ভাইকে অনুরোধ করবো আপনি ফিরে আসেন। ব্লগের দুই চারজন চিহ্নিত ব্লগার ছাড়া সবাই আপনাকে ভালোবাসে। অন্তত সবার এই ভালোবাসার কারণে আপনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনা করি। যারা আপনাকে নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ করে তাদের বিরুদ্ধে ব্লগ কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নেবে বলে আমার বিশ্বাস।

৩০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনার সাথে কি আপনার যোগাযোগের উপায় আছে কোন ? দেখুন চেষ্টা করে।

১৬| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৩০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনি আপনার লেখা পছন্দ করতেন। মন্তব্য দেখে বোঝা যেত। স্নেহ করতেন হয়তো , সেটা আপনি বুঝবেন। অভিমান ছিল আপনার উপর। একটা কমেন্ট দেখে আঁচ করেছিলাম।

অভিমান নিয়ে যারা চলে যায় তাদের ফিরিয়ে আনা যায় না। শের শায়রী নাম একজন ব্লগার ছিল। আমার ভীষণ প্রিয় একজন। উনিও সম্ভবত অভিমানে চলে গেছেন। ছড়াকার লিটন কিরমানি নেই।
কেউই ফিরে আসবে না।

১৭| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গতকাল তাকে অনুরোধ করবার পর উনি জানালেন যে কোন এক অজ্ঞাত কারণে তার পোস্ট আপলোড হচ্ছে না তাই তিনি তার সমস্ত পোস্ট ডিলিট দিয়েছেন !

মনে হয় না উনি আর কখনও ফিরবেন । হয়তো অভিমানটুকু ক্ষোভে রূপ নিয়েছে , এখন শুধু এই কামনা করা যায় তিনি যেন ভালো থাকেন ! তবে আশা থাকবে একদিন তিনি আসবেন এই ব্লগ জগতে !!

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনি ব্লগ ছেড়ে যাওয়ার কি কি কারণ থাকতে পারে মনে করেন ?
অভিমান খুব কঠিন জিনিস। আমি বুঝি। আমার প্রতি যথেষ্ট প্রতিক্রিয়াশীল।
কোন একদিন হয়তো আমিও নীরব প্রস্থান করবো।

১৮| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কাজটা ঠিক হলো না। এইটুকুই বলার।

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হমম ! উনি সবার কথা ভাবেন নি। অন্তত কয়েকজনের কথা ভাবতে পারতেন।

১৯| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



কমেন্টে কয়েকজন বলছেন, "কোন একজন ব্লগারের কারণে", "জনৈক ব্লগারের কারণে" ব্লগার জুল ভার্ন চলে গেছেন; কিন্তু কেহই সেই ব্লগারের নাম বলছেন না; এত ভয় থাকলে কি ব্লগিং করা যায়?

সবাই বাক-স্বাধীনতার জন্য লিখে যাচ্ছেন সারাজীবন; "জনৈকে ব্লগারের" নামটা নাম নেয়ার মতো বাক-স্বাধীনতাও কি সামুতে নেই? অবশ্যই আছে, শুধু ন্যুনতম পরিমাণ সাহসের অভাব; আজকের জেনারেশনের কাছে সাহস নেই।

সামুতে আমার ৭টা নিক ব্যান খেয়েছে; আপনাদের ১টা নিকও যায়নি, তাতেই জনৈক জনৈক করছেন? কিভাবে আপনারা দেশের মানুষের পক্ষে কথা বলবেন?

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জনৈক ব্লগার এর নাম উল্লেখ করছে না। ব্লগারের নাম উল্লেখ করাটা হয়তো ভালো মনে করছে না। ভদ্রতা বলতে পারেন।
আপনার ব্লগীয় দর্শন নিশ্চয়ই বাকিদের সব সাথে মিলবে না। কেউ দেশের কথা বলতে আসে, কেউ নিজের কথা বলতে আসে , কেউ কবিতা নিয়ে আসে , কেউ গল্প , কেউ ধর্ম , অধর্ম , এমনকি কেউ কেউ শৈশব।

ব্লগের কনসেপ্ট বদলেছে। এখানে আড্ডা হয় , আত্মীয়তা হয় , ভাই ব্রাদার হয় , আপুনি খালা মনি হয়। একজন ব্লগার তার নিজস্বতা থেকে লিখতে থাকে।


আপনার ৭ টা নিক ব্যান খেয়েছে , নতুন নিক খুলেছেন কিন্তু একজন ব্লগ ছেড়ে চলে গেছে, সে আর ফিরে নাও আসতে পারে।
এটা কিন্তু ব্লগারের মানদন্ড হতে পারে না।

আমার সমস্যা হচ্ছে ৭টা নিক খাওয়া ব্লগার এবং ব্লগ ছেড়ে যাওয়া ব্লগার দুজনকেই পছন্দ করি। আমার এমন ব্লগীয় কনসেপ্ট হয়তো কারো সাথে নাও মিলতে পারে।

২০| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

নজসু বলেছেন:



আমার সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন তালিকাটিতে শ্রদ্ধেয় জুল ভার্ন এর নামটি দেখতাম।
তিনি খুব বড় মাপের বলেই হয়তো আমার মতো ক্ষুদ্র একজনের ব্লগেও আসতেন।
এমন লোকদের ব্লগ থেকে হারানো মানে, আমাদের মানুষ চিনতে ভুল করা। আমরা তার সঠিক মূল্যায়ণ করতে পারিনি। হয়তো তার প্রাপ্য সন্মানটুকুও দিতে ব্যর্থ হয়েছি। তাকে শুধু বলবো এতোজনের ভালোবাসাকে উপেক্ষা করবেন না। সম্ভব হলে ফিরে আসুন। আমরা দাঁত হারানোর পরে বুঝি দাঁতের মর্যাদা কি।

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সুজন ভাই প্রথমেই আপনাকে নিয়মিত পোস্ট করার অনুরোধ করবো। জানিনা কি কারণে আপনার লেখা বন্ধ আছে।

জুল ভার্ন আমার ব্লগে বিরূপ মন্তব্য করতে আসেননি। যদি খারাপ লাগে সেটা ইগনোর করেছেন। সবার ব্লগীয় কনসেপ্ট এক রকম নয়। জুল ভার্ন ব্লগে শ্রদ্ধা অর্জন করে নিয়েছিলেন।

২১| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



আপনার লেখার শুরু হয়েছে ব্লগার জুল ভার্ন'এর কমেন্ট দিয়ে, এই ধরণের কেমন্ট করা কি সঠিক কাজ? আপনার মতে কমেনটে যা বলা হয়েছে, তা কি সঠিক?

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জুল ভার্ন কে নিয়ে বিরূপ মন্তব্য বা পোস্ট আমরা দেখেছি। এই উনার মন্তব্যটা অভিমান আর ক্ষোভ থেকে করা। তিনি ব্লগ প্যানেলের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ।

২২| ২৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:



যাঁরা "জনৈক ব্লগার", "জনৈক ব্লগার" করছেন, তাঁরা সোনাগাজীর নাম বলতে চেয়েছেন, মনে হয়। তাঁরা যদি সোনাগাজীর নাম বলতে চেয়ে থাকেন, তাঁদেরকে আমি বলবো, উনার মতো ব্যাকগ্রাউন্ডের, জনপ্রিয় ব্লগারকে সরানোর ক্ষমতা সোনাগাজীর থাকার কথা নয়।

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনি ব্লগ ছেড়ে যাওয়ার কি কি কারণ থাকতে পারে মনে করেন ?

২৩| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ৯:০১

চারাগাছ বলেছেন:
আমি ব্লগার জুল ভার্ন এর ব্লগে নিয়মিত মন্তব্য করার চেষ্টা করি। প্রায় ১৪ বছর ধরে তিনি সামুতে আছেন। এতোদিন পর অনেক কিছুই হয়তো সহ্য হয়নি এবং সিদ্ধান্তটা নিশ্চয়ই হুট করে নেন নি।

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি ব্লগ পর্যবেক্ষণ করেন ?
আপনার চোখে কি কি ধরা পড়েছে যাতে মনে হয়েছে সেই কারণে জুল ভার্ন চলে গেলেন ?

২৪| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ৯:০৮

ঢাবিয়ান বলেছেন: @সোনাগাজী, আপনি লিখেছেন জনৈকে ব্লগারের" নামটা নাম নেয়ার মতো বাক-স্বাধীনতাও কি সামুতে নেই? অবশ্যই আছে, শুধু ন্যুনতম পরিমাণ সাহসের অভাব।

বিষয়টা বাক স্বাধী্নতার নয় কিংবা সাহসের অভাবও নয়। বিষয়টা ভদ্রতার। সবার পক্ষেতো আর আপনার মত ভদ্রতার সীমা অতিক্রম করে কারো নাম ধরে অপ্রীতিকর কমেন্ট করা সম্ভব নয়। যাই হোক আপনি যেহেতু নিজেই দায় কাধে নিচ্ছেন, তাহলেতো আর রাখঢাক করার কোন প্রয়োজন নাই। আপনি বহুদিন ধরে ব্লগার জুলভার্ন ভাই এর নাম ধরে আজেবাজে আক্রমনাত্মক সব কমেন্ট করে আসছেন। ব্লগার বিদ্রোহী ভৃগু , শের শায়রী ইত্যাদি গুনী ব্লগারদের পেছনেও আপনি সর্বদা লেগে থাকতেন। জানি না তারাও আপনার কারনে তিক্ত বিরক্ত হয়ে ব্লগ ছেড়েছেন কিনা, কারন তারা জানান না দিয়ে নিরবে সরে গেছেন। আপনি ৭ বার ব্যান খেয়েছেন আপনার নিজের কারনেই।তারপরেও নিজেকে সংশোধন করার কোন ইচ্ছাই কখনও দেখা যায়নি। আপনার বিষয়ে ব্লগ কতৃপক্ষ যথেষ্ঠ ছাড় দিয়েছে বলা যায়।

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগার বিদ্রোহী ভৃগু , শের শায়রী দুজনই আমার ভীষণ প্রিয়।

২৫| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: মডুর দৃষ্টি আকর্ষণ করছি

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কোন বিষয়ে ?

২৬| ২৯ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




হতবাক........

মিরোরডডল এর মন্তব্যে সহমত।

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

মিরোরডডল এর মন্তব্যে সহমত।

২৭| ৩০ শে মার্চ, ২০২৩ রাত ১২:৫৫

কাছের-মানুষ বলেছেন: জুল ভার্ন সাহেবের পোষ্টগুলো মানসম্পূর্ন এবং বুদ্ধি দীপ্তির ছাপ থাকত! আমি আশাকরি তিনি অভিমান ভেঙ্গে আবার আসবেন! সব থেকে ভাল হলে ব্যক্তিগত পর্যায়ে তার সাথে কেউ যোগাযোগ করলে! সরাসরি কথা বললে তার অভিমান ভাংতে পারে!

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ফিরে আসুক। ফিরে আসার জন্য যোগাযোগ করা হোক।

২৮| ৩০ শে মার্চ, ২০২৩ ভোর ৪:১১

সোনাগাজী বলেছেন:



২২ নং মন্তব্যে টাইপো:

যাঁরা "জনৈক ব্লগার", "জনৈক ব্লগার" করছেন, তাঁরা সোনাগাজীর নাম বলতে চেয়েছেন, মনে হয়। তাঁরা যদি সোনাগাজীর নাম বলতে চেয়ে থাকেন, তাঁদেরকে আমি বলবো, *উনার (জুল ভার্ন ) মতো ব্যাকগ্রাউন্ডের, জনপ্রিয় ব্লগারকে সরানোর ক্ষমতা সোনাগাজীর থাকার কথা নয়।

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনার কি মনে হয় জুল ভার্নের ফিরে আসা উচিত ?

২৯| ৩০ শে মার্চ, ২০২৩ ভোর ৪:১৬

সোনাগাজী বলেছেন:


@ঢাবিয়ান,

আমি গুনী ব্লগারদের লেখা সব সময় পড়ে আসছি, কমেন্ট করে আসছি। ব্লগার জুল ভার্ন আমাকে কমেন্ট ব্যান করে রেখেছিলেন, আমি উনার পোষ্টে কমেন্ট করতে পারিনি।

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগার জুল ভার্ন আমাকে কমেন্ট ব্যান করে রেখেছিলেন, আমি উনার পোষ্টে কমেন্ট করতে পারিনি।

অনেকেই আপনাকে কমেন্ট ব্যান করে রাখে। কেন ?

৩০| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সৌরভ ভাই,
প্রথমেই ধন্যবাদ দেই আবেগঘন পোস্টটির জন্য। আপনার আব্বার প্রতি রইলো সশ্রদ্ধ সালাম।

শ্রদ্ধেয় ব্লগার জুল ভার্ন ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ।ব্লগে অসম্মান বোধ করে অভিমানে উনি চলে গেছেন। আমিও একসময় ব্লগ মাফিয়ার লাগাতার উৎপাতের চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ব্লগের বাইরে সেসময়ে নীল আকাশ ভাইয়ের মতো কয়েকজন সাময়িক পোস্ট বা কমেন্ট না করতে পরামর্শ দেন। এখন অবশ্য সেই মাফিয়ার চাপাবাজি বুঝতে পারি। মাফিয়া আমাকে লাগাতার তেলের ডিলার,ইন্ডিয়ার চর প্রভৃতি আখ্যানে আখ্যায়িত করেছেন। আমি ওনার সব বক্তব্য চাপাবাজি বলে পাল্টা জানিয়েছি। চাপাবাজি সম্রাটের অবশ্য দোষ দেওয়া যায়না।অন্যকে সম্মান করতে শিখতে গেলে যে পরিবেশ দরকার সেটা যদি কেউ না পায় তাহলে সে তার উৎপত্তিস্থলের দুর্গন্ধ সর্বত্রই ছড়িয়ে থাকবে তাই তার বয়স যাই হোক না কেন। যে কারণে দু পেয়ে প্রাণীর হিস্যুতর মতো কমেন্ট এখন অভ্যস্থ হয়ে গেছি। আশাকরবো লগ ইন না করেও যদি কোনো ভাবে এই পোস্টটি ভাইজানের গোচরে এলে একজনের বিদ্রুপকে তুচ্ছ জ্ঞান করে আমাদের ভালোবাসার টানে আবার ব্লগে ফিরবেন।


৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আশাকরবো লগ ইন না করেও যদি কোনো ভাবে এই পোস্টটি ভাইজানের গোচরে এলে একজনের বিদ্রুপকে তুচ্ছ জ্ঞান করে আমাদের ভালোবাসার টানে আবার ব্লগে ফিরবেন।


উনি পড়েছেন নিশ্চয়ই।



ব্লগ এমনকি জায়গা যেখানে একে অপরের বিপক্ষে লাগতে হবে ?

৩১| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: উনি ফিরে আসবেন।
উনি একজন ক্যাডেট। অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তাই উনি আসবেন। উনি সামুকে ভালোবাসেন। উনি আমাদের ভালোবাসেন।

৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রতিদিন যিনি ব্লগে লেখেন আর মন্তব্য করেন তার দ্বারা ব্লগ ছেড়ে থাকা কঠিন।
তবে সেই কাজটা উনি ভালো ভাবেই করবেন বলে মনে হচ্ছে।

৩২| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৮

জটিল ভাই বলেছেন:
পরিসংখ্যনটা দিয়ে ভালো করেরেছেন। ভবিষ্যতে বলা যাবে যে ১৪ বছরেও তিনি একটি পোস্টও করেননি অর্থাৎ তিনি লিখতে জানেন না :(( :(( :((

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার খোলা তলোয়ারের মর্ম কি ছিল?

৩৩| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন:
জনৈক ব্লগার এর নাম উল্লেখ করছে না। ব্লগারের নাম উল্লেখ করাটা হয়তো ভালো মনে করছে না। ভদ্রতা বলতে পারেন।

-আমাকে যারা কমেন্ট ব্যান করে "নেড়ী কুকুর" ডাকে, "গলু" ডাকে, তারা ভদ্রতার জন্য নাম বলতে পারছেন না? আপনি বেশ তো সুন্দর কথা বলছেন!

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি বলছেন ভয়ে বলছেনা?

৩৪| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৪

সোনাগাজী বলেছেন:


@পদাতিক চৌধুরী সাহেব,

পশ্চিম বাংলা ও পুর্ব বাংলার মানুষের ভাষা এক হলেও পুরো কালচারটা এক নয়; আমি আপনার মতো ভাবার চেষ্টা করি না।

৩৫| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন:
জুল ভার্ন কে নিয়ে বিরূপ মন্তব্য বা পোস্ট আমরা দেখেছি। এই উনার মন্তব্যটা অভিমান আর ক্ষোভ থেকে করা। তিনি ব্লগ প্যানেলের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ।

-জুল ভার্ন;কে নিয়ে "পোষ্ট" আপনি দেখেছেন? কে লিখেছিলেন?

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি স্কীন শর্ট রাখিনা। জুল ভার্ন কে আলাদা পোষ্ট না হলেও পোষ্ট উল্লেখ ছিল।
আপনাকে নিয়েই পোষ্ট দেখেছি।
আমি দেখা পাবলিক।

৩৬| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন:
উনি ব্লগ ছেড়ে যাওয়ার কি কি কারণ থাকতে পারে মনে করেন ?

-উনার লেখাগুলোতে "সিমানটিক" ভুল থাকে, ধারণাগত ভুল থাকে, উনি নিজের লেখা নিয়ে নিজে খুব একটা উৎসাহিত কিনা বলা মুশকিল! উনি জটিল ভাইয়ের মতো ব্লগারকে, অপুর মতো ব্লগারকে খারাপ পোষ্টে উৎসাহ দিয়ে দিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন, ব্লগিং'এ উনার উৎসাহ কমে গেছে।

উনি মন্তব্য করেছিলেন যে, আমাকে ( চাঁদগাজীকে ) "জালি বেত দিয়ে" পিটানোর দরকার। এসব লিখলে, মানুষ নিজেই মানসিকভাবে ক্লান্ত হয়ে যান।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার ভুল ধরা অনেকে পছন্দ করে না। কেন করে না?
আপনার সাথে অনেকের অনেক কিছু হয়েছে। কেন হয়েছে বলে মনে করেন?
শুধু ভুল ধরার জন্য নাকি অন্য কিছু?

৩৭| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন:
জুল ভার্ন কে নিয়ে বিরূপ মন্তব্য বা পোস্ট আমরা দেখেছি। এই উনার মন্তব্যটা অভিমান আর ক্ষোভ থেকে করা। তিনি ব্লগ প্যানেলের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ।

-জুল ভার্ন'এর ভয়ংকর মন্তব্য ( এডমিন'কে নিয়ে ) যদি ক্ষোভ থেকে আসে, উনার ক্ষোভকে পালন করা কি বাকীদের দায়িত্বে পরিণত হওয়ার দরকার?

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ক্ষোভ বা অভিমান থেকে শিক্ষা দেয়া দরকার।

৩৮| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:



জুল ভার্ন আমাকে কমেন্ট ব্যান করে ভুল করেছিলেন, উনার লেখার ভুলগুলো উনি ধরতে পারছিলেন না; উনার পাঠক কমে যাচ্ছিলো; উনি ব্লগিং নিয়ে হতাশ হচ্ছিলেন।

যেদিন উনি ঘোষণা দিলেন যে, তিনি চলে যাবেন, সেটা তিনি দিয়েছেন "জটিল ভাইয়ের" "খোলা তলোয়ার" নামক পোষ্টে; আমার ধারণা, সেই পোষ্টটি উনাকে উত্তেজিত করেছিলো, ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলো; উহা একটি ভয়ংকর খারাপ পোষ্ট ছিলো।

ঐ রকম খারাপ পোষ্ট আপনার নামেও আসবে শীঘ্রই।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি কি ব্লগে মেনটরের দ্বায়িত্ব পালন করেন? আপনার ব্লগের ফিলোসফি ভিন্ন।
আপনার পোষ্ট আগের মত মন্তব্য পড়ে না। রাজীব নুরের পোস্টের আগে মত মন্তব্য পড়ে না। পাঠ কম। কিন্তু আপনার মন্তব্য আর পাঠ বরাবরই বেশি।
কারণ কি?

এই ব্লগে সবচেয়ে আবেগ দিয়ে লিখি আমি কিন্তু লেখার পরে হতাশ হই।
এই ব্লগে থেকে কেউ চলে যাক আমি চাই না।
জুল ভার্ন চলে যাক, না আপনি না সাসুম।


জটিল ভাইয়ের পোষ্টটা তেমন বুঝে উঠতে পারিনি। যাকে নিয়ে পোষ্ট তারই ভালো বোঝার কথা। তবে পোষ্টটা জুল ভার্নের চলে যাওয়ার কারণ বা সহায়ক বলে মনে হয়নি।


৩৯| ৩০ শে মার্চ, ২০২৩ রাত ৮:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: @ সোনাগাজী,

@পদাতিক চৌধুরী সাহেব,

পশ্চিম বাংলা ও পুর্ব বাংলার মানুষের ভাষা এক হলেও পুরো কালচারটা এক নয়; আমি আপনার মতো ভাবার চেষ্টা করি না।

দেখুন এই তফাৎটা আপনার মতো অনুর্বর মস্তিষ্কেই ধরা সম্ভব। আপনার দেশ ভক্তির নমুনা দিতে আগেও বলেছি। একজন বাচ্চাকে ব ই খাতা পেন্সিল দিয়ে সাহায্য করছেন তার প্রমাণ দিলে বুঝবো এখনও আপনার মধ্যে স্বদেশ প্রেম আছে। আপনার পলায়নের ইতিবৃত্তান্ত ব্লগে সর্বজন বিদিত। সিলেটে এতো বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে অথচ আর্থিক ভাবে সামান্যতম যারা সাহায্য করেছেন তাদের নামের মধ্যে আপনাকে দেখিনি। এমনকি যখন কাভা ভাই অনুদান নেওয়া বন্ধ ঘোষণা করেছেন সেখানেও যারা সাহায্য করতে ইচ্ছুক তাদের অনেকেরই নাম দেখেছিলাম। দুর্ভাগ্যের বিষয় যে তার মধ্যেও আপনাকে দেখিনি। দেখুন মিথ্যে ফুলঝুড়ি উড়িয়ে মিথ্যের বেসাতি করে গালভরা বুলি আওড়ে স্বদেশ প্রেম হয়না। আর এসবের জন্যেই আপনার সবকিছুই মিথ্যা কথা বলে এক বৃহৎ সংখ্যক ব্লগার বিশ্বাস করেন।


এইবার আসি আপনার কমেন্ট নিয়ে। এখন পর্যন্ত এগারোবার কমেন্ট করেছেন।এসব কি কমেন্ট? আপনার ঐ ১৫/১৬ লাইনের গালগপ্প যেমন রকের আড্ডাবাজের ন্যায় ঠিক তেমনি আপনার কমেন্ট দু পেয়ে জন্টুর রাস্তা চিহ্নিত করতে হিস্যুর ন্যায়।আপনি এমন একজন মানুষ ব্লগে সাত আটবার ব্যান খেয়েছেন। এতো বড় ব্যান খেলে জেল খানার কয়েদি পর্যন্ত শুধরে যায়। কিন্তু আপনার কোনো পরিবর্তন নেই। নিজেকে একটু মানুষ ভাবুন।অন্যদের সঙ্গে একটূ মানবিক আচরণ করুন।ব্লগকে এমন উস্কানি জায়গায় আর নিয়ে যাবেন না। মনে রাখবেন যে অব্যবস্থা হয়ে গেছে তার শতভাগ দায় আপনার।আপনিই এভাবে জুল ভার্ন ভাই মা হাসান ভাইদের ব্লগ থেকে তাড়িয়েছেন।





৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চাঁদগাজী পোষ্টের বাইরের উটকো বিষয় নিয়ে ঝামেলায় জড়ান।
কারণ অজানা।

৪০| ৩০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:


@পদাতিক চৌধুরি ,

আপনি থাকেন যেই সংস্কৃতিতে, ইহা পুর্ব বাংলার মানুষের জন্য অস্বাস্হ্যকর। আমার লেখা ব্লগারদের জন্য, তাঁরা পড়েন, সেগুলো আপনার জন্য নয়। আপনার ব্যক্তিত্ব পশ্চিম বংগের মানুষের মতো ভালো।

৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগার পদাতিকের লেখা নিয়ে আপনার কোন সমস্যা আছে?
উনি গল্প লেখেন। সেটা অবশ্যই পছন্দনীয়।
উনার সাথে আপনার সমস্যা কি নিয়ে?

৪১| ৩০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



@পদাতিক চৌধুরী সাহেব,

দেশের মানুষকে সাহায্য করার জন্য আমি কি করি, আপনি কোনভাবেই জানবেন না; আমি কি করি, সেটা দেখার/বুঝার জন্য আমেরিকায় অবস্হিত ১ জন ব্লগার ( এলিয়ানা সিম্পসন ) চেষ্টা করেছিলেন; তিনি জেনেছেন। উনি এখন ডাক্তারী শেষ করে ইন্টারণি করছেন।

আমি কখনো পশ্চিমবংগের মানুষের সাথে চলি না।

৪২| ৩১ শে মার্চ, ২০২৩ সকাল ৮:০৭

জিকোব্লগ বলেছেন:



৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪১

লেখক বলেছেন:

----------
আমার সমস্যা হচ্ছে ৭টা নিক খাওয়া ব্লগার এবং ব্লগ ছেড়ে যাওয়া ব্লগার দুজনকেই পছন্দ করি। ----

-
@লেখক,

ইহার মানে দাঁড়ায় , যে ব্লগে তান্ডব চালাবে ও যে ঐ তান্ডবের শিকার হবে ,
তাদের উভয়কেই আপনি পছন্দ করেন।

এই পছন্দ থেকে আপনি হয়তো তান্ডবকারী সোনাগাজীর বিরুদ্ধে কোনো প্রতিবাদ
করবেন না। তখন তান্ডবের শিকার জুল ভার্নের প্রতি আপনার দেখানো আবেগ হবে
অতি সস্তা আবেগ। এই রকম সস্তা আবেগ জুল ভার্ন ও হয়তো আপনার কাছে থেকে
আশা করেন না।

তান্ডবকারীর তান্ডবের জন্য হয়তো জুল ভার্নের মতন এইরকম অনেক সম্মানিত
ব্লগাররা ব্লগ ছেড়ে চলে যাবেন। আর আপনারা তা চেয়ে চেয়ে দেখবেন ও চলে যাওয়ার
পরে সস্তা আবেগের পোস্ট দিবেন। কিন্তু সম্মানিত ব্লগারদের ব্লগে ধরে রাখার জন্য
তান্ডবকারীর তান্ডবের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন না।

শুভ কামনা রইলো যে আপনি আপনার সমস্যা কেটে উঠবেন !

৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি কি বলতে চেয়েছি সেটা যাদের বোঝার দরকার ঠিকই বুঝেছি বলেই মনে করি।
একেকজনের প্রতিবাদ একেক রকম। আপনি আপনার মত প্রতিবাদ করুন।
এতোদিন তো করেছেন। কোন উপকার পেলেন?
আমাকে আমার মত ভাবতে দিন।
জুল ভার্ন আমার থেকে কি আশা করে সেটা জুল ভার্ন নিশ্চয়ই ভালো জানেন।

আমার সমস্যা নিয়ে আমি যথেষ্ট ভালো আছি । শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ।


জিকোব্লগ,
আপনি চলে গেলেও খারাপ লাগবে। সেই খারাপ লাগা দেখে অন্য কেউ আমার বিপরীতে বলতে পারে।
দেখেছেন আমার সমস্যাটা কতোটা ভয়াবহ।

৪৩| ৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১০

করুণাধারা বলেছেন: আশাকরি জুলভার্ণ ফিরে আসবেন আবার, আমরা সুযোগ পাবো তার চমৎকার পোস্ট পড়ার।

উনি প্রচুর পড়াশোনা করেন, যার পরিচয় পাওয়া যায় তার পোস্টে। সেজন্যই ইর্ষান্বিত হয়ে সোনাগাজী ব্লগার তার নামে কুকথা বলেন, প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন যে জুলভার্ণ মুক্তিযোদ্ধা নন। এতে জুলভার্ণ দুঃখ পেতেই পারেন।

৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জুল ভার্ন মুক্তিযোদ্ধা নন এটা প্রমাণ করতে চাওয়া খুব বাজে প্র্যাকটিস।

৪৪| ৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৮

নিমো বলেছেন: তা উনার এবারের শ্বশুড়বাড়ি যাত্রা কয় বছরের ?

৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নিমো,
জুল ভার্নের প্রস্থান আপনাকে আমোদিত করেছে?
এর আগে উনি কি কারণে অনুপস্থিত ছিলেন?

৪৫| ৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫০

রানার ব্লগ বলেছেন: আমি সৌরভ ভাইয়ের সাথে একমত। ব্লগে দুই জনারই দরকার আছে। দুইজনই আলাদা চিন্তা চেতনার মানুষ। সমস্যা হতেই পারে কিন্তু সেই সমস্যা নিয়ে হৈ হড্ডগোল না করে সমধানের পথ খোজা জরুরী। দুই জন দুইজন কে খোচা প্রদানে বিরত থাকা উচিত। এবং এই দুইজন কে কেন্দ্র করে অন্যরা যে খুচুড়ি পাকাতে চাচ্ছেন তাদের বিরত থাকাও উচিত। ইহা ব্লগ যুদ্ধের ময়দান না।

৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার ব্লগীয় কনসেপ্ট পরিষ্কার করেছি।
আমাদের ভুল হয়ে , আমাদের দুজনের ব্যপারে এগিয়ে আসা দরকার ছিল। আমরা কি করেছি?
১। কেউ কারো পক্ষ নিয়েছি।
২। মজা দেখেছি। কারণ দুজনকেই পছন্দ করিনা।
৩। মাঝখানে থেকে চুপচাপ দেখেছি।

নিশ্চয়ই এমনটা উচিত ছিল না।

৪৬| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৪

নিমো বলেছেন: লেখক বলেছেন:
নিমো,
জুল ভার্নের প্রস্থান আপনাকে আমোদিত করেছে?
এর আগে উনি কি কারণে অনুপস্থিত ছিলেন?

উনি কেন, কারও প্রস্থানেই আমার আমোদিত হওয়ার কিছু নেই। উনার লেখায় বারবার উনার বিরদ্ধে হওয়া মামলা ও রায়ের কথা ঘুরেফিরে এসেছে। তাই জানতে চাওয়া। ব্লগের নিজস্ব এজেন্ডার কারণে অতীতেও অনেকে বলির পাঁঠা হয়েছে। কিছুদিন আগেও ব্লগ কর্তৃপক্ষ আরিফ জেবতিককে নিয়ে সুশীল কান্না করেছেন, কোন এক পোস্টে। অথচ এই আরিফ জেবতিকই এই ব্লগকে কর্পোরেট ব্লগ বলে আলাদা ব্লগ দিবস পর্যন্ত পালন করেছে। ব্লগের এজেন্ডা বাস্তবায়নে কেউ কাটা পড়লে বা অতিরিক্ত প্রশয় পেলে, সেটা থেকে ব্লগাররা পরাস্পারিক দোষাদোষিতে আসল দোষীই আড়ালে রয়ে যায়। এটা ব্লগাররা যত দ্রুত বুঝবে, ততই মঙ্গল।

৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শশুরবাড়ি বলতে ঠিক বুঝে উঠতে পারিনি ।

৪৭| ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৫

চারাগাছ বলেছেন:
লেখক বলেছেন:
আপনি ব্লগ পর্যবেক্ষণ করেন ?
আপনার চোখে কি কি ধরা পড়েছে যাতে মনে হয়েছে সেই কারণে জুল ভার্ন চলে গেলেন ?




নাহ আমি ব্লগ পর্যবেক্ষক নই।
তবে ব্লগে গরুপিং পক্ষ বিপক্ষ কাদা ছোড়াছুড়ি বেশ কাছে থেকে দেখেছি।

বিস্তর বলতে হলে পোস্ট দিতে হবে।

০১ লা এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দিন একটা পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.