নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ঝাপসা

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ২:০৮


সেই ফুটন্ত কৈশোর থেকে কপালের ভাঁজ গুলো
স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে।
খুঁজে পেলাম না কোনো সুসংবাদ
আশার বাণী , মধুরতম কোনো বাক্য।

অবাধ কৈশোর , মাটি চাপা দিয়েছি সেই কবে !

দুরন্ত যৌবন কেটে গেল
স্পষ্ট কপালের ভাঁজ গুলোকে সাথে নিয়ে।
সুসংবাদের পিছে,
ভালো থাকার পিছে
ভালো রাখার পিছে
সুদিনের পিছে ।

চল্লিশে এসে থমকে দাঁড়াই
কপালের ভাঁজ স্থায়ী হয়েছে সেই কবে
সেই সাথে যুক্ত হলো চশমা
এই চশমায় খুঁজে ফিরে হারিয়ে যাওয়া সব
অস্পষ্ট অক্ষর, প্রিয় কোন মুখ..

অতঃপর চশমার কাঁচ ঝাপসা হয় শুধু।





মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:



ধোয়ায় ঝাপসা হয়ে যাবে চশমা ও জীবনের কাঁচ।

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জীবন ঝাপসা হয়ে গেলে চশমায় অস্পষ্ট দৃষ্টি খেলা করে।
ঈদ কেমন কাটল?

২| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৭

শাওন আহমাদ বলেছেন: কপালের ভাঁজ স্থায়ী হয়েছে সেই কবে
সেই সাথে যুক্ত হলো চশমা
এই চশমায় খুঁজে ফিরে হারিয়ে যাওয়া সব
অস্পষ্ট অক্ষর, প্রিয় কোন মুখ...
ভালো ছিলো ভাইয়া।

পোস্টের মডেল কি আপনি?

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক ধরেছেন! এই ছবি যখন ক্যাপচার করা হয় তখন মডেলিং ডিজাইন দুটোই করা হয়। গায়ে দেখছেন বাংলাদেশ বিষয়ক টিশার্ট। ঐটার ফটোশুট করে এসে বসে ছবি উঠা। হাতে সিগারেট।

ধন্যবাদ আপনাকে।

৩| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এক্কেবারে বন্ধু।

ছবিটা কেমন হয়েছে। ছবিটা পোষ্ট করার পর থেকে সিগারেট টানতে মন চাইছে।

৪| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৩

শায়মা বলেছেন: জীবনবোধের কাব্য !

জীবনে দুঃখ হতাশা প্রবঞ্চনা সবই থাকবে। তবুও জীবনে আনন্দ ভালোবাসা ভালোলাগারাও থাকবে।

৪ কিংবা ৪০ জীবন মানেই যন্ত্রনা জীবন মানেই আনন্দ!

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জীবন মানেই আনন্দ।
আসলে আলাদা করে আনন্দ খোঁজার দরকার হয়না ।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:০২

চারাগাছ বলেছেন: ভালো লেগেছে।
কবিতা লেখা কমিয়ে দিলেন?

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ২:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা লিখি ।
পোষ্ট করিনা।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতা খুব ভালো হয়েছে। আপনি ভালো কবিতা লিখেন - জানা ছিলো না। +++


৭| ১৩ ই মে, ২০২৩ রাত ১২:৫৩

চারাগাছ বলেছেন:
ব্লখে স্মৃতিচারণ লেখা চলছে। আশাকরি আপনার সময় হবে।

৮| ১৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

মিরোরডডল বলেছেন:



ইভানুস্কার চশমার কাঁচ কি এতোটাই ঝাপসা হয়ে গেছে যে আজ সতেরো দিন সামুতে লগিন করতে পারছে নাহ!
আর ইউ ওকে?


৯| ২৭ শে মে, ২০২৩ রাত ১:০৮

চারাগাছ বলেছেন: একমাস হয়ে গেল।
আপনি কোন ঝামেলায় আছেন?
ভালো থাকবেন। এই প্রত্যাশা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.