নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
" গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করে, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। "
এটা অসমাপ্ত পোস্ট। ১৮ ই জুলাই থেকে ট্রমার ভেতর আছি। কিছু লিখতে পারছি না। অনেকরাত ঘুমাতে পারিনি। যা দেখেছি সহ্য করতে পারিনি। আমি নরম মনের মানুষ , অনেক কিছুই সহ্য করতে পারি না। কালাশনিকভে গুলি করতে দেখেছি , লাশ পড়তে দেখেছি , পুলিশের সাঁজোয়া যান আন্দোলনকারী ছাত্রের মাথার উপর তুলে দিতে দেখেছি। সেই মাথা গলা লাশ পরে থাকতে দেখেছি কয়েক ঘন্টা যাবৎ। এইগুলো কিছুই সহ্য হয়নি। রাতে ঘুম ভেঙে যেত। ছেলেটা বলতো বাবা কি হয়েছে ? দুষ্টু পুলিশ গুলি করছে। তুমি আর বাইরে যাবে না।
সেদিন বাড়ি ফিরে ছিলাম। অনেকেই ফেরেনি। কারো বাবা অপেক্ষা করেছে। কারো মা শেষ নাস্তা বেড়ে দিয়েছে সকাল বেলায়।
না ! আপাতত এটুকুই।
‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না স্যার!’ মাথা থেকে যাচ্ছে না।
দেয়ালে এমন একটা গ্রাফিতি দেখে ফেলবো শীঘ্র ই।
গুলির ভয়ে ওরা কোথাও যায়নি আর যায়নি বলেই নতুন ইতিহাসের জন্ম হয়ছে।
২| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৫
নয়া পাঠক বলেছেন: সমাজ ও রাস্ট্র থেকে সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম দূরে রাখতে হবে, দেশের আইন ও বিচার বিভাগ পৃথকীকরণ সহ প্রয়োজনীয় সংস্কার করে দিতে হবে যেন কোন সরকারই আর এই সব কর্মকান্ড না করতে পারে। সরকার ঠিকমতো কাজ করতে পারলে করবে নইলে তাদের ক্ষমতা হস্তান্তর করে পুনরায় দেশে নির্বাচন হবে।
৩| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ওদের দৃঢ়তায় অবশেষে স্যারের ক্ষমতা গেল। তিনি পালাতে গিয়ে ধরা পড়লেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা হলো।
৪| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৩
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম, কি নির্বিকারভাবে আমাদের মন্ত্রী এসব দেখছেন। ওদের প্রধানমন্ত্রী থেকে মেথর সবাইই এক রকমের মাইন্ডসেট নিয়ে থাকে। যারা ওদের সমালোচনা করবে, বিরুদ্ধে যাবে ওদের করে ফেলে দাও, মেরে ফেলো। আজ আর কেউ নেই যে/যারা তাদের জন্য সামান্য সিমপ্যাথি দেখাবে।
৫| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২
রাসেল বলেছেন: কারো কার্যক্রমের ফসল আপনার বর্ণনায় আমরা পড়লাম। দুঃখের বিষয় এই যে, অমানুষ আমরা অমানুষই রয়ে গেলাম। প্রকৃতি এর বিচারের দায়িত্ব নিক।
৬| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৭
অধীতি বলেছেন: এরপরেও অনেকে বলে যে হাসিনা সরকারই দেশের জন্য ভালো ছিল।
৭| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৯
হাবিব ইমরান বলেছেন:
কী নৃশংস। যারা এখনও সাপোর্ট করছে এসব, তারা প্রতিবন্ধী।
১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সোনাগাজী আমার পোষ্টের 'উচিত জবাব' দিয়ে গেছে। নিছে দেখুন।
৮| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৪
মোস্তফা সোহেল বলেছেন: এই সব শুয়োর গুলোর দ্রুত বিচার হতে হবে।
৯| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৬
আহলান বলেছেন: দ্রুত বিচারের আওতায় এনে বিচার কার্য্যকর করা হোক।
১০| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩০
শায়মা বলেছেন: কি ভয়ংকর দিন গেছে আরও সামনে কি আছে কে জানে?
১১| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৩
সোনাগাজী বলেছেন:
সোভি্য়েতর বাল্যকাল, নাকি পাকিস্তানী বাল্যকাল?
১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বানান ভুল আছেন। ঠিক করুন।
১২| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৫
নাহল তরকারি বলেছেন: শেখ হাসিনা কি এসব জানে?
১৩| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৭
রানার ব্লগ বলেছেন: স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় এখনো আসে নাই।
১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি সোনাগাজীর মন্তব্যটা পড়ুন। স্বস্তি আসবে কিভাবে?
১৪| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: যতই দেখি ততই অবাক হই। আল্লাহ অন্তর্যামী
১৫| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
গুলি করলে মরে একটা, বাকিডি যায় না স্যার!
- ভিডিওটি দেখেছি আমি, কেমন নির্বিকার চিত্তের বয়ান আর শ্রোবণ। কিন্তু ভিতরে ভিতরে ভিত নড়ে গেছিলো বুঝা যায়।
১৬| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৬
করুণাধারা বলেছেন: প্রার্থনা করি এই ট্রমা থেকে তাড়াতাড়ি বের হয়ে আসুন।
১৬ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার মেয়ে সন্তান কে আজ কোলে নিয়েছি। সব কাটিয়ে উঠবো একদিন।
১৭| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০০
জুল ভার্ন বলেছেন: এই জানোয়ারদের ছাড় দিলে শত শত শহীদের রক্তের অমর্যাদা হবে।
১৮| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:৫১
শ্রাবণধারা বলেছেন: আমাকে ট্রমাটাইজ করেছিলো ট্যাংক থেকে একটি ছেলেকে (যে তখনও বেঁচে ছিলো) নিচে ফেলে দেবার দৃশ্য আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে গুলি করে লাশ টেনে-হিচরে নিয়ে যাওয়ার দৃশ্য।
সেই হিসেবে এখানে পুলিশ কিছু সরলতার পরিচয় দিয়ে সত্যি কথাগুলো স্বীকার করেছে। এই মন্ত্রীটির কঠোর শাস্তির দাবি করছি।
উপরের গাধার বাচ্চাটিকে সময়ে সময়ে কানমলা দিতে ভুলবেন না। না দিলে সে পেয়ে বসবে।
১৬ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ব্লগিং করেন। কমেন্ট করেন।
চোখকান খোলা রাখুন।
১৯| ১৫ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৪৪
সোনাগাজী বলেছেন:
আপনি কি পুর্ব পাকিস্তানে, নাকি বাংলাদেশে জন্মেছিলেন?
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার জন্ম যুদ্ধের অনেক পরে।
২০| ১৫ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৪৫
সোনাগাজী বলেছেন:
কোমলমতিদের ধন্যবাদ, আমাদের হারিয়ে যাওয়া ব্লগার, জুল ভার্ণকে ব্লগে ফিরতে সাহায্য করেছে।
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দেশে আসার কথা ভুলে যান। কোমলমতিরা আপনার কানে ধরাবে।
২১| ১৫ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৪৮
সোনাগাজী বলেছেন:
ব্লগে আপনি নিজের সম্পর্কে অনেক কথা লিখতেন; আপনার কোন কথা আমার বিশ্বাস হয়নি।
১৬ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার সব কথা আমার বিশ্বাস হয়েছে।
২২| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কি নৃশংস! যারা এখনও সাপোর্ট করছে এসব, তারা দলান্ধ।
২৩| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৭
জটিল ভাই বলেছেন:
২৪| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ২:২২
চারাগাছ বলেছেন:
ট্রমা কাটিয়ে উঠুন। নতুন শিশু আর ছেলেকে নিয়ে ভালো কাটুক আগামী।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১১
বাকপ্রবাস বলেছেন: আল্লাহ দেখিয়ে দিল ফেরআউন এর দ্বিতিয় পর্ব