নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
ব্লগে আমি শৈশবের সোভিয়েত শিশু সাহিত্য নিয়ে লিখে থাকি। 'রাশিয়ান শৈশব ' নামে আমার একটা পরিচিতি আছে। হাসিনা খালেদা জামাত নিয়ে আমার কোন পোষ্ট আছে কিনা জানা নেই। আমি এসবের আগে পিছেও নেই।
বেশ কয়েকদিন ব্লগে লিখিনি। ১৮ জুলাইয়ের অভিজ্ঞতা নিয়ে পোষ্ট দিয়েছিলাম আজ। সেই পোষ্ট পড়ে ব্লগার সোনাগাজী বলেছেন 'সোভি্য়েতর বাল্যকাল, নাকি পাকিস্তানী বাল্যকাল?'
মানে উনি বলতে চাইছেন আমি পাকিস্তানপন্থি, ইনিয়ে বিনিয়ে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী বলেছেন।
কেন বলেছেন আমি এর জবাব চাই। আমি এটাকে ব্যক্তি আক্রমণ বলেই ধরে নিচ্ছি। খুব নিকৃষ্ট ব্যক্তিত্ব আক্রমণ। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
আমার বাবা ১৯৭১ সালে দুইবার পাকবাহিনীর হাতে ধরা পড়েন। তিনি ভেড়ামারা থানায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। তাও আবার পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের দিন ।আমার দাদা মাওলানা হবার পরেও পাকিস্তানকে সাহায্য করেনি বলে আমাদের বাড়ি পুড়িয়ে দেয়া হয়। কারণ 'দাদা সাচ্চা মুসলমান' ছিলেন না।
কোন হিসেবে সোনাগাজী আমার পোষ্ট পড়ে এমন মন্তব্য করলেন। ব্লগে আমি প্রতিবাদ জানিয়ে গেলাম।
আমার পোষ্ট
২| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ভাই , কোন হিসাবে বলেছে, এ কথার জবাব মিলবেনা।
তবে উনাদের কাছে মত-মনের অমিল কিংবা বিরোধী কাউকে পেলেই এই এক বহুল ব্যবহৃত অস্ত্র প্রয়োগ করতে দ্বিধা করেনা সত্য-মিথ্যার প্রভেদ ভুলে।
তবে, সময়ের সাথে সাথে এবং বহুল ব্যবহারের ফলে এ অস্ত্র যে ভোতা হয়ে গেছে কিংবা সমাজ থেকে এর উপযোগীতা হারিয়ে গেছে, তাই উনারা বুঝতে চায়না।
কি আর করা- দল কানাদের থেকে এর থেকে ভাল কিছু আশা করা নেহায়েত বোকামী।
৩| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: এত পরিষ্কার ব্যক্তি আক্রমণ। আমি এটার বিচার চাচ্ছি।
৪| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৪
রানার ব্লগ বলেছেন: ভদ্রলোক কেন যে অহেতুক এমন করে??!!
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনি 'অহেতুক' এমন করে না।
৫| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: :
জনাব সৌরভ,
সোনাগাজী আমার সামুতো কাকা। আমার কাগু। ওনার মাথার মগজ হাওয়া হয়ে গেলে সেখানে কুত্তার গু দিয়ে পূর দেওয়া হয়েছে।
অতএব, অনূগ্রহপূর্বক কাগুর যাবতীয় ছ্যাবলামী ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইগনোর করবেন।
এতে করে আপনি মানসিক স্বস্তিতে থাকতে পারবেন।
৬| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৩
মেঠোপথ২৩ বলেছেন: এই জাতীয় ব্যক্তি আক্রমনতো তিনি বছরের পর বছর করে যাচ্ছেন। কিন্ত বর্তমান রক্তক্ষয়ী আন্দোলন নিয়ে তিনি যে মাত্রার ব্যঙ্গ তামাশা করছেন তাতে উনার পার্মানেন্ট নিক ব্যান চাই। মডু এর আগে বলেছিল যে, উনাকে একটা শেষ সুযোগ দেয়া হয়েছে। আশা করি মডূ সেটা ভুলে নাই। জেনারেল করার কথা ছিল না তা। পার্মানেন্ট নিক ব্যান এর কথা ছিল।
একই সাথে কামাল ১৮ এর নিক ব্যান চাই।
১৮ই জুলাই বাংলাদেশে যখন ইন্টারনেট বন্ধ ছিল , সেই রাতের কথা ভুলব না আমারা কেউই। প্রবাসে বসে হিম হয়ে যাওয়া আতংকে তখন আমরা। জানি না দেশে কি হচ্ছে , কেমন আছে দেশ, আত্মীয় স্বজন। এই ব্লগ তখন শুধু চালু ছিল। সেই সময়ে এই সোনাগাজী ও কামাল ১৮র বিভৎস রুপ দেখে আমি স্তব্দধ হয়ে গিয়েছিলাম।১৯৭১ এর হানাদার বাহিনীর রুপ ধরে ছিল তারা। এই মানবতাবিরোধি অপরাধিদের সাথ একত্রে ব্লগিং করা খুবই কষ্টদায়ক।
৭| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গুরুজ্বী বেশ কিছু দিন হয় ছাড়া পেয়েছেন। এদিক সেদিক একটু কোমলমতি ঢুস মারতেছে, মন খারাপ কইরেন না।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনি কাউকে মন্তব্য করতে পারছেন না বলে সুখে আছেন। দেখলাম কোনো পোস্টে।
৮| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১১
ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: মডারেটর বলছেন কোন অভিযোগ থাকলে মেইল দিতে বা রিপোর্ট করতে। রিপোর্ট করুন উনাকে ব্যান করা হোক। ব্লগের অনেকের দীর্ঘকাল এর আশা উনাকে সোলেমানি ব্যান করানোর। তাদের আশা পূর্ণও হবে।
আমরা একজন ব্যাক্তি আক্রমণ কারীর বিচারই শুধু বার বার চাই।
৯| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
আঁধারের যুবরাজ বলেছেন: এই সব বিষয় আমাদের এড়িয়ে যাওয়াই ভালো। তাই বলে আমি সমর্থন দিচ্ছি না ওই মন্তব্য করার জন্য। সহ ব্লগারদের মাঝে একটু আধটু বাদানুবাদ বা কটাক্ষ হয়ে থাকে। কারো কথা পছন্দ না হলে তাকে নিজের পোস্টে ব্লক করে রাখা যায় ।
১০| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
নয়া পাঠক বলেছেন: এড়িয়ে গেলে তারা আরও লাই পেয়ে যাবে। তারা নিজেদের বিজয় হয়েছে বলেই মনে করবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী করছি। যদিও আমরা একটি গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সুস্থ্য ব্লগ আশা করছি। আর এতে যে কারও অধিকার সমান, কিন্তু তাই বলে দিনের পর দিন অন্যায় করেই যাবে যাকে যা ইচ্ছে বলে যাবে, গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবে এমন কাউকে আমরা এখানে চাই না।
১১| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
শেরজা তপন বলেছেন: প্রতিবাদ করলেও বিপদ না করলেও বিপদ।
তাকে নিয়ে কোন কথা বলা মানেই সময়ের অপচয় ছাড়া আর এখন কিছু মনে করি না।
১২| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
কামাল১৮ বলেছেন: এখানে বোঝার ভুল। আমাদের অনেকের শিশুকাল কেটেছে পাকিস্তানে।বেড়ে উঠেছি ভারতিয় লেখকদের বই পড়ে।তাই বলে এমন ভাবার কারণ নাই যে আমি ভারতীয় বা পাকিস্তানী হয়ে গেছি।আমি বাঙ্গালী।
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সেই পোষ্টে সূত্রপাত সেই পোষ্টের কমেন্ট পরে তারপর মন্তব্য করার উচিত ছিল।
আপনি হওয়ার উপর এসে মন্তব্য করলেন। আপনার বয়স হয়েছে , এমনটাই স্বাভাবিক।
১৩| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি।
বিনম্র শ্রদ্ধা।
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এখানে মুজিব এলো কথা থেকে। তার পক্ষে বিপক্ষে কোন লেখা আছে এখানে ?
১৪| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বয়স্ক মানুষ হয়তো এখনো ততো হিসেব করে চলেন না। আর এমনিতে এখন যে অবস্থা ওনার মাথা আরো আওলায়ে থাকার কথা। দেখছেন উৎসুক জনতা কি ভাবে ডিম ছূড়ছিল দেশের এক বিলিয়নারের ঘায়ে আরো মহা পন্ডিত আইন মন্ত্রীর ঘায়ে। জনতা যদি হাতের কাছে পাইতো সাইজ করে দিতো।
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার ধারণা উনি বরাবরই এমন ছিলেন। বাবা মা সাথে তেমন আচরণ করতেন এখন যেমন করেন। মানুষ ছোটবেলা থেকে অনেক কিছু শিখে আসে।
১৫| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৫
শ্রাবণধারা বলেছেন: সোনাগাজী নামের বর্বর এবং অশিক্ষিত লোকটির এই কথায় আপনি আহত এটি খুব স্বাভাবিক। তারপরও আমি বলব কোন এই নির্বোধের কথাকে আপনি ব্যক্তিগত ভাবে নেবেন না এবং একে সম্পূর্ণভাবে উপেক্ষা করুন।
১৬| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০১
করুণাধারা বলেছেন: সোনাগাজী একজন হিংসুটে, খালি কলসি বেশি বাজে ধরণের মানুষ। এর মন্তব্যকে গুরুত্ব দেবার কিছু নেই।
১৭| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:১৩
সোনাগাজী বলেছেন:
মন খারাপ করিয়েন না, আমি ভুলর গেছি যে, আপনি গোর্কির বাল্যবন্ধু; আলানুস্কার খেলার সাথী ছিলেন।
২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন খারাপ করবো কেন ?
আমার খেলার সাথিগুলো যথেষ্ট মননশীল ছিল। আপনার মত ঝগড়াটে নয়।
১৮| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:২১
সোনাগাজী বলেছেন:
@শ্রাবণধারা,
আপনি বলেছেন, "সোনাগাজী নামের বর্বর এবং অশিক্ষিত লোকটির এই কথায় আপনি আহত এটি খুব স্বাভাবিক। তারপরও আমি বলব কোন এই নির্বোধের কথাকে আপনি ব্যক্তিগত ভাবে নেবেন না এবং একে সম্পূর্ণভাবে উপেক্ষা করুন। "
-আপনি দ্বান্দ্বিক তত্বের মাঝে বেদুইনদের "কাফের" তত্বকে কিভাবে যেন মিলায়েছিলেন? আইএস তত্বকে কাজে লাগিয়ে?
১৯| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১৩
কথামৃত বলেছেন: আওয়ামী লীগ পালানোর পর উনার মাথা খারাপ হয়ে গেছে। পোস্টের পর পোস্ট দিচ্ছেন। উনি মানতেই পারতেছেন না হাসিনা পালিয়েছে। উনি শুইতে সেই দু:স্বপ্ন দেখতেছেন, খাইতে দেখতেছেন, বসতে দেখতেছেন, ঘুমে আতকে উঠতেছে, এমনকি বগ্লের সব লেখাতেও দেখতেছেন। মাইন্ড খাইয়েন না
২০| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৯
লিংকন১১৫ বলেছেন: স্বপ্নবাজ সৌরভ
সোনাগাজী আওয়ামী লীগের খাশ তো ভাইবাদ দেন,
সব পোষ্টে আবাল মার্কা কমেন্ট করে, ব্যক্তিগত আক্রমণ তো আছেই।
ছাত্র আন্দোলনের ঘোর বিরোধী
২১| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৬
জটিল ভাই বলেছেন:
ভাইরে, এই জিনিস নিয়া স্বয়ং ব্লগই বিরক্ত। এ নিয়া যতোই কথা বলেন, মনে হয় না কোনো লাভ হবে। আমি যাস্ট উহার পরিবারের কথা ভাবি যে কেমনে টলারেট করে! আদৌ পরিবার আছে কিনা সেটাও ভাবনার বিষয়।
২২| ২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
হাসিব শান্ত বলেছেন: আমি ২০১৮ সাল থেকে নিয়মিত প্রত্যেক টা পোস্ট পড়ি,আমি ব্লগার না, যাষ্ট একজন পাঠক; কিছুদিন আগে একটা নিক খুলেছি এমনেই
এই লোকটা আগে 'চাঁদগাজী' নিক চালাতো,সেখানে দেখতাম সবার সাথেই উনি কেমন নিচু দেখিয়ে মন্তব্য করেন। নিজেকে সবজান্তা ভাবেন। অনেক বার ব্যান খেয়েছে,পার্মানেন্ট ব্যান করেছেন 'চাঁদগাজী' নিকটাকে।
এখন সোনাগাজী নিক চালান,উনি কি মজা করে এসব স্পর্শকাতর মন্তব্য করেন কি জানে।
তবে আমার মনে হয় উনি একটা সাংঘাতিক লেভেল এর সাইকোপ্যাথ।
২৩| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৫
চারাগাছ বলেছেন:
আপনিও অতি আবেগে পোষ্ট দিয়েছেন। দরকার ছিল না।
তবে উনার সাম্প্রতিক আচরণের জন্য আবার ব্যান খাবেন বলে মনে হচ্ছে।
কিছু পোষ্টে দেখলাম আপনার ছেলের অসুখের ব্যপারে উনার সীমাহীন আগ্রহ।
আপনিও তাল দিয়েছেন। ব্যাপারটা অনেকের নজরে এসেছে।
শূন্য সারমর্ম আপনাকে খুঁজেছেন। জরুরী দরকার থাকতে পারে।
২৪| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৯
জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় যাদের উনার সাথে যায় না তারা উনাকে ব্লক দিলেই তো হয় যায়।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কি হয় ?
২৫| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
গাজী একটা পাজি।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আবার শুরু হইছে।