|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
১৫ আগস্ট ২০২৪। সকাল ১০টা বেজে ৪৫ মিনিট। মেয়ে সন্তান কোলে নেয়ার অনুভূতি প্রকাশ করতে পারছি না। 
হয়তো আবার লেখা শুরু করবো। যেখানে বাপ ছেলে আর মেয়ের গল্প লেখা থাকবে। লিখবো হয়তো আবার। ধন্যবাদ।
 ২২ টি
    	২২ টি    	 +৪/-০
    	+৪/-০২|  ১৬ ই আগস্ট, ২০২৪  ভোর ৬:২৫
১৬ ই আগস্ট, ২০২৪  ভোর ৬:২৫
শ্রাবণধারা বলেছেন: অভিনন্দন। আপনার সন্তানদের জন্য দোয়া আর অনেক অনেক শুভকামনা রইলো।
৩|  ১৬ ই আগস্ট, ২০২৪  সকাল ৮:১৫
১৬ ই আগস্ট, ২০২৪  সকাল ৮:১৫
রাসেল বলেছেন: অভিনন্দন।
৪|  ১৬ ই আগস্ট, ২০২৪  সকাল ৮:২০
১৬ ই আগস্ট, ২০২৪  সকাল ৮:২০
সোনাগাজী বলেছেন: 
যাক, মেয়েটা আপনাকে কিছুটা শান্তি এনে দেক; গতকাল তো পাড়া মাথয় তুলেছিলেন, আমি আপনাকে ব্যক্তি আক্রমণ করেছিলাম।
  ২৪ শে আগস্ট, ২০২৪  দুপুর ২:১৮
২৪ শে আগস্ট, ২০২৪  দুপুর ২:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
'পাকিস্তানি শৈশব' বলতে আপনি কি বুঝিয়েছিলেন ? 
আলাদা পোস্ট দিন।  মন্তব্য করবো।
৫|  ১৬ ই আগস্ট, ২০২৪  সকাল ৯:০৯
১৬ ই আগস্ট, ২০২৪  সকাল ৯:০৯
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
একটি স্মরনীয় দিনে আপনি এক মেয়ে সন্তানের  গর্বিত  পিতা হলেন! 
অভিনন্দন।
৬|  ১৬ ই আগস্ট, ২০২৪  সকাল ৯:৩৬
১৬ ই আগস্ট, ২০২৪  সকাল ৯:৩৬
নিগানন্দ নহায়ন বলেছেন: শুভ কামনা
৭|  ১৬ ই আগস্ট, ২০২৪  দুপুর ১২:১৩
১৬ ই আগস্ট, ২০২৪  দুপুর ১২:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক দোয়া রইলো
৮|  ১৬ ই আগস্ট, ২০২৪  দুপুর ১:১৫
১৬ ই আগস্ট, ২০২৪  দুপুর ১:১৫
মিথমেকার বলেছেন: অভিনন্দন! 
অনেক অনেক শুভ কামনা!!!
৯|  ১৬ ই আগস্ট, ২০২৪  দুপুর ১:৩৯
১৬ ই আগস্ট, ২০২৪  দুপুর ১:৩৯
নতুন বলেছেন: কন্যা সন্তান বাবার জীবনে পরীর মতন। জীবনটাকে বেহেস্ত বানিয়ে দেয়।  
কন্যা সন্তানের জন্য মা এবং বাবাকে শুভেচ্ছা। 
See what happened to WWF champion The Rock. When He becomes a father. 
 
১০|  ১৬ ই আগস্ট, ২০২৪  বিকাল ৩:২৮
১৬ ই আগস্ট, ২০২৪  বিকাল ৩:২৮
শেরজা তপন বলেছেন: ওয়াও শুভ কামনা রইল
১১|  ১৬ ই আগস্ট, ২০২৪  রাত ১১:২২
১৬ ই আগস্ট, ২০২৪  রাত ১১:২২
করুণাধারা বলেছেন: অভিনন্দন ও শুভকামনা... 
বড় ভাইয়ের প্রতিক্রিয়া কী?
  ০২ রা সেপ্টেম্বর, ২০২৪  বিকাল ৩:১৪
০২ রা সেপ্টেম্বর, ২০২৪  বিকাল ৩:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
নিহাল হঠাৎ  করেই বড় হয়ে গেছে।  ওর জন্য আমার খারাপ লাগছে , এতো তাড়াতাড়ি বড় হওয়া উচিত হয়নি।
১২|  ১৬ ই আগস্ট, ২০২৪  রাত ১১:২৪
১৬ ই আগস্ট, ২০২৪  রাত ১১:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়ের বাবা হওয়ায় আপনার জন্য শুভকামনা।
১৩|  ১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:১৯
১৭ ই আগস্ট, ২০২৪  সকাল ১১:১৯
জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।
১৪|  ১৮ ই আগস্ট, ২০২৪  বিকাল ৫:২৫
১৮ ই আগস্ট, ২০২৪  বিকাল ৫:২৫
মিরোরডডল  বলেছেন: 
Lucky you're!!
Congratulations!!!
ভাবছি ইভানুশকার মেয়ে বাবুটার নাম কি হবে  
 
fairy queen, Tatiana?
goddess of love & beauty, Lada?
or shining light, Yelena!
  ০২ রা সেপ্টেম্বর, ২০২৪  বিকাল ৩:২০
০২ রা সেপ্টেম্বর, ২০২৪  বিকাল ৩:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
  
   
রূপের ডালি খেলা
১৫|  ১৮ ই আগস্ট, ২০২৪  রাত ৯:২২
১৮ ই আগস্ট, ২০২৪  রাত ৯:২২
ইমরান৯২ বলেছেন: Congratulations.
১৬|  ২১ শে আগস্ট, ২০২৪  রাত ২:২৭
২১ শে আগস্ট, ২০২৪  রাত ২:২৭
চারাগাছ বলেছেন: 
অভিনন্দন। 
করুণাধারা নিহালের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন।
১৭|  ২২ শে আগস্ট, ২০২৪  দুপুর ২:৪৯
২২ শে আগস্ট, ২০২৪  দুপুর ২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অভিনন্দন ও দোয়া রইল রাজকন্যার জন্য।
১৮|  ২৩ শে আগস্ট, ২০২৪  ভোর ৬:০৫
২৩ শে আগস্ট, ২০২৪  ভোর ৬:০৫
খায়রুল আহসান বলেছেন: কন্যা সন্তানের গর্বিত জনক হওয়া উপলক্ষে আপনাকে এবং কন্যার মা-জননীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 
করুণাধারা জানতে চেয়েছেন বড়ভাই নিহালের প্রতিক্রিয়া আর মিরোরডডল জানতে চেয়েছেন নবজাতকের নাম। তাদের মত আমিও তা জানতে চাই।
  ২০ শে সেপ্টেম্বর, ২০২৪  বিকাল ৫:৫৩
২০ শে সেপ্টেম্বর, ২০২৪  বিকাল ৫:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সবকিছু নিয়ে একদিন পোষ্ট দিবো।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২৪  ভোর ৪:৫২
১৬ ই আগস্ট, ২০২৪  ভোর ৪:৫২
রবিন_২০২০ বলেছেন: Congratulations.