নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

জেনারেশন৭১ এর ব্লগটি \'স্থগিত অথবা বাতিল করা হয়েছে\'....

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২


জেনারেশন৭১ এর ব্লগটি 'স্থগিত অথবা বাতিল করা হয়েছে'.... । উনি হয়তো আবার নতুন নিকে ফিরে আসবেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে লেখা পোস্ট গুলো মিস করবো।

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম । কী আর করা। সবুজ করেন। আবার লিখবেন হয়তো। তখন পড়িয়েন

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনার অনেক ভাবনা আমার কাছে সঠিক মনে হয় না।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৭

সৈয়দ কুতুব বলেছেন: এ আর নতুন কি ! সমালোচনা করে ব্যান খাওয়া উনার অভ্যাসে পরিণত হয়েছে। উনি এতে মোটেই চিন্তিত নন। B:-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনি কার সমালোচনা করা ব্যান খেলেন ?

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি লেখেন ভালো কিন্তু দোষ হলো খোঁচা দিয়ে কথা বলা সবাই কে ঢালাও ভাবে বেকুব বলা আরো অনেক কিছু বিশেষনে বিশেষায়িত করা। আমার ব্যক্তিগত মতামত উনি লোক হিবেবে খারাপ না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"আমার ব্যক্তিগত মতামত উনি লোক হিসেবে খারাপ না।"
আমার তাই মনে হয়। তবে উনাকে নিয়ে আমার আলাদা বিশ্লেষণ আছে।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৯

নতুন বলেছেন: চাদগাজী বেশ কড়া সমালোচনা করেন। মাঝে মাঝে ব্যক্তিআক্রমন করেন। সেটা নিয়ে তাকে অনেকবার বলেছি। হয়তো বয়সের কারনে অল্পতেই মেজাজ খারাপ হয়ে যায়।

তাকে রাগিয়ে তোলার জন্যও অনেকেই চেস্টা করে যায়, অনেকে মাল্টি নিকও খুলে তাকে ত্যাক্ত করে।

কিন্তু কোন ব্লগারের মতের সাথে অমিল হলেই তাকে তাড়িয়ে দিতে হবে সেটা সম্পর্ক একটা ভুল ধারনা।

যারা্ উনার সমালোচনা করে তাদের চেয়ে চাদগাজীর লেখার হাত ভালো, বিশ্লেষন ক্ষমতা ভালো ।

আশা করি উনি নতুন নিককে ফিরে আসবেন এবং ঝামেলা এড়িয়ে লেখা চালিয়ে যেতে পারবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কড়া সমালোচনা আর ব্যক্তি আক্রমণ এক জিনিস না।
উনি সেদিন ব্লগিংয়ের ক্ষেত্রে এটা অনুভব করবেন সেদিন থেকে ঝামেলা এড়িয়ে চলতে পারবেন।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




উনি ভুল তথ্য দেন। আমি অনেকবার উনার ভুল তথ্য ধরিয়ে দিয়েছি।

তবে, ব্লগের প্রতি তাঁর অসাধারণ টান।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনার শেষ কয়েকটা পোষ্ট পড়ে ধরে নিয়েছিলাম উনি থাকবেন না।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫০

সৈয়দ কুতুব বলেছেন: সবাই এখানে আসে হালকা পাতলা আনন্দ লাভের জন্য। অনেকে অনেক কিছু লিখে নিজের মনের আনন্দ থেকে। কিন্তু গাজী সাহেব অনেক সিরিয়াস মানুষ। উনার চিন্তা ভাবনার সাথে আমাদের ভাবনা চিন্তা মিলে না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শ্রদ্ধেয় ব্লগার জুল ভার্ন কে টেনে এনে পোষ্ট দেয়ার কোন মানে ছিল না।
এবং সেই সাথে হেয় করেছেন তাঁকে।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: @সৈয়দ মশিউর রহমান ভাই। আমার মতে যিনি ভদ্রলোক তিনি সবজায়গাতেই ভদ্রতা বজায় রাখেন। বাস্তবে ভদ্রলোকের মত আচরন করবেন আর ব্লগে এসে সবাইকে স্টুপিড, গার্বেজ, জামাত-শিবির বলে গালি দিবেন এটা কেমন কথা ? ওনার লিখা পড়লে মনেহয় যে উনি ব্লগারদের জন্য একটি স্টান্ডার্ড তৈরি করে দিয়েছেন এবং আমাদের ঐ স্টান্ডার্ড মেইনটেইন করতে হবে। নিজস্ব কোনো পছন্দ অপছন্দ থাকতে পারবে না। ওনার ইচ্ছা মোতাবেক লিখতে হবে। এটাতো একধরনের ফ্যাসীবাদী মানষিকতা।

আমি ওনার লিখায় কখনো মন্তব্য করিনি কিন্তু উনি আমার পোস্টে এসে অযাচিতভাবে অনেক খারাপ মন্তব্য করেছেন। উনার উপর আমার বিরক্তিটা এখন প্রায় ঘৃনার পর্যায়ে চলে গেছে। যাহোক মতামত প্রকাশের স্বাধীনতা সবার আছে তাই বলে কেউকে অপমান করার ব্লাঙ্ক চেক কেউকে দেয়া হয়নি। আমি জানি উনি বেহায়ার মতো আবারও নতুন আইডি খুলে ব্লগে সক্রিয় হবেন এবং আমাদের পোস্টে র্নিলজ্জের মতো কমেন্ট করবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মানুষ কে হেয় করা কোনভাবেই ভাল ব্যপার নয়।
আমি বেশ কয়েকবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

নজসু বলেছেন:



শ্রদ্ধেয় চাঁদগাজী, হয়তো আবার ফিরে আসবেন নতুন বেশে।
উনার স্থানে আমি হলে আর ফিরতাম না।
ব্লগের প্রতি আসলেই উনার প্রচন্ড টান।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগের প্রতি আমার টানও কম ছিলো না।
অফিসের ফাঁকে ব্লগে সময় দিতাম।
ভালো লিখতে পারিনা বলে এগোতে পারিনি।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

মিরোরডডল বলেছেন:





নতুনের মন্তব্যের সাথে সম্পূর্ণ সহমত।
খেলাঘর কিন্তু অন্য কারো পোষ্টে কমেন্ট করতে পারেন না।
যাদের ওনার সাথে প্রবলেম হয়, তারা ওনার পোষ্টে না গেলেই হয়।
অনেকের পোষ্ট নিয়ে উনি কমেন্ট করতে না পারায় ওটা নিয়ে আলাদা পোষ্ট করেন।
অনেক সময় ওনার স্বভাবসুলভ উল্টাপাল্টা বলে বলেন, সেটাকে ইগ্নর করলেই হয়।

এতো বছরে আমরা সবাই জানি যে উনি নিজের কিছু সমস্যা কন্ট্রোল করতে পারেন না।
কিন্তু আমরাতো চাইলেই পারি, সেই ত্রুটিগুলো উপেক্ষা করে একটু মানিয়ে নিতে।
ওনার অপারগতাসহ ওনাকে গ্রহণ করতে।

পরিবারের মুরুব্বিরা অনেকসময় অকারণ অবুঝের মতো বকাঝকা করে। শিশুসুলভ আচরণ করে, আমাদের অনেক কিছু তারা মেনে নিতে পারেনা। যা হয়তো আমাদের ভালো লাগে না কিন্তু তাই বলে কি আমরা তাদের ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখি? কথা বলতে দেই না? সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেই?
নাহ! আমরা মানিয়ে নেই, বোঝার চেষ্টা করি যে এই বয়সে এমন হয়।

ঠিক সেইভাবে যদি আমরা ওনাকে একটু মানিয়ে নেই, ওনাকে ওনার মতো থাকতে দেই, পাল্টাপাল্টি না করি অভিযোগ না করি, তাহলে কোন সমস্যাই হয়না।

কিছুদিন পরপর মানুষটাকে দলছুট, একা করে দেয়া হয়। ভাবতেই খারাপ লাগে।
স্যরি খেলাঘর, আমরা মানবিকতার কথা শুধু মুখেই বলি, আমাদের কাজ দিয়ে বারবার প্রমাণ করি আমরা কতটা অমানবিক!!!!
ভালো থাকবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি প্রথম প্রথম আপনার মতোই ভাবতাম।
উনার কারো ব্লখে গিয়ে মন্তব্য করা লাগে না।
ব্লগার জুল ভার্নের একটা পোস্টের প্রেক্ষিতে একটা পোস্ট দিলেন। জুল ভার্ন কে হেয় করলেন।
উনি এমনটাই করে থাকেন।

আমার আত্মকথা, সোভিয়েত শৈশব উনার পছন্দ না। তাই বলে হেয় করতে পারেন না। কড়া সমালোচনা আর ব্যক্তি আক্রমণ একটা।
একটা পোস্টের বিপরীতে আমাকে 'পাকিস্তানী শৈশব' শুনতে হয়েছিল।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আমরা একটি আনুষ্ঠানিক তথ্য যুক্ত করতে চাই - আপাতত আর কোন নতুন নিকে আসতে পারবেন না জেনারেশন৭১/ চাঁদগাজী/ সোনাগাজী।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রিয়েলিটি মেনে নেয়া ছাড়া উপায় নেই ।

উনার শেষের কয়েকটা পোষ্ট পড়ে সন্দেহ হয়েছিল।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

এ পথের পথিক বলেছেন: উনি নিজের চিন্তা ভাবনাকে অনেক বড় কিছু মনে করেন । দেশ রসাতলে গেল, আমরা কেন ৭১ নিয়ে, চেতনা নিয়ে অথবা আম্লিক নিয়ে তার পক্ষে বলি না তার আফসোস টাইপ কথা বার্তা । আর কথায় কথায়, পোস্টে পোস্টে জামাত শিবির থাকবেই ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধর্মের কথা বাদই দিলাম।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

বাকপ্রবাস বলেছেন: প্রচন্ড ব্যাক্তি আক্রমণ করে থাকেন, দৃষ্টিকটু এবং অসুন্দর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সঠিক।
অনেকভাবে বোঝানো হয়েছিল।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৪

জুল ভার্ন বলেছেন: শুরু হয়েছে কান্নাকাটি!

কী সুন্দর যুক্তি! "যাদের সাথে ওনার প্রব্লেম হয় তারা ওনার পোস্টে না গেলেই হয়"- তবুও তাকে অসভ্যতা করতে দেওয়া হোক!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
উনার পোষ্টে কারো যাওয়া লাগে না।
উনিই ব্লগারকে টেনে এনে পোষ্ট দেন।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: আপাতত আর কোন নতুন নিকে আসতে পারবেন না জেনারেশন৭১/ চাঁদগাজী/ সোনাগাজী।


সামুটিমের এই সিদ্ধান্ত বা কমেন্টটি কারো কারো জন্য দুঃখজনক বা সুখজনক বা রাগ জনক। আমরা সব সময় দেখেছি কাউকে ব্যানড করলে সেই নিক আবার নতুন নিকে ফিরে আসতে পারে। খুব কিছু ক্ষেত্রে দেখেছি কোনো কোনো ইউজার কোনো নিকেই আসতে পারবেনা এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অনেকেই বলেন যে এসবই সামুটিমের স্বৈরাচারী মনোভাবের কারণ। অথচ বিপুল পরিমান দাবী দাওয়া বা সুনির্দিষ্ট প্রমানের ভিত্তিতেই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। সামুটিম কখনও একা কোনো সিদ্ধান্ত নিতে যায় না বা পারে না। সামু ব্লগার্সও কখনও কোনো অন্যায় আবদার করলেই সামু টিম তা মেনে নেবেন সেটাও হয় না।

সামু নীতিমালা বিরোধী কার্য্যক্রম সুস্পষ্ট প্রমানের ভিত্তিতে প্রমানিত হলেই সেই ব্লগারের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়।কিছু অনুসারীরা বলবেন সমালোচনা নিতে পারে না যারা তারাই অন্যকে ব্যান করার দাবী জানান। কথাটা কি সঠিক? সমালোচনার নামে অকারণ অযথা গায়ে পড়ে উল্টা পাল্টা যা তা বলা অপমান করা, এমনকি কেউ কিছু লিখতে পারেনা শুধু আমি এবং আমার অনুসারীরা ছাড়া..... এমন ধরনের হামবড়ামী এবং ছেলেমানুষী বোকামী শুধু সামু নহে পৃথিবীর কোথাও গ্রহনযোগ্য নহে।


যাইহোক সাধারনত সেইফ ব্লগারেরা ব্যানড হয় বা নিষিদ্ধ হয়। এবারে সেফ হবার আগেই ব্যান্ড এটাই নতুন দৃষ্টান্ত হলো। :(

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

জুন বলেছেন: সামু টিমকে ধন্যবাদ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি উনাকে কখনো অসম্মান করিনি। কাউকেই করিনি।
যদিও হেয় করেছেন কয়েকবার।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

জুল ভার্ন বলেছেন: ব্লগের পরিবেশ যারা ভালো চান: এই পোস্ট এবং পোস্টের পক্ষে যারা মন্তব্য করেছেন তাদের সবার বিরুদ্ধে রিপোর্ট করা উচিৎ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই পোস্ট কারো পক্ষে দেয়া হয়নি।
যদি তেমন মনে করে থাকেন তবে ভুল বুঝেছেন প্রিয় জুল ভার্ন।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: সামু টিমকে ধন্যবাদ।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৮

জুল ভার্ন বলেছেন: @সামুব্লগ টীম, ভুল করে অপাত্রে লাইক পড়ে গিয়েছে- এই লাইক কি ফেরত নেবার কোনো পদ্ধতি আছে?

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩২

আদিত্য ০১ বলেছেন: সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আমরা একটি আনুষ্ঠানিক তথ্য যুক্ত করতে চাই - আপাতত আর কোন নতুন নিকে আসতে পারবেন না জেনারেশন৭১/ চাঁদগাজী/ সোনাগাজী।

আপনারা একটা ব্লগিং সংবিধান বানান যে এই ব্লগে আসতে হলে ৭১ এর পক্ষে কথা বলা যাবে না। জেনারেশন৭১/ চাঁদগাজী/ সোনাগাজী ৭১ নিয়ে কথা বলেন, আর উনা ব্লগ বেশি মানুস পড়ে, এই ব্লগে লেখাটা এত বেশি পড়া হয় খুব কমই।

যাইহোক, ব্লগিং-এ টিম ভাইয়েরা আপনারা ভালো করে লিখে দিবেন যে যারা ৭১ বা পাকি বিরোধী কথা বলবে তাদের আর এই ব্লগে আসতে দেওয়া হবে না। ব্লগিং না করলে কি এমন হবে। সামু যে পাকি দোসররা চালায় তা স্পষ্ট, ব্যান করলে কি এমন ক্ষতি হইয়ে গেলো জেনারেশন৭১/ চাঁদগাজী/ সোনাগাজীর। বরং আপনারা আপনাদের পাকি পরাজিত শত্রুদের দোসরের পরিচয় দিছেন

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৪

আদিত্য ০১ বলেছেন: পাকিদের নিয়ে প্রশংসা করলে, ৭১ নিয়ে বিরোধী পোস্ট দিলে আজকে জেনারেশন৭১/ চাঁদগাজী/ সোনাগাজী সামু টীমের একজন হতে পারতেন।

সামু টীম মেম্বার আপনারা আপনাদের পাকিদের পা চেটে ব্লগিং পরিচালনা করেন, তাতে কি এমন ক্ষতি হয়ে যাবে। ৭১ এর পরাজিত পাকিদের পদ লেহন করেন আর সামুতে মজ মাস্তি করেন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনার পর্যবেক্ষণ ভুল।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ইহাকেই বলে বক স্বাধীনতা।
চামচামি করলে সব ঠিক।
তীব্র নিন্দা জানাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি কিন্তু টিকে আছেন। স্বাধীনভাবে মন্তব্য করতে পারছেন।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: এটা অন্যায় হয়েছে। বছরের পর বছর ধরে চাঁদগাজীর সাথে অন্যায় করা হচ্ছে।
যারা এই অন্যায় করেছেন তারা অবশ্যই শাস্তি পাবেন। দেরী হোক, যায়নি সময়।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

কিরকুট বলেছেন: জঘন্য !!

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৯

শাহ আজিজ বলেছেন: কি এমন ক্ষতি হতো চাঁদগাজি থাকলে । কম করে হলেও আমরা অনেকেই মজা লুটছিলাম ব্লগে । তাকে আসতে দিন , লিখতে দিন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

সত্য কথা হচ্ছে আমি তার পোস্ট পড়তাম।
রাজীব নূর , সোনাগাজী , গোফরান , জুল ভার্ন , শূন্য সারমর্ম --- এদের পোস্ট নিয়মিত পড়া হতো।

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩১

রাসেল বলেছেন: ইহা একটি সামাজিক পাবলিক প্লাটফর্ম, এর মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে। ব্যক্তি আক্রমন করা খারাপ, তারচেয়েও খারাপ মানুষকে মিসগাইড করা। কোন উদ্দেশ্য ছাড়া কেউ আপনাকে বিভ্রান্ত করবে না। সামু টিমকে ধন্যবাদ।

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জুলাই, ২৪ এর গণঅভ্যুত্থানকে তিনি স্বীকার-ই করেন না!

উনাকে শেখ সাহেব ও তার সর্বশেষ প্রতিনিধিদের কর্ম নিয়ে কথা বলেছিলাম - উনি আমাকে ভালো পাকি উপাধি দিয়েছেন এবং ২৪ থেকে আমি কি পেয়েছি তা জানতে চেয়েছেন।

৭১ এর কি শুধুই শেখ পরিবার? আর এই পরিবারের অন্যায়, জুলুম নিয়ে যেই ব্লগে লিখুক তিনি হায়নার মতো ঝাঁপিয়ে পড়তেন ও চরম অপমান করতেন।

উনি মুক্তিযোদ্ধা পরিচয় দেন, উনি নিজেকে সর্বজ্ঞানী ও চরম মেধাবী মনে করেন- যা বিকার মানসিকতার বহি:প্রকাশ ছাড়া আর কিছুই নয়।

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বার বার একই ভুল করে পার পাওয়া যায় না।

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৪

পারস্যের রাজপুত্র বলেছেন: উনি উল্টাপাল্টা লিখতেন

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৯

কু-ক-রা বলেছেন: অতঃপর উহা (পাঁদগাজী) উষ্টা খাওয়া পূর্বক ব্লগ হইতে বিতাড়িত হইল। উহা (পাঁদগাজী) প্রকৃতপক্ষে মানসিক ভাবে পার্ভার্ট, বিকৃত বুদ্ধিবৃত্তি সম্পন্ন একজন বুড়া হাবড়া ছিল। উহার বিভিন্ন প্রকারের অভিজ্ঞতা থাকায় এবং উহা ছুপা-ফ্যাসিষ্ট হওয়ায় অত্র ব্লগের সকল বিকৃত রুচি এবং মস্তিষ্কের লোকজন উহাকে উৎসাহ উদ্দ্বিপনা প্রদান করা পূর্বক একধরণের নোংরা আনন্দ লাভ করিত।

৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৪

আঁধারের যুবরাজ বলেছেন: শাহ আজিজ বলেছেন: কি এমন ক্ষতি হতো চাঁদগাজি থাকলে । কম করে হলেও আমরা অনেকেই মজা লুটছিলাম ব্লগে । তাকে আসতে দিন , লিখতে দিন ।
- শাহ আজিজ ভাইয়ের সাথে সহমত।

৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


লেখক বলেছেন:
আপনি কিন্তু টিকে আছেন। স্বাধীনভাবে মন্তব্য করতে পারছেন।


আমি টিকে যাইনি।
আমি কোন পোস্ট দিই না।
আমার পোস্ট থাকে না।
তাই আর দেই না।

দেশে এখন বক স্বাধীনতা আছে। মতপ্রকাশের স্বাধীনতা। মিডিয়া শেষ। এর চেয়ে ফেসবুক অনেক ভালো।

৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


২৪ সালে কোন গণঅভ্যত্থান হয়নি।
প্রতারণার আন্দোলন হয়েছেন।
একে গণঅভ্যত্থান বলা চলে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.