![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল নাকি যুদ্ধাপরাধী সাঈদীর চেহারা চাঁদে দেখা গেছে। দিনাজপুরের লোকজন দেখেছে বলে ব্লগে পড়লাম। অবশ্য চাঁদে সাঈদীর কোন্ চেহারা দেখা গেছে তা জানা যায়নি। সাঈদীর একটা নৃশংস চেহারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যায়। সেটা, নাকি সাঈদীর স্বাভাবিক চেহারা, যেটা ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় সেটা। বর্তমান বয়সের চেহারা নাকি তার যুবক বয়সের চেহারা যে বয়সে তিনি ধর্ষন, খুন লুন্ঠন করেছিলেন ? এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
চাঁদে চেহারা দেখা যাওয়া সম্পর্কে আমার এক অভিজ্ঞতার কথা বলি। দেওয়ানবাগী পীরের এক সিরিয়াস ভক্ত একদিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে আমাকে বললেন, ‘ভাই চাঁদে বাবাজানের চেহারা মোবারক দেখা যাচ্ছে।’
আমি বললাম,‘আপনার বাবার চেহারা চাঁদে ? বাহ বেশ ভালো তো। সবার এমন সৌভাগ্য হয়না।’
তিনি বললেন,‘ না আমার মুর্শেদ দেওয়ানবাগী পীর সাহেবের চেহারা চাঁদে দেখা যাচ্ছে।’
আমি বললাম,‘আরো ভালো। আরো ভালো।’
কিন্তু তিনি এ তথ্য জানিয়েই ক্ষান্ত নন। আমাকে জোর করতে লাগলেন চাঁদ দেখতে প্রেসক্লাবের বাড়ান্দায় যেতে। আমার ইচ্ছে না থাকলেও তার পীড়াপীড়িতে বাড়ান্দায় গেলাম। গিয়ে চাঁদের দিকে তাকালাম। চাঁদে কোন মানুষের ছবি দেখতে পেলাম না। চাঁদে তাকালে সব সময় আমি মুরগীর একটা আকৃতি দেখতে পাই। আগে মোরগ মার্কা মশার কয়েলে যেমন একটা মুরগীর ছবি থাকতো। মুরগীর ছবি কিন্তু আবার পুরো মুরগী না। একটু কয়েল কয়েল। সেরকম একটা ছবি দেখলাম চাঁদে। দেওয়ানবাগী পীরের ভক্তকে জানালাম কারো চেহারা আমি চাঁদে দেখতে পাচ্ছি না। মুরগীর মতো কিছু একটা দেখতে পাচ্ছি। ভাবলাম তিনি হতাশ হবেন।
কিন্তু তিনি হতাশ হলেন না।
বিপুল উৎসাহে আমাকে এবার পীর সাহেবের চেহারা দেখার জন্য নানা পদ্ধতি বের করতে লাগলেন। এক চোখ বন্ধ করে, একটু বেশি মনোযোগ দিয়ে। প্রেসক্লাবের বাড়ান্দা ছেড়ে ছাঁদে গিয়ে। কিন্তু কোনভাবেই আমি পীর সাহেবের ছবি দেখতে পেলাম না। বারে বারে দেখলাম সেই মুরগীর ছবি।
এ ঘটনার কয়েকদিন পরে লোকনাথ ব্রক্ষ্মচারির এক ভক্তের সাথে আমার শীতলক্ষ্যা নদীর পাঁচ নাম্বার ঘাটে দেখা। তিনি বললেন, লোকনাথ বাবার চেহারা চাঁদে দেখা যাচ্ছে। দেওয়ানবাগী পীর সাহেবের ভক্তের মতো তিনিও আমাকে প্রায় টেনে নদীর পারে নিয়ে গেলেন। চাঁদে বাবার চেহারা দেখতে বললেন। আমি দেখার চেষ্টা করলাম। পারলাম না। আবারো ঝামেলা পাকালো সেই মুরগী। লোকনাথ বাবার ভক্ত হতাশ হয়ে চলে গেলেন।
সাঈদীর চেহারা চাঁদে দেখা যাচ্ছে শনিবার রাতে এমন কথা শোনার পর আমি আবারো চাঁদে তাকালাম। দেখি চাঁদে কারো চেহারা দেখা যায় কিনা। বেশ চেষ্টা করলাম চাঁদে সাঈদীকে দেখার। কিন্তু আবারো সেই মুরগী। হায় মুরগী, মুরগীরে। এই মুরগী কেন চাঁদ ছাড়েনা ? #
২| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪
কলাবাগান১ বলেছেন: পৃথিবী থেকে যদি চাদে মানুষের চেহারা দেখা যায়, তাহলেতো এ্যাপোলো মিশনের পতাকাও দেখা যাওয়ার কথা
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮
শরীফ উদ্দিন সবুজ বলেছেন: যারা এর আগে চাঁদে নানাজনের চেহারা দেখেছেন তারা উঁকি মেরে দেখতে পারেন।
৩| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪
অলিভার বলেছেন: লাম্পট্যের ষোলকলা পুর্ন করতেই তাঁর চাদে গমন !
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯
শরীফ উদ্দিন সবুজ বলেছেন: হায়রে এই কথা!
৪| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮
বর্ণান্ধ বলেছেন:
৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮
ক্যাপ্টেন জুক বলেছেন: ময়না পাখি, টিয়া পাখি ছাড়িয়া ছাইদী এখন চান্দের বুড়ির দিকে হাত বাড়াইয়াছে
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০১
শরীফ উদ্দিন সবুজ বলেছেন: নাইজুবিল্লাহ।
৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮
লিঙ্কনহুসাইন বলেছেন: দেখেন ভাই এই পোষ্টের সাথে সাইদিকে চাদে দেখার কোন মিল পান নাকি
Click This Link
৭| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২২
সকাল>সন্ধা বলেছেন: জারা চাঁদ দেখছে তাদের লিষ্ট নিচে গুতাদেন দেখতে পাইবেন
https://soundcloud.com/delawar-saidi/
৮| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
মধুমিতা বলেছেন: অভিশপ্ত সামূদ জাতির দেশে-৬ Click This Link
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: