নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শরীফ উদ্দিন সবুজ

শরীফ উদ্দিন সবুজ

শরীফ উদ্দিন সবুজ › বিস্তারিত পোস্টঃ

ফলাফল

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

প্রতিবার এইচএসসি, এসএসসি বা পিএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে রিপোর্ট হয় যারা ভালো করেছে, যে স্কুল সেরা হয়েছে তাদের নিয়ে। যারা ভালো করেছে তাদের হাস্সোজ্জ্বল ছবি টিভিতে দেখা যায়। প্রতিবার এসময় আমার মনে হয় যে স্কুলটি, যে কলেজটি সবচেয়ে খারাপ করেছে তারা কেন এতটা খারাপ করলো , যা ছেলেটি আজ কাদছে সে কেন ভালো করতে পারলো না কেন এত খারাপ করলো তা নিয়ে নিউজ করা দরকার। ভালো করা ছেলেটির সুখি পরিবারের ছবির সাথে কান্নারত ছেলেটির পরিবারের ছবি-ও দেখতে ইচ্ছে করে। পড়াশোনার এতটা খরচ বহন করে যে মা-বাবা ছেলে বা মেয়েকে পরীক্ষা পর্যন্ত নিয়ে এসেছিলেন তাকে কি আরেকবার পরীক্ষা দেয়ার খরচ তিনি বহন করতে পারবেন ? কতজন বাবা-মা পারবেন ? নাকি ছেলেটিকে কাজে লাগিয়ে আর মেয়েটিকে বিয়ে দিয়ে দেবেন ? যে স্কুলটির চারিদিকে বর্ষায় হাটু পানি জমে যায়, যে স্কুলটি ভেঙ্গে পড়ার উপক্রম, যে স্কুলে বারো শিক্ষকের মধ্যে তিনজনকেও পাওয়া যায়না সেসব স্কুলের ছেলেরা কেমন করলো। এদেশে পরীক্ষায় ভালো করতে এখন অনেক টাকা লাগে। যারা টাকা খরচ করতে পারে তারা ভালো করে। যারা পারেনা তারা ভালো করেনা। এদের সংখ্যা-ই বেশি। এরা আমাদের দেশের গার্মেন্ট শ্রমিক, কৃষক, মজুর, শহুরে নিন্ম মধ্যবিত্তের ছেলে-মেয়ে। এরাই দেশী টেলিভিশনের অধিকাংশ দর্শক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.