![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট একজন লেখক। নিজের কষ্ট, ভাললাগা, ভালবাসাগুলো গল্প ও কবিতায় প্রকাশ করার ক্ষুদ্র প্রচেষ্টা. ..!!
ভাইয়া!
আবেগের এক সিক্ত ছোঁয়া, ভালবাসার এক উদ্দীপনা, ভাইয়া!
ভুলের মাঝে ভুল কে খোঁজা, আর ভালবাসার মাঝে ভাইকে খোঁজা, দুটোই এক কথা!
ভুল তো ভুল ই তার মাঝে ভুল কে খোঁজা যেমন মূর্খতা বা বোকামি। ঠিক তেমনি ভালবাসার মাঝে ভাইকে খোজাও মূর্খতা!
আমার কাছে ভাইয়া শব্দটাই ভালবাসার একটি সমার্থক শব্দ। সুতরাং ভালবাসার মাঝে ভাইকে আমি কোথায় খুঁজবো?
সেতো নিজেই এক ভালবাসার প্রদীপ!
যে সবার মাঝে প্রদীপের আলোর ন্যায় ভালবাসা ছড়িয়ে দেয়।
ভাইয়া!
বিধাতার এক অপরূপ অদ্ভুত সৃষ্টির মধ্যে একটি, ভাইয়া!
যারা হাসি মুখের অন্তরালের কষ্ট, বেদনা গুলোকেও হাসিতে
রূপান্তরিত করার অদ্ভুত ক্ষমতা রাখে!
ভাইয়া!
যাদের নিজস্ব, একান্ত বলতে কোন ইচ্ছে, শখ, আকাঙ্ক্ষা থাকে না!
যারা ছোট ভাইবোনদের শখগুলো কে নিজেদের শখ বলে চালিয়ে দেয়!
যারা ঘোর অমাবস্যার রাতে আলো হয়ে আমাদের কে পথ দেখায়!
বারি বর্ষন মুখি দিনে ছাতা হয়ে আমাদের কে আগলে রাখে!
মুশকিল সময় গুলোতে ঢাল হয়ে আমাদের রক্ষা করে, ভাইয়া!!
ভাইয়া!
বাবার অবর্তমানে সংসারটাকে যে আগলে রাখে, সে ভাইয়া!
বাবা ছাড়া সংসার টা যেমন, লগি ছাড়া নৌকা টাও ঠিক তেমন!
সেই সংকট পূর্ণ সময়ে লগি হয়ে নৌকার পাল ধরা ব্যক্তিটা ভাইয়া!
কলেজ পড়া ছেলেটা যখন প্রিয়জনের সুখে কর্মের মাঠে,
সেইতো ভাইয়া!
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ইচ্ছে পূরণ করা ব্যক্তিটা, ভাইয়া!
অন্যায় করাতে শাসন করা, অতঃপর বুকে আগলে ধরে অশ্রু ঝরানো ব্যক্তিটা, ভাইয়া!
মাসের শেষে বুক-পিঠের পকেটে টাকা গুঁজে দেওয়া ব্যক্তিটা, ভাইয়া!
রৌদ্রের আলোয় ঝলসে যাওয়া মুখটা নিয়ে হাসি মুখে নীড়ে ফেরা ব্যক্তিটা, ভাইয়া!!
ভাইয়া!
... ... ... ... ...
... ... ... ... ... ... ...
ভাইয়া!
লিখাঃ- শরিফুল ইসলাম
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
ক্যাবলা কান্ত বলেছেন: হা হা হা
২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: "যে মানুষ প্রেম দান করিতে পারে ক্ষমতা তাহারই--
যে মানুষ প্রেম লাভ করে তাহার কেবল সৌভাগ্য"
আত্মপরিচয়--
---------রবীন্দ্রনাথ ঠাকুর
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
ক্যাবলা কান্ত বলেছেন: খুব সুন্দর
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাইয়া, বাবা, মা, আপু - এসব কোন সম্পর্কই কোন টা থেকে কম নয়। এসব ফেসবুকীয় আবেগী পোস্ট বিরক্তিকর...
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
ক্যাবলা কান্ত বলেছেন: আচ্ছা এরক্ম পোষ্ট আর দিব না।
বিরক্ত হইয়েন না।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫২
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
ক্যাবলা কান্ত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
আর্কিওপটেরিক্স বলেছেন: মেয়েরা তাদেরকেই ভাইয়া বলে.....