![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
~~~প্রেম স্বর্গীয় সুধা~~~
আমার মতে প্রেম মানে হঠাৎ বৃষ্টির মত ,প্রেম জিনিসটা আসলে কঠিন ,প্রেম একজনের সাথে হয়, সবার সাথে নয়, প্রেমের মাঝে সাদা কালো ,লম্বা খাটো , ধনি, গরিব জাত ,বেজাত এই সব কিছু যায় আসে না ।যদি কোনো পুরুষ কোনো সুন্দরী মেয়ে দেখলেই প্রেমে পড়তে ইচে্ছ করে তাহলে সেটা প্রেম নয় সেটা হয় মোহ । যদি কোন মেয়ে প্রেম করার নামে ছেলেদের মিষ্টি মিষ্টি কথার ছলে শরীরের সব কিছু তার কাছে বিলিয়ে দিতে ইচ্ছে করে তাহলে সেটা প্রেম এটা এক ধরনের মোহ ।আর এই মোহ কেটে যাওয়ার পর সেখানে থাকে ধ্বংসের স্তুপ ।আমার মনে হয় না কেহ সত্যিকারের প্রেম করে সবই লালসা।ধন সম্পদ উড়ে যায় ,আরাম -আয়েশ অন্তর্হিত হয়,আশা শুকিয়ে যায়,কিন্তু প্রেম থেকে যায় আমাদের সাথে ।প্রেম হচ্ছে ঈশ্বরী।নিজের দীর্ঘায়ু সম্পর্কে যেমন নিশ্চিত করে কিছু বলা যায় না, তেমনি প্রেমে আবদ্ধ থাকা কিংবা না থাকার বিষয়ে ও শপথ করা যায় না ।শুধুমাত্র জীবন এবং প্রেম সম্বন্ধে যত্নবান থাকার শপথ করা যায় ।
©somewhere in net ltd.