নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়মের বাহিরে আমি

Shovo sani

MD Shohel Rana

Shovo sani › বিস্তারিত পোস্টঃ

FIFA World Cup 2018 Russia

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৩



Fifa World Cup 2018 Russia

সেলুনে গেলাম চুল কাটতে, আমার আগে তিন জন সিরিয়ালে বসে আছে। পাশেই মুচির দোকান, মুচি জুতা সেলাই করতেছে।

নাপিতঃ ভাই, কি কাটবেন? চুল না সেইভ?

আমিঃ কিছু কাটতে আসি নাই, কাটাইতে আসছি।

নাপিতঃ (হাসি দিয়ে) বসেন ভাই, পত্রিকা পড়েন। আজকের তাজা খবর, আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের সাপোর্টার রা মারামারি করে আর্জেন্টিনার এক সাপোর্টারের মাথা ফাটাইছে এখন সে হাসপাতালে আছে।
তয় খবর টা পত্রিকায় ছাপা হয় নাই। শুনছি ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার ঐ সাপোর্টাররে ইচ্ছা মত পিটাইছে। ঠিকই আছে বেটা আর্জেন্টিনা করে মাঠে খেলতে পারে না, তিন টা গোল খায়, আবার বড় বড় কথা কয়। থ্রি পিছ এর দল।

আমিঃ আপনি কোন দল সাপোর্ট করেন?

নাপিতঃ ব্রাজিল করি ভাই। নেইমার আমার বস, দেখছেন না ঐদিন কি খেলাই না খেলছে, ইস্ কত গুলা গোল মিস করছে।

"এর মধ্যে মুচি জুতা সেলাই বাদ দিয়ে উঠে আসছে"।

মুচিঃ কি কস বেডা? নেইমার হা হা হা, বাতাস লাগলেই চিৎ হয়ে পড়ে, নেইমারের কেলসিয়াম নাই। 7up খায়, আর গোল কি নেইমার দিছে? কোন রকম অন্যের লাথি দেয়া বলে পা লাগিয়ে গোল দিছে। কোন রকম তোদের মান রাখছে। নয়লে তোদের যা অবস্থা, গলায় দড়ি দিয়ে মরতি সব। নেইমার মেসির সমান জীবনেও হতে পারবে না। মেসি অনেক সিনিয়র খেলোয়াড়। বয়স তো আর কম হয় নাই। আর যাই কস মেসি নেইমার এর মত কারো সাথে বেয়াদপি করে না, ভদ্র খেলোয়াড়।

"কথা শুনেই বুঝলাম মুচি আর্জেন্টিনা সাপোর্ট করে"।

অবস্থা সিরিয়াস, নাপিত মুচির শার্ট এর কলার ধরছে, মুচি ধাক্কা দিয়ে জুতা নিয়ে আসছে।

আমি আর চুপ না থেকে নাপিত আর মুচিকে থামিয়ে দিলাম।
তার পর ও দুইজনই দুইজনকে মারতে আসে।

বিপদ দেখে মোবাইল হাতে নিয়ে হুদাই নাম্বার ডায়েল করে বললাম।

হ্যালো এটা অমুক থানা? আমি শুভ বলছি। আপনারা একটু অমুক সেলুনের সামনে আসুন, অবস্থা খারাপ। দুই জন মারামারি করে মাথা ফাটিয়ে ফেলছে।

আমার কথা শুনেই নাপিত আর মুচি এমন ভাব ধরছে, যেন একটু আগে কিছুই হয় নাই, দুইজনই শান্ত।

নাপিতঃ ভাই আপনি কি পুলিশের লোক? মিথ্যা বলেন কেন? এখানে তো এমন কিছু ই হয় নাই।

আমিঃ তুমি নাপিত ও মুচি। তোমরা দুইজন একটু আগে মানুষের কথা শুনে তর্ক করে মারামারির পর্যায়ে চলে গেছো। এটা কি ঠিক?
তোমরা সারাজীবন মুচি আর নাপিত ই থেকে যাবে। যতই ব্রাজিল আর আর্জেন্টিনা করো। কেউ মেসি বা নেইমার হতে পারবা না।

... এখন মূল কথায় আসি।

উপরের লেখা ... নাপিত আর মুচির মত অবস্থা ফেসবুক এর কিছু পাবলিকের।

এরা আজে বাজে পোস্ট করে, ট্রল বানায়, উল্টা পাল্টা ছবি এডিট করে একে অপরকে পচায়।

আসলে এরা কোন দলকে ভালোবেসে সাপোর্ট করে না। এদের ভিতর ভালোবাসা নাই, আছে নোংরামি।

কিছু পাবলিক হয়তো নোংরা মনের, সাবাই কিন্তু না।

আসুন আমরা সবাই ঐ সব নাপিত আর মুচিদের কাছ থেকে দূরে থাকি। দলকে সাপোর্ট করি খেলোয়াড়দের উৎসাহ দেই খেলাকে ভালোবাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.