![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের সন্ধান করতে ভালবাসি। আবেগ নিয়ে লিখতে চেষ্টা করি। নতুনত্বের সন্ধান করি।
কষ্ট সত্যিকার অর্থে এক ধরনের বিনোদন। কষ্টের কারণে মানুষ কাঁদতে পারে। সবাই কিন্তু সবসময় ইচ্ছে করলেও চোখে জল আনতে পারেনা। যাদের কষ্ট দেখানোর ক্ষমতা আছে তারা অনেক বড় অভিনতা। এদের অভিনয় দেখে অনেকে সান্ত্বনা দিয়ে মজা লোটে, আবার অনেকেই এই কান্নার কারণেই আনন্দ পায়। আর যে কাঁদে সে তো মজা পায়, তা না হলে কেন কাঁদে? সে যখন বালিশের মধ্যে শোয়ে কাঁদে তখন তার নাক বেয়ে গালের উপর দিয়ে টোপ করে যখন সেই ফোটা বালিশে পড়ে সে সেটি উপভোগ করে। কানের নিচে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ খুঁজে পায়; তাছাড়া যখন নাক, গাল বেয়ে পড়ে সেই ফোঁটা সে শিরশিরে অনুভূতি এক কথায় অসাধারণ। চায়ের কাপ হাতে নিয়ে যখন মনে পড়ে যায় অতীতের কোন এক মুহূর্ত তখন অজান্তেই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ সেই কাপের মধ্যে পড়ে অনুপ্রস্থ তরঙ্গের সৃষ্টি হয়। সেই মুহূর্ত কে না উপভোগ করতে চায়? তখন গরম চা দিয়ে বুকের ভিতরটা জ্বালাতে গিয়ে শুধু বুকের চিনচিন ব্যথাটাই উপভোগ করা যায়। অনেকে হয়তো জানেনা কষ্টের আরেক নাম অধিক সুখ। অনেকে এই অধিক সুখ সহ্য করতে পারেনা বলেই পাড়ি জমায় অন্য জগতে। কিন্তু সেই জগত কারোই কাম্য নয়।
©somewhere in net ltd.