![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে যে ঝড় চলছে তাকে চেপে রেখো না,সেই ঝড়কে বয়ে যেতে দাওwww.facebook.com/rj.dhrubo.79
আমি তেমন কিছু চাই না আমি চাই
তুমি আমাকে সময় দাও
আমার একাকিত্ত দুর কর।
মাঠে যখন সবাই ফুটবল খেলায় ব্যস্ত
থাকে আর আমি পা
ব্যাথার জন্য খেলতে না পেরে একা
একা বসে থাকি আমি চাই
তখন তুমি আমার সাথে কথা বল।
আমি চাই তুমি রোজ সকালে আমাকে
ঘুম থেকে ডেকে দাও।
মাঝে মাঝে বেলা পর্যন্ত ঘুমালে
আমাকে ফোন করে বকা
দিও আর আমি বাধ্য ছেলের মত উঠে
যাব।
আমার বেশি কিছু চাই না আমি চাই
আমার যখন জ্বরের ঘোরে
শরীর কাপবে তখন তুমি থার্মোমিটার
নিয়ে ব্যস্ত থাকবে
আর আমাকে বকবে কেন অঝথা
বৃষ্টিতে ভিজেছিলাম।
তুমি চাইলে আমার মাথায় আলতো
ভাবে পানি ঢেলে দিতে
পারো। আমার জ্বর চলে যাবে। মাঝে
মাঝে একটু ফোন
করে ঔষুধ খেয়েছি কিনা খোজ
নিয়ো।
আচ্ছা থাক! তুমি ব্যস্ত থাকলে ফোন
করার দরকার নাই।
হঠাৎ শিতের সকালে কোন একদিন
ঘাসের শিশির বিন্দুতে
তুমি হাটতে চাও বলে আমাকে ফোন
করে ডেকে দিও। আমি
ইচ্ছা করে তোমার ফোন রিসিভ
করবো না আর তখন ই
তুমি আমাকে ধমকি স্বরুপ মেসেইজ
দিবে আর আমি অবাধ্য
ছেলের মত শোয়েটার ছাড়াই বের
হয়ে যাবো।
শোয়েটার ছাড়াই বের হয়েছি বলে
তুমি আমাকে কিল ঘুসি দিয়ে
তোমার সেই ছোট্ট শালটা আমার
দিকে বাড়িয়ে দিবে।
তারপর আমরা ঘন কুয়াশায় হারিয়ে
যাবো ।
আমি আসলেই তেমন কিছুই চাই না
আমি চাই তুমি যখন দেখা
করতে চাইবে তখন আমি দেরি করে
আসবো আর এসে
দেখবো তুমি গোমড়া মুখে অন্যদিকে
চেয়ে থাকবে। আমি
তখন তোমার রাগ ভাঙ্গানোর হাজার
ব্যর্থ চেষ্টা
করবো।
আচ্ছা থাক আমার আর কিছুই চাই না
মাঝে মাঝে আমাকে একটু
ভালোবাসলেই হবে । বেশি
ভালোবাসার দরকার নাই আবার।
শুধু একটু সময় মত আমার খবর নিও ।
(কাল্পনিক মাত্র)
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
শেষগল্পের সেই ছেলেটি বলেছেন: ধন্যবাদ।।বাস্তব হলে ভালো হত।।।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮
পটল বলেছেন: কাল্পনিক না হইয়া বাস্তব হওয়াটাই কি ভালো ছিলো না। একাকী বিষন্নতা বিষয়টা ভালো কিছু তো না।
তবে, কবিতা ভালোই হইচে।